অনলাইন ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লাখনিতে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই খনিশ্রমিক। হামলায় আহত হয়েছেন আরও সাতজন। আজ শুক্রবার ভোরের দিকে এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুকিতে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুকি এলাকায় একটি ছোট বেসরকারি কয়লা খনিতে সশস্ত্র লোকদের হামলায় ওই ২০ শ্রমিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।
দুকি পুলিশের স্টেশন হাউস অফিসার (এসএইচও) হুমায়ুন খান বলেন, ‘একদল সশস্ত্র লোক ভোরে দুকি এলাকায় জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেডও নিক্ষেপ করে।’ স্থানীয় চিকিৎসক জোহর খান শাদিজাই বলেন, ‘আমরা জেলা হাসপাতালে এ পর্যন্ত ২০ জনের মরদেহ এবং ছয়জনকে আহত অবস্থায় পেয়েছি।’
দুকি জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল্লাহ নাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘দুর্বৃত্তরা হামলায় হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার এবং অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবহার করেছে।’ তিনি আরও বলেন, ‘হামলাকারীরা ১০টি কয়লা ইঞ্জিন ও যন্ত্রপাতিতে আগুন দিয়েছে।’ জেলা প্রশাসন, পুলিশ এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি) টিম ঘটনাস্থলে পৌঁছেছে বলে নাসির নিশ্চিত করেছেন তিনি।
দুকির জেলা প্রশাসক কলিমুল্লাহ কাকার এবং সহকারী কমিশনার (এসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া এফসি কমান্ড্যান্ট এবং দুকি পুলিশ সুপারও সেখানে উপস্থিত ছিলেন। পরে লাশ উদ্ধারে যৌথ অভিযান চালানো হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কলিমুল্লাহ কাকার বলেন, ‘নিহতরা পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।’
আহতদের চিকিৎসার জন্য লোরালাই তহসিলের সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে জানিয়ে কলিমুল্লাহ কাকার বলেন, ‘সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ নিজ নিজ শহরে পাঠানো হবে।’
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লাখনিতে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই খনিশ্রমিক। হামলায় আহত হয়েছেন আরও সাতজন। আজ শুক্রবার ভোরের দিকে এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুকিতে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুকি এলাকায় একটি ছোট বেসরকারি কয়লা খনিতে সশস্ত্র লোকদের হামলায় ওই ২০ শ্রমিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।
দুকি পুলিশের স্টেশন হাউস অফিসার (এসএইচও) হুমায়ুন খান বলেন, ‘একদল সশস্ত্র লোক ভোরে দুকি এলাকায় জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেডও নিক্ষেপ করে।’ স্থানীয় চিকিৎসক জোহর খান শাদিজাই বলেন, ‘আমরা জেলা হাসপাতালে এ পর্যন্ত ২০ জনের মরদেহ এবং ছয়জনকে আহত অবস্থায় পেয়েছি।’
দুকি জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল্লাহ নাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘দুর্বৃত্তরা হামলায় হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার এবং অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবহার করেছে।’ তিনি আরও বলেন, ‘হামলাকারীরা ১০টি কয়লা ইঞ্জিন ও যন্ত্রপাতিতে আগুন দিয়েছে।’ জেলা প্রশাসন, পুলিশ এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি) টিম ঘটনাস্থলে পৌঁছেছে বলে নাসির নিশ্চিত করেছেন তিনি।
দুকির জেলা প্রশাসক কলিমুল্লাহ কাকার এবং সহকারী কমিশনার (এসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া এফসি কমান্ড্যান্ট এবং দুকি পুলিশ সুপারও সেখানে উপস্থিত ছিলেন। পরে লাশ উদ্ধারে যৌথ অভিযান চালানো হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কলিমুল্লাহ কাকার বলেন, ‘নিহতরা পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।’
আহতদের চিকিৎসার জন্য লোরালাই তহসিলের সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে জানিয়ে কলিমুল্লাহ কাকার বলেন, ‘সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ নিজ নিজ শহরে পাঠানো হবে।’
ভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
২ মিনিট আগেমানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
৮ মিনিট আগেআয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
২ ঘণ্টা আগেনিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
২ ঘণ্টা আগে