Ajker Patrika

ইরান সফরে কাতারের আমির

অনলাইন ডেস্ক
ইরান সফরে কাতারের আমির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুদ্ধারের প্রচেষ্টার পাশাপাশি দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুতে ফোকাস করার লক্ষ্যে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ইরানের সর্বোচ্চ নেতা নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, খামেনি এবং আল থানি প্রধানত আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন। 

আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ‘দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বর্তমান বেশ খানিকটা কমতির দিকে এবং তা অবশ্যই বহুগুণ বাড়াতে হবে। এ ছাড়া, রাজনৈতিক ইস্যুতে আরও মত বিনিময়ের সুযোগ রয়েছে এবং আমরা আশা করি এই সফর দুই দেশের মধ্যকার সহযোগিতা সম্প্রসারণে একটি নতুন উৎস হতে পারে।’ 

এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাঘেরি কানি ও পরমাণু আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়কারী এনরিক মোরার সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনা চলছে। 

তেহরান সফর শেষ করে আল থানি ইউরোপের বেশ কয়েকটি দেশ সফর করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত