অনলাইন ডেস্ক
চীনের বিরুদ্ধে রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্থানীয় সময় রোববার বলেছেন, ইউক্রেনে যুদ্ধরত রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার কথা ভাবছে চীন। এ ব্যাপারে তিনি বেইজিংকে সতর্ক করে বলছেন, চীন যদি এ ধরনের অস্ত্র সরবরাহ করে, তবে তা গুরুতর সমস্যা সৃষ্টি করবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যান্টনি ব্লিংকেন এখন জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে রয়েছেন। সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেছেন ব্লিংকেন। তিনি বলেছেন, ‘আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে আমরা উদ্বিগ্ন। আমরা জানতে পেরেছি, চীন রাশিয়ার কাছে প্রাণঘাতী সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে।’
প্রাণঘাতী সহায়তা কী হবে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, গোলাবারুদ থেকে শুরু করে অস্ত্র পর্যন্ত সবকিছুই।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের পারদ ক্রমেই চড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে নজরদারি বেলুন শনাক্তের পর সম্পর্কের উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন গোয়েন্দা নজরদারির জন্য এসব বেলুন পাঠিয়েছে। চীন অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বলেছে, বেলুনগুলো ছিল ‘আবহাওয়া পর্যবেক্ষণকারী’ বেলুন। পথ ভুল করে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেছে। এ জন্য চীন ক্ষমাও চেয়েছে।
বেলুনকাণ্ড নিয়ে উত্তেজনা না থামতেই চীনের বিরুদ্ধে রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে চীনের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
এদিকে সংবাদমাধ্যম এবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লিংকেন বলেছেন, গত বছরের মার্চে জো বাইডেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিংকে রাশিয়ায় অস্ত্র পাঠানোর ব্যাপারে সতর্ক করেছিলেন।
মিউনিখ সম্মেলনে যোগ দেওয়া শীর্ষস্থানীয় রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, রাশিয়াকে অস্ত্র সরবরাহ করা চীনের জন্য একটি গুরুতর ভুল হবে।
যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইউক্রেনের ফাইটার পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে বলেও জানিয়েছেন গ্রাহাম। তিনি বলেছেন, এটি ইউক্রেনকে পশ্চিমাদের জোরালো সমর্থনের আরও একটি নতুন পদক্ষেপেরই ইঙ্গিত।
রাশিয়াকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত বলে মনে করেন লিন্ডসে গ্রাহাম। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি রাশিয়াকে ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ ঘোষণা করে, তাহলে চীন কিংবা অন্যান্য দেশ তার কাছে অস্ত্র বিক্রি করতে পারবে না।
চীনের বিরুদ্ধে রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্থানীয় সময় রোববার বলেছেন, ইউক্রেনে যুদ্ধরত রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার কথা ভাবছে চীন। এ ব্যাপারে তিনি বেইজিংকে সতর্ক করে বলছেন, চীন যদি এ ধরনের অস্ত্র সরবরাহ করে, তবে তা গুরুতর সমস্যা সৃষ্টি করবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যান্টনি ব্লিংকেন এখন জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে রয়েছেন। সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেছেন ব্লিংকেন। তিনি বলেছেন, ‘আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে আমরা উদ্বিগ্ন। আমরা জানতে পেরেছি, চীন রাশিয়ার কাছে প্রাণঘাতী সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে।’
প্রাণঘাতী সহায়তা কী হবে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, গোলাবারুদ থেকে শুরু করে অস্ত্র পর্যন্ত সবকিছুই।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের পারদ ক্রমেই চড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে নজরদারি বেলুন শনাক্তের পর সম্পর্কের উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন গোয়েন্দা নজরদারির জন্য এসব বেলুন পাঠিয়েছে। চীন অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বলেছে, বেলুনগুলো ছিল ‘আবহাওয়া পর্যবেক্ষণকারী’ বেলুন। পথ ভুল করে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেছে। এ জন্য চীন ক্ষমাও চেয়েছে।
বেলুনকাণ্ড নিয়ে উত্তেজনা না থামতেই চীনের বিরুদ্ধে রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে চীনের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
এদিকে সংবাদমাধ্যম এবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লিংকেন বলেছেন, গত বছরের মার্চে জো বাইডেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিংকে রাশিয়ায় অস্ত্র পাঠানোর ব্যাপারে সতর্ক করেছিলেন।
মিউনিখ সম্মেলনে যোগ দেওয়া শীর্ষস্থানীয় রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, রাশিয়াকে অস্ত্র সরবরাহ করা চীনের জন্য একটি গুরুতর ভুল হবে।
যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইউক্রেনের ফাইটার পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে বলেও জানিয়েছেন গ্রাহাম। তিনি বলেছেন, এটি ইউক্রেনকে পশ্চিমাদের জোরালো সমর্থনের আরও একটি নতুন পদক্ষেপেরই ইঙ্গিত।
রাশিয়াকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত বলে মনে করেন লিন্ডসে গ্রাহাম। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি রাশিয়াকে ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ ঘোষণা করে, তাহলে চীন কিংবা অন্যান্য দেশ তার কাছে অস্ত্র বিক্রি করতে পারবে না।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
৬ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
৭ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
১০ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
১১ ঘণ্টা আগে