রেসলিং কোম্পানি ডব্লিউডব্লিউইর সিইওকে শিক্ষামন্ত্রী করবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১২: ৫৩
Thumbnail image
ট্রাম্প ও লিন্ডা ম্যাকমাহন। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নতুন প্রশাসনে শিক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেছেন একটি রেসলিং কোম্পানির সাবেক প্রধান নির্বাহী (সিইও) লিন্ডা ম্যাকমাহনকে। গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প লিন্ডা ম্যাকমাহনকে তাঁর প্রশাসনের শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগের জন্য মনোনীত করার ঘোষণা দেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিক্ষা মন্ত্রণালয়কেই বাদ দেওয়ার কথা বলেছিলেন। তবে সেই পথে হাঁটেননি। পূর্বসূরিদের পথ অনুসরণ করে এবারও তিনি এই মন্ত্রণালয় বহাল রেখেছেন এবং লিন্ডা ম্যাকমাহনকে মনোনীত করেছেন।

লিন্ডাকে মনোনীত করার বিষয়ে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘গত চার বছর ধরে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের (এএফপিআই) বোর্ড চেয়ার হিসেবে লিন্ডা অভিভাবকদের অধিকার রক্ষায় দৃঢ় ভূমিকা রেখেছেন। এএফপিআই এবং আমেরিকা ফার্স্ট ওয়ার্কসে (এএফডব্লিউ) কাজ করে তিনি ১২টি অঙ্গরাজ্যে সর্বজনীন স্কুল বাছাই করা সুযোগ তৈরি করেছেন। এর মাধ্যমে শিশুদের আয়ের স্তর বা অবস্থান নির্বিশেষে উচ্চমানের শিক্ষা পাওয়ার সুযোগ দিয়েছেন।’

ডোনাল্ড ট্রাম্প লিন্ডাকে মনোনীত করার বিষয়ে আরও বলেন, ‘সারা দেশে সর্বজনীন স্কুল বেছে নেওয়া সুযোগ সম্প্রসারণে তিনি অক্লান্ত পরিশ্রম করবেন।’ লিন্ডা ম্যাকমাহন ট্রাম্পের প্রথম প্রশাসনে ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের (এসবিএ) প্রধান ছিলেন। ট্রাম্পের প্রথম নির্বাচনী প্রচারণায় তিনি বড় ধরনের অর্থ সাহায্য ও সমর্থন দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র।

লিন্ডা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক সিইও। এসবিএ থেকে ২০১৯ সালে পদত্যাগ করে তিনি ট্রাম্পপন্থী আর্থিক প্রচারণা গোষ্ঠী আমেরিকা ফার্স্ট অ্যাকশন পরিচালনার দায়িত্ব নেন। এ ছাড়া, তিনি আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের চেয়ার হিসেবেও কাজ করছেন বর্তমানে। এটি ট্রাম্পপন্থী একটি থিংক ট্যাংক।

চলতি বছরের ৫ নভেম্বরের নির্বাচনের আগে ট্রাম্প লিন্ডা ম্যাকমাহনকে একটি বিশেষ দল গঠনের দায়িত্ব দিয়েছিলেন। এই দলের কাজ ছিল নীতিমালা তৈরি এবং প্রশাসনের জন্য প্রয়োজনীয় ব্যক্তি বাছাই করা।

ম্যাকমাহন শুরুতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান হওয়ার দৌড়ে ছিলেন। কিন্তু ট্রাম্প তাঁর পরিবর্তে হাওয়ার্ড লুটনিককে বাণিজ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেন। লুটনিক ক্যান্টর ফিটজেরাল্ডের সিইও। ট্রাম্প বলেছেন, তিনি নির্বাচনী প্রচারণায় শিক্ষা মন্ত্রণালয় বাতিল করার কথা বললেও কংগ্রেসের অনুমোদন ছাড়া এটি করা সম্ভব নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত