Ajker Patrika

তালেবানের গতিরোধই প্রধান কাজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক
তালেবানের গতিরোধই প্রধান কাজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দুই মাসে তালেবান আফগানিস্তানের অর্ধেকের বেশি জেলা নিজেদের দখলে নিয়েছে। শখানেকের বেশি জেলায় আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের ব্যাপক যুদ্ধ চলছে। এ পরিস্থিতিতে তালেবানের গতিরোধ করাই আফগান নিরাপত্তা বাহিনীর প্রধান কাজ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

গত শনিবার আলাস্কায় সাংবাদিকদের অস্টিন বলেন, আফগান নিরাপত্তা বাহিনীগুলো নিজেদের ঢেলে সাজাচ্ছে। গুরুত্বপূর্ণ ও জনবহুল অঞ্চল ও শহরগুলোর দিকে তারা মনোযোগ দিচ্ছে। তারা তালেবানকে থামাতে পারবে কি না জানি না, তবে এ মুহূর্তে তাদের প্রধান কাজ তালেবানের গতিরোধ করা, তাদের বিস্তার ঠেকানো।

সম্প্রতি তালেবান দেশটির সীমান্তের প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। তা ছাড়া গ্রুপটি তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং ইরান সীমান্তের ক্রসিং বা স্থলবন্দরও দখলে নিয়েছে। দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশের পাকিস্তান সীমান্তের সঙ্গে গুরুত্বপূর্ণ ক্রসিং স্পিন-বলদাক দখল নিয়ে নিরাপত্তা বাহিনী-তালেবানের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে।

এ পরিস্থিতিতে গত বুধবার কান্দাহারে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন ও তালেবান উভয়ে বিমান হামলার কথা স্বীকার করেছে। হামলার বিস্তারিত জানায়নি পেন্টাগন। তবে ৩১ আগস্ট সব মার্কিন সেনা প্রত্যাহার করার আগ পর্যন্ত এ ধরনে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

যুদ্ধবিধ্বস্ত দেশটির পরিস্থিতি নিয়ে দোহায় একদিকে যেমন কাবুল-তালেবান সংলাপ চলছে; অন্যদিকে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ক্রমশ বাড়ছে। কোরবানি ঈদের আগে দোহায় উভয় পক্ষ শান্তি আলোচনায় বসে। কোনো ফয়সালা ছাড়া বৈঠক শেষ হলেও আলোচনা জারি রাখতে রাজি হয়েছে তারা।

আফগান শান্তি আলোচনার মঞ্চ হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের (এইচসিএনআর) প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ বৈঠক শেষে আলজাজিরাকে বলেন, সামরিকভাবে আফগান সমস্যার সমাধান করা যাবে না। রাজনৈতিক সমাধানের কোনো বিকল্প নেই।

তালেবান মুখপাত্র সুহাইল শাহীন বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, আমরা সবকিছু স্পষ্ট করে বলেছি। আমরা ইসলামিক আমিরাত অব আফগানিস্তান চাই। আমরা এখনো আলোচনার পক্ষে। অন্যদিকে তালেবানের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযোগ সম্পর্কে তিনি বলেন, যুবতী নারীদের তালিকা দিতে বলা, পুরুষ অভিভাবক ছাড়া নারীদের বাইরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ইত্যাদি গণমাধ্যমের প্রোপাগান্ডা।

কিন্তু বাস্তব সত্য হচ্ছে, তালেবান অধিকৃত অঞ্চল থেকে মানুষ দলে দলে পালাচ্ছে। কারণ, পূর্ব স্মৃতি তাদের ভীতসন্ত্রস্ত করছে। চলতি বছর প্রায় তিন লাখ মানুষ দেশটি থেকে স্থানচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এসব বিষয়ের দিকে ইশারা করে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, আফগানিস্তান একটি রিপাবলিক। যেখানে বাক্স্বাধীনতা, নারী স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, আইনের শাসন থাকবে। পুরো আফগানিস্তান তালেবানিকরণ কেউ মেনে নেবে না। এটা তাদের বুঝতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত