Ajker Patrika

স্বর্গের প্লট বিক্রি করছে মেক্সিকোর এক চার্চ

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ জুন ২০২৪, ১৯: ২৩
স্বর্গের প্লট বিক্রি করছে মেক্সিকোর এক চার্চ

স্বর্গের জমি প্লট আকারে বিক্রি করছে মেক্সিকোর একটি খ্রিষ্টান চার্চ। প্লটগুলোর প্রতি বর্গমিটারের দাম পড়ছে প্রায় ১০০ ডলার। অনলাইনে আমেরিকান এক্সপ্রেস, অ্যাপল পে এবং ভিসা, মাস্টার কার্ডসহ অন্যান্য ডিজিটাল পদ্ধতিতে মূল্য পরিশোধেরও সুযোগ আছে। 

মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক মেট্রো নিউজ স্বর্গের প্লট বিক্রি নিয়ে ওই খবরটি ভিডিওসহ প্রকাশ করেছে। ভিডিওতে ম্যাক্সিকান ওই চার্চের যাজক দাবি করেছেন, স্বর্গের জমি বেচাকেনা নিয়ে ২০১৭ সালে স্বয়ং ঈশ্বরের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং ঈশ্বর তাঁকে জমি বিক্রি করার অনুমতি দিয়েছেন। এর ফলে কেউ চাইলে প্লট কিনে স্বর্গে তাঁর জায়গাটি পাকাপোক্ত করে নিতে পারেন।

মেট্রো নিউজ জানিয়েছে, স্বর্গের জমি বিক্রি করে ‘ইগলেসিয়া ডেল ফাইনাল ডি লস টায়েমপোস’ নামের ওই ম্যাক্সিকান চার্চ ইতিমধ্যে লাখ লাখ ডলার আয় করেছে। তবে খবরটি টিকটক, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই খবরটি শেয়ার করছেন এবং এতে নানা ধরনের মন্তব্য ভেসে আসছে। 

খবরটির নিচে একজন মত দিয়েছেন, তিনিও স্বর্গের প্লট কিনতে আগ্রহী। তবে প্লট কেনার আগে তিনি অবশ্যই জায়গাটি একবার ঘুরে দেখতে চান। 

আরেকজন অবশ্য বিষয়টি নিয়ে ঈশ্বরের সঙ্গে রসিকতা করার অভিযোগ করেছেন। বলেছেন, ‘এটা নির্ঘাত শয়তানি।’ 

যা হোক, খোঁজ নিয়ে জানা গেছে—ওই চার্চটি আসলে একটি ব্যঙ্গাত্মক ইভানজেলিক্যাল চার্চ। এটি মূলত দুর্নীতিগ্রস্ত ও ধনী যাজকদের নিয়ে উপহাস করে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই চার্চের পেজগুলো খুবই জনপ্রিয়। 

চার্চটির নামে ফেসবুকে একটি পেজও আছে। এই পেজে চার্চের প্রসঙ্গে লেখা আছে, এটি শুধু মজা করার জন্য তৈরি হয়েছে। পেজটি উদ্ভট সব খবর প্রকাশের জন্য পরিচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত