অনলাইন ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের জানাজায় যাননি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আরিফ আলভির কেউই। অংশ নেননি সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আহমেদও। তবে কেন তাঁরা উপস্থিত ছিলেন না সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে জেনারেল পারভেজ মোশাররফের জানাজা অনুষ্ঠিত হয় করাচির মালির ক্যান্টনমেন্টের পোলো গ্রাউন্ডে। জানাজায় অংশ নেন ১০ হাজারের বেশি মানুষ। আত্মীয়-স্বজন থেকে শুরু করে রাজনীতিবিদ, দেশটির সাবেক সেনাপ্রধানও উপস্থিত হন। তবে উপস্থিত ছিলেন না বর্তমান প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট।
দীর্ঘ দিনের অসুস্থতার পর পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ রোববার (৫ ফেব্রুয়ারি) মারা যান। দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর।
মোশাররফের জন্ম অবিভক্ত ভারতের দিল্লিতে, ১৯৪৩ সালের ১১ আগস্ট। তিনি ১৯৬১ সালের ১৯ এপ্রিল পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুল থেকে কমিশন পান। পরে ১৯৯৮ সালে মোশাররফ জেনারেল পদে উন্নীত হন এবং সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ৯ বছর পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন জেনারেল পারভেজ মোশাররফ। ২০০১ সালে তিনি দেশটির দশম প্রেসিডেন্ট হয়েছিলেন এবং ২০০৮ সালের শুরু পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন।
অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেওয়া মোশাররফ ২০০৭ সালের ৩ নভেম্বর সংবিধান স্থগিত করেছিলেন। এর জন্য ২০১৪ সালের ৩০ মার্চ তাঁকে অভিযুক্ত করা হয়। ২০১৯ সালের ১৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেন পাকিস্তানের একটি বিশেষ আদালত।
পারভেজ মোশাররফ বিরল রোগ অ্যামাইলয়েডোসিসে ভুগছিলেন। মানবশরীরের বিভিন্ন অঙ্গ ও টিস্যুতে অ্যামাইলয়েড নামক একটি অস্বাভাবিক প্রোটিন তৈরির কারণে অ্যামাইলয়েডোসিস রোগ হয়। এই রোগ হলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ও টিস্যুগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। ২০১৬ সালের মার্চে চিকিৎসার জন্য দুবাই যান সাবেক এই সেনাশাসক। এরপর আর তিনি পাকিস্তানে ফিরে আসেননি।
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের জানাজায় যাননি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আরিফ আলভির কেউই। অংশ নেননি সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আহমেদও। তবে কেন তাঁরা উপস্থিত ছিলেন না সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে জেনারেল পারভেজ মোশাররফের জানাজা অনুষ্ঠিত হয় করাচির মালির ক্যান্টনমেন্টের পোলো গ্রাউন্ডে। জানাজায় অংশ নেন ১০ হাজারের বেশি মানুষ। আত্মীয়-স্বজন থেকে শুরু করে রাজনীতিবিদ, দেশটির সাবেক সেনাপ্রধানও উপস্থিত হন। তবে উপস্থিত ছিলেন না বর্তমান প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট।
দীর্ঘ দিনের অসুস্থতার পর পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ রোববার (৫ ফেব্রুয়ারি) মারা যান। দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর।
মোশাররফের জন্ম অবিভক্ত ভারতের দিল্লিতে, ১৯৪৩ সালের ১১ আগস্ট। তিনি ১৯৬১ সালের ১৯ এপ্রিল পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুল থেকে কমিশন পান। পরে ১৯৯৮ সালে মোশাররফ জেনারেল পদে উন্নীত হন এবং সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ৯ বছর পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন জেনারেল পারভেজ মোশাররফ। ২০০১ সালে তিনি দেশটির দশম প্রেসিডেন্ট হয়েছিলেন এবং ২০০৮ সালের শুরু পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন।
অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেওয়া মোশাররফ ২০০৭ সালের ৩ নভেম্বর সংবিধান স্থগিত করেছিলেন। এর জন্য ২০১৪ সালের ৩০ মার্চ তাঁকে অভিযুক্ত করা হয়। ২০১৯ সালের ১৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেন পাকিস্তানের একটি বিশেষ আদালত।
পারভেজ মোশাররফ বিরল রোগ অ্যামাইলয়েডোসিসে ভুগছিলেন। মানবশরীরের বিভিন্ন অঙ্গ ও টিস্যুতে অ্যামাইলয়েড নামক একটি অস্বাভাবিক প্রোটিন তৈরির কারণে অ্যামাইলয়েডোসিস রোগ হয়। এই রোগ হলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ও টিস্যুগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। ২০১৬ সালের মার্চে চিকিৎসার জন্য দুবাই যান সাবেক এই সেনাশাসক। এরপর আর তিনি পাকিস্তানে ফিরে আসেননি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
১ ঘণ্টা আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১১ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১১ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১১ ঘণ্টা আগে