অনলাইন ডেস্ক
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৭ জন বন্দীর শাস্তি কমানোর ঘোষণা দিয়েছেন। কিন্তু তাঁর এই সিদ্ধান্তের পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আমেরিকার নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দুটি পোস্ট করেন। এসব পোস্টে তিনি বাইডেন ও ডেমোক্র্যাটদের কড়া ভাষায় আক্রমণ করেন।
ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, ‘৩৭ জন হিংস্র অপরাধীর শাস্তি কমানো হয়েছে। যারা হত্যাকাণ্ড, ধর্ষণ ও লুটপাটে লিপ্ত ছিল। আমার তরফ থেকে তাদের জন্য কোনো শুভেচ্ছা নেই। আমি বলব, তোমরা নরকে যাও!’
বাইডেনের এই সিদ্ধান্তের জন্য তাকে ব্যঙ্গ করে ট্রাম্প তাঁকে ব্যঙ্গ করেন। তিনি বলেন, ‘ঘুমন্ত জো বাইডেন’ এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর। তিনি উল্লেখ করেন, এই ক্ষমাপ্রাপ্তদের মধ্যে শিশু হত্যাকারী ও গণহত্যাকারীও রয়েছে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, বাইডেন ৪০ জন ফেডারেল মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীর মধ্যে ৩৭ জনের শাস্তি কমানোর সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তে আমেরিকান জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ট্রাম্প শুধু বন্দীদের নয়, ডেমোক্র্যাটদেরও আক্রমণ করেন। তাদের ‘উগ্র বামপন্থী পাগল’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘তারা আমাদের আদালত এবং নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা সব সময় আমেরিকার নাগরিক ও দেশপ্রেমিকদের বিরোধিতা করছে।’
ট্রাম্প তার সমর্থকদের আশ্বস্ত করে বলেন, ‘আর মাত্র ২৬ দিন, তারপর আমরা আমেরিকাকে আবার মহান করব। একটি উজ্জ্বল আলো এখন যুক্তরাষ্ট্রের ওপর জ্বলছে। সবাইকে শুভ বড়দিন!’
উল্লেখ্য, এর আগে জো বাইডেন এক দিনে ৩৯ জন আমেরিকানকে নির্বাহী আদেশে ক্ষমা করেন এবং প্রায় ১ হাজার ৫০০ জনের সাজা কমান। যা দেশটির ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশিসংখ্যক ‘প্রেসিডেন্সিয়াল ক্ষমা’ দৃষ্টান্ত।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৭ জন বন্দীর শাস্তি কমানোর ঘোষণা দিয়েছেন। কিন্তু তাঁর এই সিদ্ধান্তের পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আমেরিকার নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দুটি পোস্ট করেন। এসব পোস্টে তিনি বাইডেন ও ডেমোক্র্যাটদের কড়া ভাষায় আক্রমণ করেন।
ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, ‘৩৭ জন হিংস্র অপরাধীর শাস্তি কমানো হয়েছে। যারা হত্যাকাণ্ড, ধর্ষণ ও লুটপাটে লিপ্ত ছিল। আমার তরফ থেকে তাদের জন্য কোনো শুভেচ্ছা নেই। আমি বলব, তোমরা নরকে যাও!’
বাইডেনের এই সিদ্ধান্তের জন্য তাকে ব্যঙ্গ করে ট্রাম্প তাঁকে ব্যঙ্গ করেন। তিনি বলেন, ‘ঘুমন্ত জো বাইডেন’ এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর। তিনি উল্লেখ করেন, এই ক্ষমাপ্রাপ্তদের মধ্যে শিশু হত্যাকারী ও গণহত্যাকারীও রয়েছে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, বাইডেন ৪০ জন ফেডারেল মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীর মধ্যে ৩৭ জনের শাস্তি কমানোর সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তে আমেরিকান জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ট্রাম্প শুধু বন্দীদের নয়, ডেমোক্র্যাটদেরও আক্রমণ করেন। তাদের ‘উগ্র বামপন্থী পাগল’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘তারা আমাদের আদালত এবং নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা সব সময় আমেরিকার নাগরিক ও দেশপ্রেমিকদের বিরোধিতা করছে।’
ট্রাম্প তার সমর্থকদের আশ্বস্ত করে বলেন, ‘আর মাত্র ২৬ দিন, তারপর আমরা আমেরিকাকে আবার মহান করব। একটি উজ্জ্বল আলো এখন যুক্তরাষ্ট্রের ওপর জ্বলছে। সবাইকে শুভ বড়দিন!’
উল্লেখ্য, এর আগে জো বাইডেন এক দিনে ৩৯ জন আমেরিকানকে নির্বাহী আদেশে ক্ষমা করেন এবং প্রায় ১ হাজার ৫০০ জনের সাজা কমান। যা দেশটির ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশিসংখ্যক ‘প্রেসিডেন্সিয়াল ক্ষমা’ দৃষ্টান্ত।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্পর্ক আগে থেকেই উত্তপ্ত ছিল। তবে গতকাল ওভাল অফিসের বৈঠকে বাগ্বিতণ্ডার পর সেই সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। কিছুদিন আগে ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচনহীন একনায়ক’ বলে অভিহিত করেছিলেন এবং দাবি করেছিলেন, ইউক্রেনই যুদ্ধ শুরু
১৩ ঘণ্টা আগেভারতের উত্তরাখন্ডের বদ্রিনাথ মন্দিরের পাশে চামোলি জেলায় তুষারধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছেন। গতকাল শুক্রবার ভারত-চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে দেশটির সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ৫৫ জন কর্মী তুষারধসে আটকে পড়েছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এঁদের মধ্যে ৫০ জনক
১৪ ঘণ্টা আগেটোকিও মেট্রোপলিটন অ্যাসেম্বলির ১২৭ সদস্যের মধ্যে ৪১ জন নারী। শহরটির পরিবর্তন ও অগ্রগতিতে এই নারীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসব নারীর মধ্যে একজন নারী নোবুকো ইরি।
১৫ ঘণ্টা আগেতুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী পার্তিয়া কারকেরেন কুর্দিস্তানে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) অবশেষ অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। এমনকি গোষ্ঠীর নেতারা পুরো আন্দোলনকে ভেঙে দেওয়ার কথা বলেছেন। এর মধ্য দিয়ে তুরস্কে ৪০ বছরের বেশি সময় ধরে চলা এক অস্থিতিশীল পরিস্থিতির অবসান হলো।
১৬ ঘণ্টা আগে