অনলাইন ডেস্ক
পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির এক শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছে। এ পর্যন্ত আহতের সংখ্যা ৩৫ বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আজ শনিবার বন্দর নগরী করাচির ছয়তলা ভবনের শপিং মলটির চতুর্থ তলায় ঘটে এ অগ্নিকাণ্ড। এ সময় ৬০ জনেরও বেশি মানুষ মলের ভেতরে ছিল বলে জানা গেছে।
উদ্ধারকার্য পরিচালনাকারী প্রতিষ্ঠান চিপ্পা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুখপাত্র শাহিদ হুসেইন বলেন, ‘আমাদের উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১১টি মৃতদেহ হাসপাতালে নিয়ে গেছে।’ তিনি জানান, অগ্নিকাণ্ডে আহত ৩৫ জনের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। এ পর্যন্ত অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শাব্বির আলি নিহত এবং আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন।
শাহিদ হুসেইন জানান, জেনারেটরের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় এবং ভবনের দুই তলা পর্যন্ত তা ছড়িয়ে পড়ে।
ভবন নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তা বিধি ঠিকভাবে মেনে চলা হয় না বলে পাকিস্তানে অগ্নিকাণ্ডের ঘটনা সচরাচরই ঘটে বলে অভিযোগ রয়েছে। করাচির পশ্চিমে বালদিয়া শহরে ২০১২ সালে একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে প্রায় ২৫০ জন শ্রমিক নিহত হয়েছিল। আগুন লাগলে দ্রুত বের হওয়ার জন্য কোনো দরজা ছিল না সেই ভবনে।
পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির এক শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছে। এ পর্যন্ত আহতের সংখ্যা ৩৫ বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আজ শনিবার বন্দর নগরী করাচির ছয়তলা ভবনের শপিং মলটির চতুর্থ তলায় ঘটে এ অগ্নিকাণ্ড। এ সময় ৬০ জনেরও বেশি মানুষ মলের ভেতরে ছিল বলে জানা গেছে।
উদ্ধারকার্য পরিচালনাকারী প্রতিষ্ঠান চিপ্পা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুখপাত্র শাহিদ হুসেইন বলেন, ‘আমাদের উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১১টি মৃতদেহ হাসপাতালে নিয়ে গেছে।’ তিনি জানান, অগ্নিকাণ্ডে আহত ৩৫ জনের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। এ পর্যন্ত অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শাব্বির আলি নিহত এবং আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন।
শাহিদ হুসেইন জানান, জেনারেটরের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় এবং ভবনের দুই তলা পর্যন্ত তা ছড়িয়ে পড়ে।
ভবন নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তা বিধি ঠিকভাবে মেনে চলা হয় না বলে পাকিস্তানে অগ্নিকাণ্ডের ঘটনা সচরাচরই ঘটে বলে অভিযোগ রয়েছে। করাচির পশ্চিমে বালদিয়া শহরে ২০১২ সালে একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে প্রায় ২৫০ জন শ্রমিক নিহত হয়েছিল। আগুন লাগলে দ্রুত বের হওয়ার জন্য কোনো দরজা ছিল না সেই ভবনে।
বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে কথিত চলমান সহিংসতা ও নির্যাতন বন্ধে ভারত সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়ে আবেদন করা হয়েছিল ভারতের সুপ্রিম কোর্টে। তবে দেশটির সর্বোচ্চ আদালত এই আবেদন খারিজ করে দিয়েছে। গতকাল রোববার এই আবেদন উত্থাপন করা হয়।
১৮ মিনিট আগেযুক্তরাষ্ট্র জাতিসংঘে দুটি ভিন্ন ভোটে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের এই অবস্থান ইউক্রেনে রাশিয়ার আক্রমণের তৃতীয় বার্ষিকীর দিনে ট্রাম্প প্রশাসনের যুদ্ধবিষয়ক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। যুদ্ধ শুরুর তিন বছর পর, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে রাশিয়ার পক্ষে অবস্থান নিল।
৪৩ মিনিট আগেফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইউক্রেনে যে কোনো শান্তিচুক্তির সঙ্গে নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে। এই শান্তি ইউক্রেনের আত্মসমর্পণ হওয়া উচিত নয়, এটি এমন কোনো যুদ্ধবিরতি হওয়া উচিত নয় যেখানে কোনো নিশ্চয়তা থাকবে না।
১ ঘণ্টা আগেজার্মানির পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছে ফ্রেডরিখ মের্ৎসের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট সিডিইউ-সিএসইউ। একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারলেও প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ভালো ব্যবধানে এগিয়ে আছে এই জোট। ভোটের ফল সামনে আসতেই ইউরোপীয় ঐক্যের ওপর জোর দেওয়ার কথা জানান ফ্রেডরিখ মের্ৎস।
১ ঘণ্টা আগে