Ajker Patrika

পাকিস্তানে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১১, আহত ৩৫

অনলাইন ডেস্ক
পাকিস্তানে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১১, আহত ৩৫

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির এক শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছে। এ পর্যন্ত আহতের সংখ্যা ৩৫ বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আজ শনিবার বন্দর নগরী করাচির ছয়তলা ভবনের শপিং মলটির চতুর্থ তলায় ঘটে এ অগ্নিকাণ্ড। এ সময় ৬০ জনেরও বেশি মানুষ মলের ভেতরে ছিল বলে জানা গেছে।

উদ্ধারকার্য পরিচালনাকারী প্রতিষ্ঠান চিপ্পা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুখপাত্র শাহিদ হুসেইন বলেন, ‘আমাদের উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১১টি মৃতদেহ হাসপাতালে নিয়ে গেছে।’ তিনি জানান, অগ্নিকাণ্ডে আহত ৩৫ জনের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। এ পর্যন্ত অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শাব্বির আলি নিহত এবং আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন।

শাহিদ হুসেইন জানান, জেনারেটরের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় এবং ভবনের দুই তলা পর্যন্ত তা ছড়িয়ে পড়ে।

ভবন নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তা বিধি ঠিকভাবে মেনে চলা হয় না বলে পাকিস্তানে অগ্নিকাণ্ডের ঘটনা সচরাচরই ঘটে বলে অভিযোগ রয়েছে। করাচির পশ্চিমে বালদিয়া শহরে ২০১২ সালে একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে প্রায় ২৫০ জন শ্রমিক নিহত হয়েছিল। আগুন লাগলে দ্রুত বের হওয়ার জন্য কোনো দরজা ছিল না সেই ভবনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত