Ajker Patrika

প্রেসিডেন্ট পদে মনোনয়ন গ্রহণ করলেন কমলা হ্যারিস

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১০: ৫৬
প্রেসিডেন্ট পদে মনোনয়ন গ্রহণ করলেন কমলা হ্যারিস

ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদের মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস। আজ শুক্রবার (২৩ আগস্ট) শিকাগোতে চলমান ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে তিনি এই মনোনয়ন গ্রহণ করেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

মনোয়ন গ্রহণের সময় এক ভাষণে কমলা বলেন, ‘দল-জাতি-লিঙ্গনির্বিশেষে প্রত্যেক আমেরিকানের পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে এবং আমেরিকার সাহসী অভিযাত্রীদের পক্ষ থেকে, আমার শৈশব-কৈশোরের কঠোর পরিশ্রমী সঙ্গীদের পক্ষ থেকে, যারা স্বপ্নকে তাড়া করে এবং একে অপরকে সাহাজ্য করে, যাদের গল্প শুধু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে লেখা হতে পারে, তাঁদের পক্ষে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে মনোনয়ন গ্রহণ করছি।’ 

কমলা হ্যারিস এই বক্তব্য দেওয়ার পর সম্মেলন করতালিতে ফেটে পড়ে। 

এদিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন কমলা। তিনি বলেন, ‘আমি সর্বদা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়াব।’ একই সঙ্গে গাজার দুর্ভোগের মাত্রা হৃদয়বিদারক উল্লেখ করে তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের আত্মস্বীকৃতির পক্ষেও আমি কাজ করব।’ 

কমলা গর্ভপাতের অধিকার রক্ষায় কাজ করার প্রতিজ্ঞা করেছেন। বিষয়টি সাম্প্রতিক নির্বাচনে ডেমোক্র্যাট ভোটারদের অনুপ্রাণিত করেছে। 

এদিকে, রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হ্যারিসের বক্তৃতার সমালোচনা করে ‘ট্রুথ সোশ্যালে’ লিখেছেন, ‘তিনি যেসব বিষয়ে অভিযোগ করছেন, সেসব বিষয়ে তিনি কেন এত দিন কিছুই করেননি?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত