৫০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বর্ষণ, প্লাবিত কানাডার নোভা স্কশিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১৩: ৩৮
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৪: ০৬

কানাডার আটলান্টিক অঞ্চলের প্রদেশ নোভা স্কশিয়াতে ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বর্ষণ হয়েছে। এতে সৃষ্ট বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুই শিশুসহ চারজন নিখোঁজ রয়েছে। গতকাল শনিবার প্রদেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। 

গত শুক্রবার শুরু হওয়া ঝড়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ২৫ সেন্টিমিটারেরও (১০ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে। সাধারণত তিন মাসের গড় বৃষ্টিপাত এমন হয়ে থাকে। ফলে বন্যায় রাস্তাঘাট ভেসে গেছে, সেতুগুলোকে দুর্বল করে দিয়েছে এবং অসংখ্য ভবন জলাবদ্ধ হয়ে পড়েছে।

নোভা স্কটিয়ার প্রধানমন্ত্রী টিম হাস্টন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা একটি ভীতিকর বন্যার মুখে পড়েছি। অন্তত সাতটি সেতু প্রতিস্থাপন বা পুনর্নির্মাণ করতে হবে। বাড়িঘর ও সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ অকল্পনীয়। প্রদেশের ফেডারেল সরকারের কাছ থেকে সহযোগিতা চাইতে হবে।’

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টরন্টোতে সাংবাদিকদের বলেছেন, তিনি বন্যা নিয়ে খুব চিন্তিত এবং ফেডারেল সরকার নোভা স্কটিয়ার পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে।

এই বছর কানাডায় আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ বিপর্যয় বন্যা। দাবানল ইতিমধ্যে রেকর্ড-সংখ্যক হেক্টর বনানঞ্চল পুড়িয়ে দিয়েছে, যার ধোঁয়ার কুণ্ডলী যুক্তরাষ্ট্রের আকাশেও পৌঁছেছে। এই মাসের শুরুতে প্রবল বর্ষণে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যেও বন্যা দেখা দিয়েছে।

পুলিশের উদ্ধৃতি দিয়ে হাস্টন জানিয়েছে, গাড়ি ডুবে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। একই ধরনের অন্য ঘটনায় এক ব্যক্তি ও এক যুবক নিখোঁজ হয়েছেন। বন্যার একপর্যায়ে ৮০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন ছিল।

এনভায়রনমেন্ট কানাডা প্রদেশটির পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, যা রোববার পর্যন্ত অব্যাহত থাকবে।

হ্যালিফ্যাক্সের মেয়র মাইক স্যাভেজ প্রেস কনফারেন্সে বলেন, ‘মানুষের মনে করা উচিত নয় যে সবকিছু শেষ হয়ে গেছে। পরিস্থিতি খুবই দ্রুত পরিবর্তন হবে।’

কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের আবহাওয়াবিদ রায়ান স্নোডন বলেছেন, হ্যালিফ্যাক্সে ১৯৭১ সালে হারিকেন আঘাত হানার পর সবচেয়ে বেশি বৃষ্টিপাত এটি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত