অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের দেখা পেতে পূর্বঘোষণা ছাড়া হঠাৎই ফ্লোরিডার মার-এ-লাগোতে হাজির হয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এটি রাষ্ট্রীয় সফর ছিল না, ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ও সীমান্ত সংক্রান্ত উদ্বেগ থেকেই এই আকস্মিক সফর বলে ধারণা করা হচ্ছে।
লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার ট্রুডোকে ওয়েস্ট পাম বিচের একটি হোটেল থেকে ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্টে যেতে দেখা যায়। জননিরাপত্তা মন্ত্রী ডোমিনিক লেবলাংক ট্রুডোর সঙ্গে ছিলেন। তবে কোনো পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন, কানাডা ও মেক্সিকো সীমান্তে মাদক ও অভিবাসীদের প্রবাহ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। বিশেষজ্ঞদের মতে, এই শুল্ক আরোপ কানাডার অর্থনীতিতে বড় আঘাত হানতে পারে।
বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক দেশ কানাডা। দৈনিক ৪ মিলিয়ন ব্যারেল তেলের উল্লেখযোগ্য অংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। তবে রয়টার্স জানিয়েছে, তেলের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা নেই ট্রাম্প প্রশাসনের।
ট্রুডোর এই সফরের পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপকেও কারণ হিসেবে দেখা হচ্ছে। কানাডায় সাম্প্রতিক বছরগুলোতে ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ট্রুডোর জনপ্রিয়তা কমেছে। একটি জরিপে দেখা গেছে, ২০২৫ সালের নির্বাচনে তার লিবারেল পার্টি বিরোধী কনজারভেটিভ পার্টির কাছে পরাজিত হতে পারে।
ট্রাম্পের শুল্ক হুমকির মোকাবিলায় ট্রুডো চলতি সপ্তাহে কানাডার ১০টি প্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের দেখা পেতে পূর্বঘোষণা ছাড়া হঠাৎই ফ্লোরিডার মার-এ-লাগোতে হাজির হয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এটি রাষ্ট্রীয় সফর ছিল না, ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ও সীমান্ত সংক্রান্ত উদ্বেগ থেকেই এই আকস্মিক সফর বলে ধারণা করা হচ্ছে।
লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার ট্রুডোকে ওয়েস্ট পাম বিচের একটি হোটেল থেকে ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্টে যেতে দেখা যায়। জননিরাপত্তা মন্ত্রী ডোমিনিক লেবলাংক ট্রুডোর সঙ্গে ছিলেন। তবে কোনো পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন, কানাডা ও মেক্সিকো সীমান্তে মাদক ও অভিবাসীদের প্রবাহ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। বিশেষজ্ঞদের মতে, এই শুল্ক আরোপ কানাডার অর্থনীতিতে বড় আঘাত হানতে পারে।
বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক দেশ কানাডা। দৈনিক ৪ মিলিয়ন ব্যারেল তেলের উল্লেখযোগ্য অংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। তবে রয়টার্স জানিয়েছে, তেলের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা নেই ট্রাম্প প্রশাসনের।
ট্রুডোর এই সফরের পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপকেও কারণ হিসেবে দেখা হচ্ছে। কানাডায় সাম্প্রতিক বছরগুলোতে ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ট্রুডোর জনপ্রিয়তা কমেছে। একটি জরিপে দেখা গেছে, ২০২৫ সালের নির্বাচনে তার লিবারেল পার্টি বিরোধী কনজারভেটিভ পার্টির কাছে পরাজিত হতে পারে।
ট্রাম্পের শুল্ক হুমকির মোকাবিলায় ট্রুডো চলতি সপ্তাহে কানাডার ১০টি প্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বিদায়ের আগে মিত্র দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির অনুমোদনের ধারাবাহিকতা বজায় রেখেছে। সর্বশেষ তাইওয়ানের জন্য ৩৮ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগেমণিপুরের সহিংসতার জন্য বিজেপির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সরকারের কড়া সমালোচনা করেছেন প্রতিবেশী মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা। তাঁর বক্তব্যের তীব্র সমালোচনা করে মণিপুর সরকার পাল্টা বিবৃতি দিয়েছে। মিজোরামের মুখ্যমন্ত্রী ‘কুকি, চিন ও জো নৃগোষ্ঠীকে নিয়ে বৃহত্তর খ্রিষ্টান রাষ্ট্র’ গঠনের যে তত্ত্ব...
১৩ ঘণ্টা আগেসিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে তুর্কি সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী হায়াতে তাহরির আশ-শাম বা এইচটিএস নতুন করে হামলা চালানোর পর সিরিয়ার সরকারি বাহিনী পাল্টা অভিযান শুরু করেছে এবং তাতে রাশিয়ার যুদ্ধ বিমান অংশ নিচ্ছে।
১৩ ঘণ্টা আগেপাপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শিয়া-সুন্নি সাম্প্রদায়িক সংঘাতের জেরে গত দুই দিনে আরও ১৩ জন নিহত হয়েছেন। আজ শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় খুররাম জেলার এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।
১৬ ঘণ্টা আগে