অনলাইন ডেস্ক
প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ আখ্যায়িত করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাইডেন রাজনৈতিক বিরোধীদের নিপীড়ন করছে। গত শনিবার (১৬ ডিসেম্বর) নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডারহামে আয়োজিত সমর্থকদের এক র্যালিতে ট্রাম্প এ কথা বলেন।
সমাবেশে ট্রাম্প উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে ‘খুব ভালো’ এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে ‘খুব সম্মানিত’ বলে প্রশংসা করেন। রুশ বার্তা সংস্থা তাস ও মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এসব তথ্য দিয়েছে।
বাইডেনকে নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মন্তব্য উদ্ধৃত করে সমাবেশে ট্রাম্প বলেন, ‘বাইডেন যেভাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিপীড়ন করছে, তা রাশিয়ার জন্য খুব ভালো। কারণ, এটি আমেরিকার রাজনৈতিক দৈন্যকে সামনে নিয়ে আসে এবং এর ফলে আমেরিকা অন্যকে গণতন্ত্র শেখানোর ভান করতে পারবে না।’
এর আগে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে পুতিন ট্রাম্প প্রসঙ্গে বলেন, পুনঃনির্বাচন চাওয়া ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিপীড়নের যে প্রক্রিয়া চলছে, তা দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার দৈন্যকেই ফুটিয়ে তোলে। ওই অধিবেশনে পুতিন আরও বলেন, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে যা হচ্ছে, তার সবই বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থীর তালিকাতেও আছেন তিনি।
তার বিরুদ্ধে কর ফাঁকি, হয়রানি ও সরকারি কাজে বাধা ও অভ্যুত্থান চেষ্টার অভিযোগসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে তাকে দীর্ঘদিনের জন্য কারাবাসে যেতে হবে।
প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ আখ্যায়িত করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাইডেন রাজনৈতিক বিরোধীদের নিপীড়ন করছে। গত শনিবার (১৬ ডিসেম্বর) নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডারহামে আয়োজিত সমর্থকদের এক র্যালিতে ট্রাম্প এ কথা বলেন।
সমাবেশে ট্রাম্প উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে ‘খুব ভালো’ এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে ‘খুব সম্মানিত’ বলে প্রশংসা করেন। রুশ বার্তা সংস্থা তাস ও মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এসব তথ্য দিয়েছে।
বাইডেনকে নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মন্তব্য উদ্ধৃত করে সমাবেশে ট্রাম্প বলেন, ‘বাইডেন যেভাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিপীড়ন করছে, তা রাশিয়ার জন্য খুব ভালো। কারণ, এটি আমেরিকার রাজনৈতিক দৈন্যকে সামনে নিয়ে আসে এবং এর ফলে আমেরিকা অন্যকে গণতন্ত্র শেখানোর ভান করতে পারবে না।’
এর আগে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে পুতিন ট্রাম্প প্রসঙ্গে বলেন, পুনঃনির্বাচন চাওয়া ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিপীড়নের যে প্রক্রিয়া চলছে, তা দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার দৈন্যকেই ফুটিয়ে তোলে। ওই অধিবেশনে পুতিন আরও বলেন, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে যা হচ্ছে, তার সবই বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থীর তালিকাতেও আছেন তিনি।
তার বিরুদ্ধে কর ফাঁকি, হয়রানি ও সরকারি কাজে বাধা ও অভ্যুত্থান চেষ্টার অভিযোগসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে তাকে দীর্ঘদিনের জন্য কারাবাসে যেতে হবে।
ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
১০ মিনিট আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
১ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
২ ঘণ্টা আগেআগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
৩ ঘণ্টা আগে