অনলাইন ডেস্ক
পাঁচ বছরের কম বয়সী শিশুদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার চিন্তা করছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার ফাইজার ও বায়োএনটেকের এসংক্রান্ত অনুমোদন প্রক্রিয়া শুরু হওয়ার পর মার্কিন সরকার এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আশা করা হচ্ছে, এ মাসের মধ্যেই সিদ্ধান্তটি বাস্তবায়িত হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বলছে, তারা শিশুদের জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের অনুমোদনের জন্য তথ্য জমা দিতে শুরু করেছে। তবে দুই থেকে চার বছর বয়সী শিশুদের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল এখনো সম্পন্ন করেনি।
যুক্তরাষ্ট্রর খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনার জানেট উডকক বলেন, ‘আমরা অগ্রাধিকার ভিত্তিতে শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর টিকা প্রদান করতে চাই। কারণ সম্প্রতি ওমিক্রনের সংক্রমণ দ্রততার সঙ্গে বাড়ছে।
ওষুধ সংস্থাগুলো বলছে, তারা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের পরিকল্পিত তিন-ডোজ টিকার প্রথম দুটি ডোজ ব্যবহারের অনুমোদন চেয়েছে।
ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোর্লা বলেন, যদি দুটি ডোজের অনুমোদন পাওয়া যায়, তাহলে মার্কিন মা-বাবারা তাঁদের সন্তানদের জন্য একটি টিকার সিরিজ শুরু করার সুযোগ পাবেন। কোভিড-১৯-এর বর্তমান ধরন থেকে সুরক্ষা এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য শিশুদের তিনটি ডোজ দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
ফাইজার ও বায়োএনটেক একটি নির্দিষ্ট বয়সীদের ওপর ৩ মাইক্রোগ্রাম, ৫ থেকে ১০ বছর বয়সীদের ওপর ১০ মাইক্রোগ্রাম এবং ১২ বছর বয়সীদের ওপর ৩০ মাইক্রোগ্রাম ডোজ পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে।
পাঁচ বছরের কম বয়সী শিশুদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার চিন্তা করছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার ফাইজার ও বায়োএনটেকের এসংক্রান্ত অনুমোদন প্রক্রিয়া শুরু হওয়ার পর মার্কিন সরকার এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আশা করা হচ্ছে, এ মাসের মধ্যেই সিদ্ধান্তটি বাস্তবায়িত হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বলছে, তারা শিশুদের জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের অনুমোদনের জন্য তথ্য জমা দিতে শুরু করেছে। তবে দুই থেকে চার বছর বয়সী শিশুদের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল এখনো সম্পন্ন করেনি।
যুক্তরাষ্ট্রর খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনার জানেট উডকক বলেন, ‘আমরা অগ্রাধিকার ভিত্তিতে শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর টিকা প্রদান করতে চাই। কারণ সম্প্রতি ওমিক্রনের সংক্রমণ দ্রততার সঙ্গে বাড়ছে।
ওষুধ সংস্থাগুলো বলছে, তারা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের পরিকল্পিত তিন-ডোজ টিকার প্রথম দুটি ডোজ ব্যবহারের অনুমোদন চেয়েছে।
ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোর্লা বলেন, যদি দুটি ডোজের অনুমোদন পাওয়া যায়, তাহলে মার্কিন মা-বাবারা তাঁদের সন্তানদের জন্য একটি টিকার সিরিজ শুরু করার সুযোগ পাবেন। কোভিড-১৯-এর বর্তমান ধরন থেকে সুরক্ষা এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য শিশুদের তিনটি ডোজ দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
ফাইজার ও বায়োএনটেক একটি নির্দিষ্ট বয়সীদের ওপর ৩ মাইক্রোগ্রাম, ৫ থেকে ১০ বছর বয়সীদের ওপর ১০ মাইক্রোগ্রাম এবং ১২ বছর বয়সীদের ওপর ৩০ মাইক্রোগ্রাম ডোজ পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে।
কলকাতার মেট্রোরেলে এক নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলতে জোরাজুরি করেছেন আরেক নারী। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে হিন্দিতে কথা বলতে না পারা নারীকে ‘বাংলাদেশি’ বলেও তাচ্ছিল্য করা হয়েছে।
২৬ মিনিট আগেভারতের বিশেষ করে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় পরিবারগুলোর সন্তান দেখাশোনার কাজ বেছে নিচ্ছেন। প্রতি ঘণ্টা ১৩ থেকে ১৮ ডলার পান তাঁরা। তবে এই সম্মানী এলাকা ও প্রয়োজনের ওপর নির্ভর করে। অনেক পরিবার বেবি সিটারদের থাকা–খাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছে।
১ ঘণ্টা আগেইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
১ ঘণ্টা আগেট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়ার পরপরই যৌন কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সরে দাঁড়াতে হলো ম্যাট গেটজকে। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরোনো মিত্র পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প।
২ ঘণ্টা আগে