অনলাইন ডেস্ক
পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী বোমা হামলাকারী একজন নারী। তিনি নিজেও করাচি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থী এবং পেশায় একজন শিক্ষক। পাকিস্তানের বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর পক্ষে তিনি এই হামলা চালান বলে জানিয়েছেন পাকিস্তানের এক কর্মকর্তা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩০ বছর বয়সী ওই শিক্ষিকা কয়েক মাস আগেই মাস্টার্স ডিগ্রির জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সামনের ওই আত্মঘাতী বোমা হামলায় একটি মিনিভ্যান বিস্ফোরিত হয়। এ সময়, তিন চীনা শিক্ষক, একজন পাকিস্তানি গাড়িচালক ও হামলাকারী নিজে নিহত হন।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বেলুচিস্তান প্রদেশের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞানের শিক্ষক ওই নারী ৫ মাস আগে করাচি বিশ্ববিদ্যালয়ে তাঁর দ্বিতীয় মাস্টার্স ডিগ্রির জন্য ভর্তি হয়েছিলেন।
এ দিকে, পাকিস্তানে কর্মরত এসব চীনা নাগরিকের মৃত্যুতে হামলার কঠোর নিন্দা জানিয়েছে বেইজিং।
বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) জানিয়েছে, প্রাণীবিদ্যায় স্নাতক ডিগ্রিধারী ওই সন্তানের জননী ওই নারী আরও একটি ডিগ্রির জন্য করাচি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। মূলত বেলুচিস্তানে চীনা বিনিয়োগের বিরোধিতা করেই চীনা নাগরিকদের ওপর হামলার জন্য আত্মঘাতী হয়েছিলেন।
বিএলএ আরও জানিয়েছে, ‘বেলুচ লিবারেশন আর্মি চীনকে আবারও তাদের শোষণমূলক প্রকল্পগুলো অবিলম্বে বন্ধ করার ব্যাপারে সতর্ক করছে। অন্যথায়, ভবিষ্যতে আরও কঠোর আক্রম হবে।’ বেলুচ বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা তাদের প্রদেশের প্রাকৃতিক সম্পদের বৃহত্তর অংশ নিজেদের জন্য রক্ষায় কয়েক দশক ধরেই লড়াই করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে তাঁরা চীনা বিভিন্ন প্রকল্পের শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে।
পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী বোমা হামলাকারী একজন নারী। তিনি নিজেও করাচি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থী এবং পেশায় একজন শিক্ষক। পাকিস্তানের বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর পক্ষে তিনি এই হামলা চালান বলে জানিয়েছেন পাকিস্তানের এক কর্মকর্তা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩০ বছর বয়সী ওই শিক্ষিকা কয়েক মাস আগেই মাস্টার্স ডিগ্রির জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সামনের ওই আত্মঘাতী বোমা হামলায় একটি মিনিভ্যান বিস্ফোরিত হয়। এ সময়, তিন চীনা শিক্ষক, একজন পাকিস্তানি গাড়িচালক ও হামলাকারী নিজে নিহত হন।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বেলুচিস্তান প্রদেশের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞানের শিক্ষক ওই নারী ৫ মাস আগে করাচি বিশ্ববিদ্যালয়ে তাঁর দ্বিতীয় মাস্টার্স ডিগ্রির জন্য ভর্তি হয়েছিলেন।
এ দিকে, পাকিস্তানে কর্মরত এসব চীনা নাগরিকের মৃত্যুতে হামলার কঠোর নিন্দা জানিয়েছে বেইজিং।
বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) জানিয়েছে, প্রাণীবিদ্যায় স্নাতক ডিগ্রিধারী ওই সন্তানের জননী ওই নারী আরও একটি ডিগ্রির জন্য করাচি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। মূলত বেলুচিস্তানে চীনা বিনিয়োগের বিরোধিতা করেই চীনা নাগরিকদের ওপর হামলার জন্য আত্মঘাতী হয়েছিলেন।
বিএলএ আরও জানিয়েছে, ‘বেলুচ লিবারেশন আর্মি চীনকে আবারও তাদের শোষণমূলক প্রকল্পগুলো অবিলম্বে বন্ধ করার ব্যাপারে সতর্ক করছে। অন্যথায়, ভবিষ্যতে আরও কঠোর আক্রম হবে।’ বেলুচ বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা তাদের প্রদেশের প্রাকৃতিক সম্পদের বৃহত্তর অংশ নিজেদের জন্য রক্ষায় কয়েক দশক ধরেই লড়াই করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে তাঁরা চীনা বিভিন্ন প্রকল্পের শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে।
বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে কথিত চলমান সহিংসতা ও নির্যাতন বন্ধে ভারত সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়ে আবেদন করা হয়েছিল ভারতের সুপ্রিম কোর্টে। তবে দেশটির সর্বোচ্চ আদালত এই আবেদন খারিজ করে দিয়েছে। গতকাল রোববার এই আবেদন উত্থাপন করা হয়।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র জাতিসংঘে দুটি ভিন্ন ভোটে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের এই অবস্থান ইউক্রেনে রাশিয়ার আক্রমণের তৃতীয় বার্ষিকীর দিনে ট্রাম্প প্রশাসনের যুদ্ধবিষয়ক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। যুদ্ধ শুরুর তিন বছর পর, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে রাশিয়ার পক্ষে অবস্থান নিল।
১ ঘণ্টা আগেফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইউক্রেনে যে কোনো শান্তিচুক্তির সঙ্গে নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে। এই শান্তি ইউক্রেনের আত্মসমর্পণ হওয়া উচিত নয়, এটি এমন কোনো যুদ্ধবিরতি হওয়া উচিত নয় যেখানে কোনো নিশ্চয়তা থাকবে না।
১ ঘণ্টা আগেজার্মানির পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছে ফ্রেডরিখ মের্ৎসের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট সিডিইউ-সিএসইউ। একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারলেও প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ভালো ব্যবধানে এগিয়ে আছে এই জোট। ভোটের ফল সামনে আসতেই ইউরোপীয় ঐক্যের ওপর জোর দেওয়ার কথা জানান ফ্রেডরিখ মের্ৎস।
২ ঘণ্টা আগে