অনলাইন ডেস্ক
করাচির ব্যস্ত সড়কে যখন যানজটে আটকে থাকে সাধারণ যানবাহন, তখন একটি গাড়ি সবার চোখে পড়ে—টয়োটা হাইলাক্স। ট্রাফিকের জট ভেদ করে দ্রুতগতিতে ছুটে চলা এই যান হয়ে উঠেছে ক্ষমতা, প্রভাব ও ভয়ের প্রতীক। ‘ডালা’ নামে পরিচিত এই পিকআপ গাড়ি গ্রামীণ এলাকা পেরিয়ে এখন শহরের রাজনীতি, ব্যবসা, এমনকি অপরাধ জগতের অবিচ্ছেদ্য অংশ।
বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয়ভাবে ডালা নামে পরিচিত এই গাড়িটি একসময় পাকিস্তানের গ্রামীণ ও পার্বত্য অঞ্চলে নির্ভরযোগ্য যানবাহন হিসেবে জনপ্রিয় ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এটি শহরের নতুন ব্যবসায়ীদের জন্য নিরাপত্তা ও আভিজাত্যের প্রতীক হয়ে উঠেছে।
করাচির ব্যস্ত সড়কে হাইলাক্সের উপস্থিতি একধরনের মর্যাদার পরিচায়ক। রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং ক্ষমতাধর ব্যক্তিরা এই গাড়ি বহন করে একটি প্রভাবশালী বার্তা দেন। করাচির রাজনীতিবিদ উসমান পেরিয়ার এএফপিকে বলেন, ‘এই গাড়ি মানে গুরুত্বপূর্ণ কেউ আসছে। এটি আভিজাত্য, নিরাপত্তা এবং ক্ষমতার প্রতীক।’
পাকিস্তানের নির্বাচনী সময়ে হাইলাক্সের চাহিদা বেড়ে যায়। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সময় এই ডালা গাড়ি ভাড়ার হার ছিল তুঙ্গে। পিটিআইয়ের এমপি সাজ্জাদ আলী সুমরো বলেন, ‘নির্বাচনী প্রচারণা করতে রেভো (ডালা গাড়ি) ছাড়া উপায় নেই।’
তবে এই গাড়ি শুধু নিরাপত্তার জন্য ব্যবহৃত হয় না। ডালা এখন গুম বা অপহরণের প্রতীক হয়ে উঠেছে। অনেক মানবাধিকারকর্মী অভিযোগ করেন, এই গাড়িগুলো প্রায়ই গোপন অভিযানে ব্যবহৃত হয়। ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি বাবর সত্তার এক শুনানিতে বলেন, ‘একটি ভিগো (ডালা গাড়ি) বাড়িতে প্রবেশ করে, একজনকে তুলে নিয়ে যায়। এরপর ওই ব্যক্তির সঙ্গে কী ঘটেছে কেউ জানে না।’
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছিলেন, তাঁকে ২০২৩ সালে ইসলামাবাদে পাকিস্তান রেঞ্জারস (বেসামরিক বাহিনী) একটি কালো ডালায় তুলে নিয়ে গিয়েছিল। তাঁর দাবি, এটি পাকিস্তান মুসলিম লীগ—নওয়াজের সামরিক নেতৃত্বের ষড়যন্ত্রের অংশ ছিল।
করাচির অপরাধপ্রবণ সড়কেও ডালার প্রভাব দেখা যায়। এসব গাড়ি নিয়ে কাজ করেন ৩৫ বছর বয়সী জোহাইব খান। তিনি বলেন, ‘একজন সাধারণ ছিনতাইকারী ডালা ছেড়ে অন্য কোনো গাড়ি লুট করাকে নিরাপদ মনে করে।’
হাইলাক্সের উপস্থিতি প্রভাবশালী ও নিরাপত্তার প্রতীক হওয়ায় পুলিশেরও গাড়ি থামানোর সাহস কম। জোহাইব বলেন, ‘পুলিশ আমাকে থামায় না। কারণ, তারা মনে করে, আমি এমন কেউ হতে পারি যে তাদের ক্ষতি করতে পারে।’
করাচির ব্যস্ত সড়কে যখন যানজটে আটকে থাকে সাধারণ যানবাহন, তখন একটি গাড়ি সবার চোখে পড়ে—টয়োটা হাইলাক্স। ট্রাফিকের জট ভেদ করে দ্রুতগতিতে ছুটে চলা এই যান হয়ে উঠেছে ক্ষমতা, প্রভাব ও ভয়ের প্রতীক। ‘ডালা’ নামে পরিচিত এই পিকআপ গাড়ি গ্রামীণ এলাকা পেরিয়ে এখন শহরের রাজনীতি, ব্যবসা, এমনকি অপরাধ জগতের অবিচ্ছেদ্য অংশ।
বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয়ভাবে ডালা নামে পরিচিত এই গাড়িটি একসময় পাকিস্তানের গ্রামীণ ও পার্বত্য অঞ্চলে নির্ভরযোগ্য যানবাহন হিসেবে জনপ্রিয় ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এটি শহরের নতুন ব্যবসায়ীদের জন্য নিরাপত্তা ও আভিজাত্যের প্রতীক হয়ে উঠেছে।
করাচির ব্যস্ত সড়কে হাইলাক্সের উপস্থিতি একধরনের মর্যাদার পরিচায়ক। রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং ক্ষমতাধর ব্যক্তিরা এই গাড়ি বহন করে একটি প্রভাবশালী বার্তা দেন। করাচির রাজনীতিবিদ উসমান পেরিয়ার এএফপিকে বলেন, ‘এই গাড়ি মানে গুরুত্বপূর্ণ কেউ আসছে। এটি আভিজাত্য, নিরাপত্তা এবং ক্ষমতার প্রতীক।’
পাকিস্তানের নির্বাচনী সময়ে হাইলাক্সের চাহিদা বেড়ে যায়। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সময় এই ডালা গাড়ি ভাড়ার হার ছিল তুঙ্গে। পিটিআইয়ের এমপি সাজ্জাদ আলী সুমরো বলেন, ‘নির্বাচনী প্রচারণা করতে রেভো (ডালা গাড়ি) ছাড়া উপায় নেই।’
তবে এই গাড়ি শুধু নিরাপত্তার জন্য ব্যবহৃত হয় না। ডালা এখন গুম বা অপহরণের প্রতীক হয়ে উঠেছে। অনেক মানবাধিকারকর্মী অভিযোগ করেন, এই গাড়িগুলো প্রায়ই গোপন অভিযানে ব্যবহৃত হয়। ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি বাবর সত্তার এক শুনানিতে বলেন, ‘একটি ভিগো (ডালা গাড়ি) বাড়িতে প্রবেশ করে, একজনকে তুলে নিয়ে যায়। এরপর ওই ব্যক্তির সঙ্গে কী ঘটেছে কেউ জানে না।’
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছিলেন, তাঁকে ২০২৩ সালে ইসলামাবাদে পাকিস্তান রেঞ্জারস (বেসামরিক বাহিনী) একটি কালো ডালায় তুলে নিয়ে গিয়েছিল। তাঁর দাবি, এটি পাকিস্তান মুসলিম লীগ—নওয়াজের সামরিক নেতৃত্বের ষড়যন্ত্রের অংশ ছিল।
করাচির অপরাধপ্রবণ সড়কেও ডালার প্রভাব দেখা যায়। এসব গাড়ি নিয়ে কাজ করেন ৩৫ বছর বয়সী জোহাইব খান। তিনি বলেন, ‘একজন সাধারণ ছিনতাইকারী ডালা ছেড়ে অন্য কোনো গাড়ি লুট করাকে নিরাপদ মনে করে।’
হাইলাক্সের উপস্থিতি প্রভাবশালী ও নিরাপত্তার প্রতীক হওয়ায় পুলিশেরও গাড়ি থামানোর সাহস কম। জোহাইব বলেন, ‘পুলিশ আমাকে থামায় না। কারণ, তারা মনে করে, আমি এমন কেউ হতে পারি যে তাদের ক্ষতি করতে পারে।’
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে তারা নতুন ই-ভিসা সিস্টেমে যাচ্ছে। ৯৪টি রয়্যাল থাই দূতাবাস ও কনস্যুলেট জেনারেল অফিস একসঙ্গে এই সেবা দেবে।
৩ ঘণ্টা আগেমার্কিন কংগ্রেস শুক্রবার মধ্যরাতে শাটডাউন ঠেকাতে একটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে। দীর্ঘ আলোচনার পর পাস হওয়া এই বিলটি ফেডারেল সংস্থাগুলোর অর্থায়ন আগামী বছরের মার্চ মাস পর্যন্ত নিশ্চিত করেছে। মধ্যরাতের সময়সীমা পেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই সিনেটররা প্রথাগত নিয়ম এড়িয়ে দ্রুত ভোট দেন।
৫ ঘণ্টা আগে‘অবৈধ বাংলাদেশি’দের জন্য ভারতে ডিটেনশন সেন্টার বা বন্দিশালা তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে।
৫ ঘণ্টা আগেভারতীয় পুলিশের হাতে আটক আনসার-আল-ইসলাম বাংলাদেশের আট সন্দেহভাজন সদস্য ‘চিকেন নেক’ বা সিলিগুরি করিডরে হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা। পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের সংযোগকারী একমাত্র অংশ এই সিলিগুড়ি করিডর।
৫ ঘণ্টা আগে