Ajker Patrika

৩১ আগস্টের মধ্যে আফগান ছাড়ায় ব্যস্ত পশ্চিমারা

অনলাইন ডেস্ক
৩১ আগস্টের মধ্যে আফগান ছাড়ায় ব্যস্ত পশ্চিমারা

আর পাঁচ দিন পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আফগানিস্তান ছাড়ার ঘোষিত তারিখ শেষ হবে। এ অবস্থায় ঘোষিত সময়সীমা বাড়ানো যায় কি না এবং সার্বিক আফগান পরিস্থিতি নিয়ে গত মঙ্গলবার ভার্চুয়াল আলোচনায় বসেছিলেন শিল্পোন্নত দেশের সংগঠন জি৭ এর নেতারা। কিন্তু যুক্তরাষ্ট্রসহ মিত্রের ওপর সন্ত্রাসী হামলা বাড়ার আশঙ্কা ৩১ আগস্টের মধ্যেই যথাসম্ভব আফগান ছাড়ার সিদ্ধান্তে জোর দেন বাইডেন। 

বৈঠক শেষে বাইডেন বলেন, যতই দিন যাচ্ছে আফগানিস্তানে আমাদের সেনাদের ঝুঁকি বাড়ছে। তাই যত তাড়াতাড়ি আফগান ছাড়া যায়, তত মঙ্গল। আইএসআইএস কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করছে জানিয়ে বাইডেন বলেন, পেন্টাগন এবং আমাদের পররাষ্ট্র বিভাগ আফগান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে ৩১ আগস্টের পরও আমাদের আফগানিস্তানে থাকতে হলে, তা তারা ঠিক করবে। 

জি৭ সহ ন্যাটোর অধিকাংশ সদস্য ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে নিজেদের তল্পিতল্পা গুটানো সম্ভব হবে না বলে মনে করেন। তাই কাবুল বিমানবন্দরে অবস্থানরত প্রায় ৬ হাজার মার্কিন সেনা সেখানে আরও দীর্ঘ সময় অবস্থান করুক, সেটাই চান তারা। কিন্তু বেসামরিক মানুষের পাশাপাশি কিছু কিছু মার্কিন সেনাও ইতিমধ্যে কাবুল ছাড়তে শুরু করছে বলে জানিয়েছে বিবিসি। 

বৈঠক শেষে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, এবং যুক্তরাষ্ট্র তথা জি৭ এর এক যৌথ বিবৃতিতে জানানো হয়, নিজেদের নাগরিকসহ সহযোগী আফগান নাগরিকদের দ্রুত সরানোই আমাদের প্রধান লক্ষ্য। 

বিবিসির তথ্য, তালেবানের কাবুল দখলের পর থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ৮২ হাজার মানুষ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তালেবানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারকে বুঝে-শুনে স্বীকৃতি দিতেই একমত হয়েছেন জোটটির নেতারা। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাস দমন, মানবাধিকার-বিশেষত নারী ও মেয়ে শিশুর অধিকার, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিরাপত্তার নিশ্চয়তা এবং রাষ্ট্রের বিভিন্ন পক্ষের অংশ গ্রহণে সরকার গঠন করতে পারলেই জি৭ এর সদস্যরা তালেবানকে স্বীকৃতি দেবে। 

এদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলও শর্ত সাপেক্ষে তালেবানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের এক প্রতিবেদনে। 

অন্যদিকে সর্বশেষ আফগান পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা সি চিন পিং ফোনালাপ করেছেন বলে চীনের সরকারি পত্রিকা পিপলস ডেইলির বরাতে জানিয়েছে আল জাজিরা। 
বিদেশিদের আফগান ত্যাগের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশ ত্যাগে বেপরোয়া মানুষের ভিড় বাড়ছে কাবুল বিমানবন্দরে। কিন্তু আফগানদের দেশ ত্যাগ ঠেকাতে বিমানবন্দরে আসার বিভিন্ন সড়কে তালেবানের চেকপোস্ট বসানোর কথা জানিয়েছে আল জাজিরা। তা ছাড়া ৩১ আগস্টের মধ্যে বিদেশিদের কাবুল ছাড়ার পাশাপাশি আফগানদের দেশ ত্যাগে উদ্বুদ্ধ না করতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত