ইসরায়েলকে অবশ্যই দ্রুত গাজা যুদ্ধ বন্ধ করতে হবে: ট্রাম্প 

অনলাইন ডেস্ক
Thumbnail image

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও এবারের নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলকে গাজায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধকে শিগগির শেষ করতে হবে। কারণ, এ ধরনে যুদ্ধ জনমনে ইহুদিবাদী রাষ্ট্রটির জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই আহ্বান জানান। 

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যুদ্ধ দ্রুত শেষ হওয়া উচিত কারণ এ সংক্রান্ত প্রচারণার কারণে তারা (ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল) ধ্বংস হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন, ইসরায়েল জনসংযোগে খুব একটা ভালো নয়।’ ট্রাম্প এমন এক সময়ে এই মন্তব্য করলেন যার মাত্র একদিন পরই ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক আছে। 

ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র। এর আগে, ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ইসরায়েল ঘেঁষা প্রেসিডেন্ট হিসেবে আখ্যা দিয়েছিলেন। তিনি নেতানিয়াহুর অনুরোধেই ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছিলেন। 

এ ছাড়া, ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে ইসরায়েলে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে পূর্ব জেরুসালেমে স্থানান্তরিত করেছিলেন এবং আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্য আব্রাহাম অ্যাকর্ডের অবতারণা করেছিলেন। এই অ্যাকর্ডের আওতায় এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন ও সুদানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হয়েছে। 
 
এদিকে, গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ করতে ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে আসছেন। চলতি বছরের মার্চে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োমকে তিনি বলেছিলেন, ‘আপনাকে (নেতানিয়াহু) দ্রুতই এই যুদ্ধ শেষ করতে হবে। আপনাকে নিশ্চয় এটি করতে হবে এবং আমি নিশ্চিত আপনি এটি করবেন।’ 

সে সময় ডোনাল্ড ট্রাম্প আরও বলেছিলেন, ‘গাজায় বেসামরিক লোকদের বাড়িঘর বিধ্বস্ত হওয়ার বিষয়টি বিশ্বের জন্যই একই খারাপ নজির।’ তিনি বলেন, ‘বিশ্ববাসী প্রতিদিন এমন চিত্র দেখছে। আমি দেখতে পাচ্ছি, লোকজনের ওপর ভবনের ধ্বংসাবশেষ ধসে পড়ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত