অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের দেখা পেতে পূর্বঘোষণা ছাড়া হঠাৎই ফ্লোরিডার মার-এ-লাগোতে হাজির হয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এটি রাষ্ট্রীয় সফর ছিল না, ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ও সীমান্ত সংক্রান্ত উদ্বেগ থেকেই এই আকস্মিক সফর বলে ধারণা করা হচ্ছে।
লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার ট্রুডোকে ওয়েস্ট পাম বিচের একটি হোটেল থেকে ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্টে যেতে দেখা যায়। জননিরাপত্তা মন্ত্রী ডোমিনিক লেবলাংক ট্রুডোর সঙ্গে ছিলেন। তবে কোনো পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন, কানাডা ও মেক্সিকো সীমান্তে মাদক ও অভিবাসীদের প্রবাহ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। বিশেষজ্ঞদের মতে, এই শুল্ক আরোপ কানাডার অর্থনীতিতে বড় আঘাত হানতে পারে।
বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক দেশ কানাডা। দৈনিক ৪ মিলিয়ন ব্যারেল তেলের উল্লেখযোগ্য অংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। তবে রয়টার্স জানিয়েছে, তেলের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা নেই ট্রাম্প প্রশাসনের।
ট্রুডোর এই সফরের পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপকেও কারণ হিসেবে দেখা হচ্ছে। কানাডায় সাম্প্রতিক বছরগুলোতে ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ট্রুডোর জনপ্রিয়তা কমেছে। একটি জরিপে দেখা গেছে, ২০২৫ সালের নির্বাচনে তার লিবারেল পার্টি বিরোধী কনজারভেটিভ পার্টির কাছে পরাজিত হতে পারে।
ট্রাম্পের শুল্ক হুমকির মোকাবিলায় ট্রুডো চলতি সপ্তাহে কানাডার ১০টি প্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের দেখা পেতে পূর্বঘোষণা ছাড়া হঠাৎই ফ্লোরিডার মার-এ-লাগোতে হাজির হয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এটি রাষ্ট্রীয় সফর ছিল না, ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ও সীমান্ত সংক্রান্ত উদ্বেগ থেকেই এই আকস্মিক সফর বলে ধারণা করা হচ্ছে।
লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার ট্রুডোকে ওয়েস্ট পাম বিচের একটি হোটেল থেকে ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্টে যেতে দেখা যায়। জননিরাপত্তা মন্ত্রী ডোমিনিক লেবলাংক ট্রুডোর সঙ্গে ছিলেন। তবে কোনো পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন, কানাডা ও মেক্সিকো সীমান্তে মাদক ও অভিবাসীদের প্রবাহ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। বিশেষজ্ঞদের মতে, এই শুল্ক আরোপ কানাডার অর্থনীতিতে বড় আঘাত হানতে পারে।
বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক দেশ কানাডা। দৈনিক ৪ মিলিয়ন ব্যারেল তেলের উল্লেখযোগ্য অংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। তবে রয়টার্স জানিয়েছে, তেলের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা নেই ট্রাম্প প্রশাসনের।
ট্রুডোর এই সফরের পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপকেও কারণ হিসেবে দেখা হচ্ছে। কানাডায় সাম্প্রতিক বছরগুলোতে ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ট্রুডোর জনপ্রিয়তা কমেছে। একটি জরিপে দেখা গেছে, ২০২৫ সালের নির্বাচনে তার লিবারেল পার্টি বিরোধী কনজারভেটিভ পার্টির কাছে পরাজিত হতে পারে।
ট্রাম্পের শুল্ক হুমকির মোকাবিলায় ট্রুডো চলতি সপ্তাহে কানাডার ১০টি প্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৩ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
৩ ঘণ্টা আগে