অনলাইন ডেস্ক
পাকিস্তানের লাহোরে এক বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। লাহোরের বিখ্যাত আনারকলি মার্কেটের পান মন্ডি এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
লাহোর পুলিশের মুখপাত্র রানা আরিফ ৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চত করে বলেছেন, বিস্ফোরণের ফলে আশপাশের দোকানপাট ও বাড়িঘরের জানালার কাচ ভেঙে গেছে। তিনি আরও জানান, পান মন্ডির যে এলাকায় বিস্ফোরণ সংঘটিত হয়েছে সেখানে ভারতীয় পণ্য ক্রয়-বিক্রয় করা হতো।
লাহোর পুলিশের উপ-মহাপরিদর্শক (অপারেশন) ড. মোহাম্মদ আবিদ বলেন, ‘আমরা বিস্ফোরণের কারণ নির্ণয় করার চেষ্টা করছি। বিস্ফোরণের ফলে ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।’ হামলার কারণ হিসেবে মোটরসাইকেলে টাইম বোমা রাখার সম্ভাবনাও উড়িয়ে দেননি আবিদ।
আবিদ বলেন, ‘বিস্ফোরণের স্থলে হওয়া গর্ত থেকে টাইম বোমার সম্ভাবনার দিকেই নির্দেশ করছে। তবে বিষয়টি আমরা এখনই নিশ্চিত করতে পারছি না।’ কাউন্টার টেররিজম বিভাগ এবং বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানান তিনি।
আহতদের স্থানীয় মায়ো হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান দুজন। নিহতদের মধ্যে এক কিশোরও আছেন।
পাকিস্তান সম্পর্কিত আরও পড়ুন:
পাকিস্তানের লাহোরে এক বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। লাহোরের বিখ্যাত আনারকলি মার্কেটের পান মন্ডি এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
লাহোর পুলিশের মুখপাত্র রানা আরিফ ৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চত করে বলেছেন, বিস্ফোরণের ফলে আশপাশের দোকানপাট ও বাড়িঘরের জানালার কাচ ভেঙে গেছে। তিনি আরও জানান, পান মন্ডির যে এলাকায় বিস্ফোরণ সংঘটিত হয়েছে সেখানে ভারতীয় পণ্য ক্রয়-বিক্রয় করা হতো।
লাহোর পুলিশের উপ-মহাপরিদর্শক (অপারেশন) ড. মোহাম্মদ আবিদ বলেন, ‘আমরা বিস্ফোরণের কারণ নির্ণয় করার চেষ্টা করছি। বিস্ফোরণের ফলে ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।’ হামলার কারণ হিসেবে মোটরসাইকেলে টাইম বোমা রাখার সম্ভাবনাও উড়িয়ে দেননি আবিদ।
আবিদ বলেন, ‘বিস্ফোরণের স্থলে হওয়া গর্ত থেকে টাইম বোমার সম্ভাবনার দিকেই নির্দেশ করছে। তবে বিষয়টি আমরা এখনই নিশ্চিত করতে পারছি না।’ কাউন্টার টেররিজম বিভাগ এবং বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানান তিনি।
আহতদের স্থানীয় মায়ো হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান দুজন। নিহতদের মধ্যে এক কিশোরও আছেন।
পাকিস্তান সম্পর্কিত আরও পড়ুন:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
১ ঘণ্টা আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১০ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১০ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১১ ঘণ্টা আগে