ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে বিদায়ী ভাষণে কাঁদলেন বাইডেন 

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৪: ২৯
Thumbnail image

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশন বা জাতীয় সম্মেলনে বিদায়ী ভাষণে অশ্রুসিক্ত হয়ে উঠেছিলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তাঁকে সম্মেলনে উপস্থিত দলটির প্রতিনিধিরা দাঁড়িয়ে বাইডেনকে সম্মান জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মাসখানেক আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। সর্বশেষ গতকাল সোমবার তিনি শিকাগোতে অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে হাজির হয়ে ভাষণ দেন এবং সেখানেই অশ্রুসিক্ত হয়ে ওঠেন। 

ভাষণ দিতে গিয়ে অশ্রুসিক্ত প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের ভালোবাসি।’ এর আগে, মঞ্চে ওঠার সময় ডেমোক্রেটিক পার্টির সমর্থকেরা বাইডেনের উদ্দেশে চিৎকার করে বলতে থাকেন, ‘আমরা আপনাকে ভালোবাসি জো।’ 

ভাষণের একপর্যায়ে সম্মেলনে আকস্মিকভাবে হাজির হয়ে বাইডেনকে চমকে দেন তাঁর ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এ সময় হ্যারিস বাইডেনকে ‘দুর্দান্ত’ প্রেসিডেন্ট বলে আখ্যা দিয়ে তাঁকে ধন্যবাদ জানান। বাইডেন ভাষণে কমলা হ্যারিসকে ইঙ্গিত করে বলেন, ‘আমরা উভয়ই জানি, আমাদের আরও অনেক কাজ করা বাকি। একই সঙ্গে এটাও বলতে পারি, আমরা ঠিক পথেই এগিয়ে যাচ্ছি।’ 
 
পরে মনোনীত প্রার্থী হিসেবে সম্মেলনের প্রথম দিনে কথা বলার রেওয়াজ না থাকলেও কমলা হ্যারিস সম্মেলনে কথা বলেন এবং বাইডেনের ব্যাপক প্রশংসা করেন। কমলা বলেন, ‘আমরা একজন অসামান্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করার মধ্য দিয়ে আমাদের (সম্মেলনের) যাত্রা শুরু করতে চাই। আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত