অনলাইন ডেস্ক
স্বর্গের জমি প্লট আকারে বিক্রি করছে মেক্সিকোর একটি খ্রিষ্টান চার্চ। প্লটগুলোর প্রতি বর্গমিটারের দাম পড়ছে প্রায় ১০০ ডলার। অনলাইনে আমেরিকান এক্সপ্রেস, অ্যাপল পে এবং ভিসা, মাস্টার কার্ডসহ অন্যান্য ডিজিটাল পদ্ধতিতে মূল্য পরিশোধেরও সুযোগ আছে।
মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক মেট্রো নিউজ স্বর্গের প্লট বিক্রি নিয়ে ওই খবরটি ভিডিওসহ প্রকাশ করেছে। ভিডিওতে ম্যাক্সিকান ওই চার্চের যাজক দাবি করেছেন, স্বর্গের জমি বেচাকেনা নিয়ে ২০১৭ সালে স্বয়ং ঈশ্বরের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং ঈশ্বর তাঁকে জমি বিক্রি করার অনুমতি দিয়েছেন। এর ফলে কেউ চাইলে প্লট কিনে স্বর্গে তাঁর জায়গাটি পাকাপোক্ত করে নিতে পারেন।
মেট্রো নিউজ জানিয়েছে, স্বর্গের জমি বিক্রি করে ‘ইগলেসিয়া ডেল ফাইনাল ডি লস টায়েমপোস’ নামের ওই ম্যাক্সিকান চার্চ ইতিমধ্যে লাখ লাখ ডলার আয় করেছে। তবে খবরটি টিকটক, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই খবরটি শেয়ার করছেন এবং এতে নানা ধরনের মন্তব্য ভেসে আসছে।
খবরটির নিচে একজন মত দিয়েছেন, তিনিও স্বর্গের প্লট কিনতে আগ্রহী। তবে প্লট কেনার আগে তিনি অবশ্যই জায়গাটি একবার ঘুরে দেখতে চান।
আরেকজন অবশ্য বিষয়টি নিয়ে ঈশ্বরের সঙ্গে রসিকতা করার অভিযোগ করেছেন। বলেছেন, ‘এটা নির্ঘাত শয়তানি।’
যা হোক, খোঁজ নিয়ে জানা গেছে—ওই চার্চটি আসলে একটি ব্যঙ্গাত্মক ইভানজেলিক্যাল চার্চ। এটি মূলত দুর্নীতিগ্রস্ত ও ধনী যাজকদের নিয়ে উপহাস করে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই চার্চের পেজগুলো খুবই জনপ্রিয়।
চার্চটির নামে ফেসবুকে একটি পেজও আছে। এই পেজে চার্চের প্রসঙ্গে লেখা আছে, এটি শুধু মজা করার জন্য তৈরি হয়েছে। পেজটি উদ্ভট সব খবর প্রকাশের জন্য পরিচিত।
স্বর্গের জমি প্লট আকারে বিক্রি করছে মেক্সিকোর একটি খ্রিষ্টান চার্চ। প্লটগুলোর প্রতি বর্গমিটারের দাম পড়ছে প্রায় ১০০ ডলার। অনলাইনে আমেরিকান এক্সপ্রেস, অ্যাপল পে এবং ভিসা, মাস্টার কার্ডসহ অন্যান্য ডিজিটাল পদ্ধতিতে মূল্য পরিশোধেরও সুযোগ আছে।
মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক মেট্রো নিউজ স্বর্গের প্লট বিক্রি নিয়ে ওই খবরটি ভিডিওসহ প্রকাশ করেছে। ভিডিওতে ম্যাক্সিকান ওই চার্চের যাজক দাবি করেছেন, স্বর্গের জমি বেচাকেনা নিয়ে ২০১৭ সালে স্বয়ং ঈশ্বরের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং ঈশ্বর তাঁকে জমি বিক্রি করার অনুমতি দিয়েছেন। এর ফলে কেউ চাইলে প্লট কিনে স্বর্গে তাঁর জায়গাটি পাকাপোক্ত করে নিতে পারেন।
মেট্রো নিউজ জানিয়েছে, স্বর্গের জমি বিক্রি করে ‘ইগলেসিয়া ডেল ফাইনাল ডি লস টায়েমপোস’ নামের ওই ম্যাক্সিকান চার্চ ইতিমধ্যে লাখ লাখ ডলার আয় করেছে। তবে খবরটি টিকটক, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই খবরটি শেয়ার করছেন এবং এতে নানা ধরনের মন্তব্য ভেসে আসছে।
খবরটির নিচে একজন মত দিয়েছেন, তিনিও স্বর্গের প্লট কিনতে আগ্রহী। তবে প্লট কেনার আগে তিনি অবশ্যই জায়গাটি একবার ঘুরে দেখতে চান।
আরেকজন অবশ্য বিষয়টি নিয়ে ঈশ্বরের সঙ্গে রসিকতা করার অভিযোগ করেছেন। বলেছেন, ‘এটা নির্ঘাত শয়তানি।’
যা হোক, খোঁজ নিয়ে জানা গেছে—ওই চার্চটি আসলে একটি ব্যঙ্গাত্মক ইভানজেলিক্যাল চার্চ। এটি মূলত দুর্নীতিগ্রস্ত ও ধনী যাজকদের নিয়ে উপহাস করে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই চার্চের পেজগুলো খুবই জনপ্রিয়।
চার্চটির নামে ফেসবুকে একটি পেজও আছে। এই পেজে চার্চের প্রসঙ্গে লেখা আছে, এটি শুধু মজা করার জন্য তৈরি হয়েছে। পেজটি উদ্ভট সব খবর প্রকাশের জন্য পরিচিত।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও বোস্টনে শত শত মানুষ ইউক্রেনের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে আসে। ভারমন্টের ওয়েটসফিল্ড শহরেও সমবেত হয়েছিলেন বিক্ষোভকারীরা। সেখানে ভাইস-প্রেসিডেন্ট ভ্যান্স তাঁর পরিবার নিয়ে স্কি অবকাশযাপনে গিয়েছিলেন।
১২ মিনিট আগেভারতের হরিয়ানা রাজ্যের রোহতক জেলায় স্যাম্পলা বাসস্ট্যান্ড ফ্লাইওভারের কাছে একটি স্যুটকেস থেকে কংগ্রেসের তরুণ কর্মী হিমানি নারওয়ালের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার এই ঘটনা জানাজানি হলে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের ধারণা, শ্বাসরোধে হিমানিকে হত্যা করা হয়েছে এবং হত্যার পর তাঁর মরদেহটি স্
১ ঘণ্টা আগেহোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের খবরটি যতক্ষণে পৌঁছাল, ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে কিয়েভে। ইউক্রেনের সেনাবাহিনীর এক কর্নেল তখন খাবার টেবিলে বসে ছিলেন। তাঁর ফোনটি বেজে ওঠে এবং ওপাশ থেকে কারও রুদ্ধশ্বাস কণ্ঠস্বর তাঁকে ওভাল অফিসে ট্রাম্প-জেলেনস্কির কথোপকথনের ফুটেজ দেখার
২ ঘণ্টা আগেট্রাম্প-জেলেনস্কির ব্যর্থ বৈঠক এবং যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তনের প্রেক্ষাপটে ইউক্রেনের প্রতি সমর্থন বাড়ানো ও নিরাপত্তা নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্যের লন্ডনে বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপের নেতারা। আজ রোববার (২ মার্চ) এই সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের এক ডজনের বেশি নেতা অংশ নেবেন। বৈঠকের মূল লক্ষ্য হচ্ছ
৪ ঘণ্টা আগে