অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৩ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে পুলিশ। নিয়াহ মাওবে নামের ওই কিশোরের হাতে একটি খেলনা বন্দুক ছিল।
শনিবার বিকেলে নিয়াহকে হত্যার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, নিউইয়র্ক পুলিশের একজন কর্মকর্তা তাঁকে গুলি করে হত্যা করছেন। পুলিশ জানিয়েছে, ওই খেলনা বন্দুক পুলিশের দিকে তাক করেছিল নিহত কিশোর।
টেলিগ্রাফ জানিয়েছে, নিয়াহকে গুলি করে হত্যার ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার পর ম্যানহাটান থেকে প্রায় ২৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ইউটিকা শহরে। সমবয়সী আরেকজনকে নিয়ে ওই এলাকায় ডাকাতি করার ঘটনায় সন্দেহভাজন ছিল কিশোর।
পুলিশ দাবি করেছে, আগের দিনের ডাকাতির ঘটনায় সন্দেহভাজন কিশোরের যে বর্ণনা, তাদের কাছে ছিল তার সঙ্গে পুরোপুরি মিলে যায় নিহত কিশোর। আগের দিন যে এলাকায় ডাকাতি হয়, পরদিন একই এলাকায়ই সঙ্গীকে নিয়ে অবস্থান করছিল ওই কিশোর। পরে তাদের কাছে অস্ত্র আছে কি না নিশ্চিত হতে দুজনকে তল্লাশি শুরু করে পুলিশ।
পুলিশের শরীরে লাগানো ক্যামেরার একটি ভিডিওতে দেখা গেছে, তল্লাশির সময় দুই কিশোরের নিয়াহ মাওবে ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় নিজের কাছে থাকা একটি খেলনা অস্ত্রও তাক করে পুলিশের দিকে। গুলি করার সময় ওই অস্ত্রকে আসল ভেবেছিল পুলিশ। যদিও পরে দেখা যায়, ওই অস্ত্রটি Glock 17 Gen 5 মডেলের একটি হ্যান্ডগানের নকল।
ইউটিকা পুলিশের প্রধান মার্ক উইলিয়ামস বলেছেন, একটি উত্তেজনাকর মুহূর্তে একজন অফিসার ছেলেটির দিকে একটি গুলি চালায়। গুলিটি তার বুকে আঘাত করে। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে নিয়াহকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন এবং কাছাকাছি একটি হাসপাতালেও নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানেই মারা যায় নিয়াহ।
একটি ইমেইল বার্তায় নিউইয়র্ক পুলিশের মুখপাত্র লেইউট মাইকেল কার্লি বলেছেন, ‘কিশোরের বহন করা নকল বন্দুকটি সব দিক থেকেই আসল বন্দুকের মতো। গ্লক চিহ্ন, স্বাক্ষর, বিচ্ছিন্নযোগ্য ম্যাগাজিন এবং সিরিয়াল নম্বরও ছিল অস্ত্রটির।’
যে অফিসার গুলি চালিয়েছেন, তাঁর নাম প্যাট্রিক হুসনে। প্রায় ছয় বছর ধরে তিনি দায়িত্ব পালন করছেন। ঘটনার পর এক সহকর্মীসহ তাঁকে সবেতন প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৩ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে পুলিশ। নিয়াহ মাওবে নামের ওই কিশোরের হাতে একটি খেলনা বন্দুক ছিল।
শনিবার বিকেলে নিয়াহকে হত্যার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, নিউইয়র্ক পুলিশের একজন কর্মকর্তা তাঁকে গুলি করে হত্যা করছেন। পুলিশ জানিয়েছে, ওই খেলনা বন্দুক পুলিশের দিকে তাক করেছিল নিহত কিশোর।
টেলিগ্রাফ জানিয়েছে, নিয়াহকে গুলি করে হত্যার ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার পর ম্যানহাটান থেকে প্রায় ২৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ইউটিকা শহরে। সমবয়সী আরেকজনকে নিয়ে ওই এলাকায় ডাকাতি করার ঘটনায় সন্দেহভাজন ছিল কিশোর।
পুলিশ দাবি করেছে, আগের দিনের ডাকাতির ঘটনায় সন্দেহভাজন কিশোরের যে বর্ণনা, তাদের কাছে ছিল তার সঙ্গে পুরোপুরি মিলে যায় নিহত কিশোর। আগের দিন যে এলাকায় ডাকাতি হয়, পরদিন একই এলাকায়ই সঙ্গীকে নিয়ে অবস্থান করছিল ওই কিশোর। পরে তাদের কাছে অস্ত্র আছে কি না নিশ্চিত হতে দুজনকে তল্লাশি শুরু করে পুলিশ।
পুলিশের শরীরে লাগানো ক্যামেরার একটি ভিডিওতে দেখা গেছে, তল্লাশির সময় দুই কিশোরের নিয়াহ মাওবে ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় নিজের কাছে থাকা একটি খেলনা অস্ত্রও তাক করে পুলিশের দিকে। গুলি করার সময় ওই অস্ত্রকে আসল ভেবেছিল পুলিশ। যদিও পরে দেখা যায়, ওই অস্ত্রটি Glock 17 Gen 5 মডেলের একটি হ্যান্ডগানের নকল।
ইউটিকা পুলিশের প্রধান মার্ক উইলিয়ামস বলেছেন, একটি উত্তেজনাকর মুহূর্তে একজন অফিসার ছেলেটির দিকে একটি গুলি চালায়। গুলিটি তার বুকে আঘাত করে। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে নিয়াহকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন এবং কাছাকাছি একটি হাসপাতালেও নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানেই মারা যায় নিয়াহ।
একটি ইমেইল বার্তায় নিউইয়র্ক পুলিশের মুখপাত্র লেইউট মাইকেল কার্লি বলেছেন, ‘কিশোরের বহন করা নকল বন্দুকটি সব দিক থেকেই আসল বন্দুকের মতো। গ্লক চিহ্ন, স্বাক্ষর, বিচ্ছিন্নযোগ্য ম্যাগাজিন এবং সিরিয়াল নম্বরও ছিল অস্ত্রটির।’
যে অফিসার গুলি চালিয়েছেন, তাঁর নাম প্যাট্রিক হুসনে। প্রায় ছয় বছর ধরে তিনি দায়িত্ব পালন করছেন। ঘটনার পর এক সহকর্মীসহ তাঁকে সবেতন প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্র তাদের প্রধান থার্মো-নিউক্লিয়ার বা তাপ-পারমাণবিক অস্ত্র আধুনিকায়নের কাজ শেষ করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসনের (এনএনএসএ) প্রশাসক জিল হ্রুবি জানিয়েছেন, বি৬১-১২ মডেলের নতুন সংস্করণের পারমাণবিক বোমা ইউরোপের সামরিক ঘাঁটিগুলোতে মোতায়েন করা হয়েছে। ন্যাটোর সঙ্গে পারমাণবিক অস
৩ ঘণ্টা আগেবলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে চুরির চেষ্টা এবং হামলার অভিযোগে সন্দেহভাজন একজনকে আটক করে ভারতীয় পুলিশ। পুলিশ দাবি করছে, সন্দেহভাজনের নাম শরিফুল ইসলাম শেহজাদ। তিনি বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছেন। ভারতে বিজয় দাস নামে বসবাস করছিলেন।
৩ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি। আজ রোববার গাজার স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে চুক্তি কার্যকর হয়। এ ঘোষণার পরই ইসরায়েলে নেতানিয়াহুর জোট সরকার থেকে পদত্যাগ করেছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজির
৪ ঘণ্টা আগেফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। এরপর পেরিয়ে গেছে ১৫ মাসের বেশি সময়। এই সময়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ৪৭ হাজার ফিলিস্তিনি। অবশেষে অঞ্চলটিতে যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় আজ রোববার বেলা সোয়া ১১টা থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়।
৫ ঘণ্টা আগে