অনলাইন ডেস্ক
জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। হোয়াইট হাউসের একজন মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দা গার্ডিয়ান।
হোয়াইট হাউসের সিনিয়র ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনে যে-ই বিজয়ী হোক, তিনি তাঁর অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি ও ফার্স্ট লেডি সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন।’
তবে, ২০২১ সালের জানুয়ারিতে বাইডেনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকেননি ট্রাম্প। সে বছরের ৬ জানুয়ারি, ট্রাম্প সমর্থকদের ক্যাপিটাল হিলে হামলার কয়েক দিন পরেই বাইডেনের অভিষেক অনুষ্ঠিত হয়েছিল।
নির্বাচনে জয়ের পর, বাইডেন ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন–কিন্তু ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প এই বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। তবে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটি ‘যতটা মসৃণ করা সম্ভব’ তিনি করবেন।
চলতি মাসের শুরুর দিকে বাইডেন বলেন, ‘আমি ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় আছি। আপনার জন্য প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করতে যা যা করা সম্ভব, করব। আমি আশা রাখি, সেদিন আমরা কিছু বিষয়ে কথা বলার সুযোগ পাব। আবারও আপনাকে হোয়াইট হাউসে স্বাগতম।’
২০২১ সালে বাইডেনের অভিষেক অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার ব্যাপারটি যদিও নজিরবিহীন নয়। তবে ১৫০ বছরেরও ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট যিনি তাঁর উত্তরসূরির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হননি।
উল্লেখ্য, আগামী বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশ করবেন ডোনাল্ড ট্রাম্প। ইতমধ্যে ১৫ সদস্য নিয়ে মন্ত্রিসভাও জন্য চূড়ান্ত করে ফেলেছেন তিনি।
জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। হোয়াইট হাউসের একজন মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দা গার্ডিয়ান।
হোয়াইট হাউসের সিনিয়র ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনে যে-ই বিজয়ী হোক, তিনি তাঁর অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি ও ফার্স্ট লেডি সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন।’
তবে, ২০২১ সালের জানুয়ারিতে বাইডেনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকেননি ট্রাম্প। সে বছরের ৬ জানুয়ারি, ট্রাম্প সমর্থকদের ক্যাপিটাল হিলে হামলার কয়েক দিন পরেই বাইডেনের অভিষেক অনুষ্ঠিত হয়েছিল।
নির্বাচনে জয়ের পর, বাইডেন ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন–কিন্তু ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প এই বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। তবে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটি ‘যতটা মসৃণ করা সম্ভব’ তিনি করবেন।
চলতি মাসের শুরুর দিকে বাইডেন বলেন, ‘আমি ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় আছি। আপনার জন্য প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করতে যা যা করা সম্ভব, করব। আমি আশা রাখি, সেদিন আমরা কিছু বিষয়ে কথা বলার সুযোগ পাব। আবারও আপনাকে হোয়াইট হাউসে স্বাগতম।’
২০২১ সালে বাইডেনের অভিষেক অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার ব্যাপারটি যদিও নজিরবিহীন নয়। তবে ১৫০ বছরেরও ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট যিনি তাঁর উত্তরসূরির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হননি।
উল্লেখ্য, আগামী বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশ করবেন ডোনাল্ড ট্রাম্প। ইতমধ্যে ১৫ সদস্য নিয়ে মন্ত্রিসভাও জন্য চূড়ান্ত করে ফেলেছেন তিনি।
ভারতের বেঙ্গালুরুর এক হোটেল থেকে এক ভ্লগার তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আসামের বাসিন্দা মেয়েটি দুদিন আগে তাঁর ‘প্রেমিকের’ সেখানে ওঠেছিলেন। ওই যুবক কেরালার একটি স্কুলে ছাত্র উপদেষ্টা হিসেবে কর্মকর্তা। পুলিশ তাঁকে খুঁজছে। ডাকাডাকি করে সারা না পেয়ে হোটেল কক্ষের দরজা ভেঙে ভেতরে ওই তরুণীর ক্ষতবিক্ষত লাশ
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে এসে জড়ো হচ্ছেন ইমরান খানের সমর্থকেরা। নতুন নির্বাচন এবং ইমরানের মুক্তির দাবিতে ইতিমধ্যে আজ মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছে গেছে বিপুলসংখ্যক পিটিআই সমর্থক। একপর্যায়ে তাঁরা ইসলামাবাদের রেড জোন হিসেবে পরিচিত ডি-চকেও পৌঁছে যায়।
২ ঘণ্টা আগেউত্তর প্রদেশের সাম্ভালে একটি মসজিদের জরিপকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। গত রোববার সকালে মুঘল যুগের শাহী জামা মসজিদে আদালতের নির্দেশে সমীক্ষা চালাতে গেলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের জেরেই ছয় মুসলিমের প্রাণহানি ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপি
৩ ঘণ্টা আগেঅনেকেই বইটির কাল্পনিক চরিত্র জুলিয়ান ম্যান্টেলের বাস্তব রূপ মনে করেন সিরিপান্নোকে। তবে সিরিপান্নোর জীবন শুধু গল্প নয়। তিনি বাস্তবেই ত্যাগ করেছেন, তাঁর বাবার ৫ বিলিয়ন ডলারের সাম্রাজ্য। সাদাসিধে এক আধ্যাত্মিক জীবন বেছে নিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে