অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা একটি টুইট কয়েক লাখ ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করেছে। টুইটটি করেছিলেন স্মরিকা মালভিয়ার নামে এক নারী। মূলত তিনি ওই টুইটে ফেং ইউয়ান নামে মাইক্রোসফটের সাবেক এক কর্মীর জীবনে ঘটে যাওয়া একটি গল্প তুলে ধরেছেন। টানা ২২ বছরের চাকরিতে ইস্তফা দিয়ে সম্প্রতি রাজহাঁস পালতে শুরু করেছেন ইউয়ান।
ভাইরাল ওই পোস্টটিতে ফেং ইউয়ানকে উদ্ধৃত করে স্মরিকা লিখেছেন, ‘শুধু একজন হাঁসচাষি হওয়ার জন্য ২২ বছর পর মাইক্রোসফট থেকে তিনি পদত্যাগ করেছেন।’
এ বিষয়ে ‘টাইমস নাউ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের একজন সফটওয়্যার পারফরম্যান্স আর্কিটেক্ট থেকে ইস্তফা নিয়ে একজন হাঁস পালক হিসেবে ইউয়ানের যাত্রা শুরু হয়েছিল গত বছরের জুলাই মাসে। সে সময় কাজের মূল্যায়ন করতে গিয়ে কোম্পানি তাঁকে ‘নিম্ন কর্মক্ষমতার’ সনদ দিয়েছিল। তবে এ ঘটনা থেকেই চাকরি জীবন থেকে বেরিয়ে নিজের পছন্দের জীবন বেছে নেওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন ইউয়ান। তিনি একজন কৃষক হওয়ার সিদ্ধান্ত নেন এই ভেবে যে এর ফলে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন।
জানা যায়, প্রযুক্তি দুনিয়ায় পদার্পণের আগে নানজিং বিশ্ববিদ্যালয়ে একজন প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন ফেং ইউয়ান। ২০০১ সালে তিনি মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন। গত বছরের জুলাই পর্যন্ত তিনি সেখানেই কর্মরত ছিলেন।
নিম্ন কর্মদক্ষতার সনদ পেলেও নিজের লিংকডিন প্রোফাইলে মাইক্রোসফটে কাজের জন্য গর্ব প্রকাশ করেছেন ইউয়ান। কোম্পানির কাছ থেকে সব সময় সমর্থন পাওয়ার জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জানিয়েছেন, বর্তমানে তিনি হাঁস ও মুরগি পালনে ব্যস্ত সময় পার করছেন, আর স্ত্রীর সঙ্গেও দারুণ সময় কাটছে তাঁর।
ইউয়ানের ঘটনাটিকে ইতিবাচক আখ্যা দিয়ে অনেকেই স্মরিকা মালভিয়ার ভাইরাল পোস্টে মন্তব্য করেছেন। এমন জীবন বেছে নেওয়ার আগ্রহও দেখিয়েছেন তাঁদের কেউ কেউ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা একটি টুইট কয়েক লাখ ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করেছে। টুইটটি করেছিলেন স্মরিকা মালভিয়ার নামে এক নারী। মূলত তিনি ওই টুইটে ফেং ইউয়ান নামে মাইক্রোসফটের সাবেক এক কর্মীর জীবনে ঘটে যাওয়া একটি গল্প তুলে ধরেছেন। টানা ২২ বছরের চাকরিতে ইস্তফা দিয়ে সম্প্রতি রাজহাঁস পালতে শুরু করেছেন ইউয়ান।
ভাইরাল ওই পোস্টটিতে ফেং ইউয়ানকে উদ্ধৃত করে স্মরিকা লিখেছেন, ‘শুধু একজন হাঁসচাষি হওয়ার জন্য ২২ বছর পর মাইক্রোসফট থেকে তিনি পদত্যাগ করেছেন।’
এ বিষয়ে ‘টাইমস নাউ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের একজন সফটওয়্যার পারফরম্যান্স আর্কিটেক্ট থেকে ইস্তফা নিয়ে একজন হাঁস পালক হিসেবে ইউয়ানের যাত্রা শুরু হয়েছিল গত বছরের জুলাই মাসে। সে সময় কাজের মূল্যায়ন করতে গিয়ে কোম্পানি তাঁকে ‘নিম্ন কর্মক্ষমতার’ সনদ দিয়েছিল। তবে এ ঘটনা থেকেই চাকরি জীবন থেকে বেরিয়ে নিজের পছন্দের জীবন বেছে নেওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন ইউয়ান। তিনি একজন কৃষক হওয়ার সিদ্ধান্ত নেন এই ভেবে যে এর ফলে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন।
জানা যায়, প্রযুক্তি দুনিয়ায় পদার্পণের আগে নানজিং বিশ্ববিদ্যালয়ে একজন প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন ফেং ইউয়ান। ২০০১ সালে তিনি মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন। গত বছরের জুলাই পর্যন্ত তিনি সেখানেই কর্মরত ছিলেন।
নিম্ন কর্মদক্ষতার সনদ পেলেও নিজের লিংকডিন প্রোফাইলে মাইক্রোসফটে কাজের জন্য গর্ব প্রকাশ করেছেন ইউয়ান। কোম্পানির কাছ থেকে সব সময় সমর্থন পাওয়ার জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জানিয়েছেন, বর্তমানে তিনি হাঁস ও মুরগি পালনে ব্যস্ত সময় পার করছেন, আর স্ত্রীর সঙ্গেও দারুণ সময় কাটছে তাঁর।
ইউয়ানের ঘটনাটিকে ইতিবাচক আখ্যা দিয়ে অনেকেই স্মরিকা মালভিয়ার ভাইরাল পোস্টে মন্তব্য করেছেন। এমন জীবন বেছে নেওয়ার আগ্রহও দেখিয়েছেন তাঁদের কেউ কেউ।
প্রায় এক ট্রিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিল সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত এই তহবিলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
১ মিনিট আগেইপসোসের সমীক্ষায় ভারতে ডাক্তার, সেনাবাহিনীর সদস্য এবং শিক্ষক সবচেয়ে বিশ্বস্ত পেশাজীবী হিসেবে বিবেচিত। বিপরীতে, রাজনীতিবিদ, মন্ত্রী ও পুরোহিতরা আস্থার তালিকার তলানিতে।
২২ মিনিট আগেদেয়ালে স্কচটেপ দিয়ে আটকানো একটি সাধারণ কলা হলেও এটি আসলে একটি শিল্পকর্ম। ইতালিয়ান শিল্পী মরিজিও ক্যাটালান এই শিল্পের স্রষ্টা। ধারণা করা হয়েছিল, চলতি সপ্তাহেই সথোবির নিলামে এই কলাটি বাংলাদেশি মুদ্রায় মান অনুযায়ী প্রায় ১২ কোটি টাকায় বিক্রি হতে পারে। তবে শেষ পর্যন্ত এটি প্রত্যাশার চেয়ে ছয় গুণেরও বেশি
১ ঘণ্টা আগেসিরিয়ার পালমিরায় অতর্কিত এক ইসরায়েলি হামলায় ইরানের হয়ে যুদ্ধ করা অন্তত ৭১ জন সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক-তৃতীয়াংশের বেশি সদস্য প্রতিবেশী ইরাক এবং লেবাননের নাগরিক হিসেবে পরিচয় নিশ্চিত করেছে একটি পর্যবেক্ষক গোষ্ঠী।
২ ঘণ্টা আগে