অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে ওয়াশিংটনে দায়ের করা ফেডারেল মামলার শুনানির নতুন তারিখ নির্ধারিত হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার ওয়াশিংটনের একটি আদালতের বিচারক তানিয়া চুটকান এই তারিখ নির্ধারণ করেন। এদিকে একই অভিযোগে জর্জিয়ায় দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে আগামী ৬ সেপ্টেম্বর।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এমন এক সময়ে এই তারিখ ঘোষণা করা হলো, যখন দেশটির ডজনেরও বেশি অঙ্গরাজ্যে ট্রাম্প আগামী নির্বাচনে প্রার্থিতা বহাল রাখবেন কি না, সে বিষয়ে ভোটারদের মতামত প্রকাশিত হবে। তবে বিভিন্ন জরিপে দেখা গেছে, এসব অঙ্গরাজ্যে ট্রাম্প তাঁর অন্যান্য প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন।
ওয়াশিংটনের ফেডারেল আদালতের বিচারক এই মামলার শুনানির তারিখ হিসেবে ২০২৪ সালের ৪ মার্চকে নির্ধারণ করেছেন। মামলার শুনানির তারিখ নির্ধারণ করতে গিয়ে বিচারক তানিয়া চুটকান বলেন, ‘এ বিষয়ে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়ে জনগণের অধিকার রয়েছে।’ উল্লেখ্য, এই মামলা সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার একটি।
অন্যদিকে, ওয়াশিংটনে নিযুক্ত আল জাজিরার প্রতিনিধি অ্যালান ফিশার আদালতের নথির ভিত্তিতে জানিয়েছেন, ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়ায় দায়ের করা নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার চেষ্টা মামলার অভিযোগপত্র দাখিল করা হবে আগামী ৬ সেপ্টেম্বর। এ সময় ট্রাম্পের সঙ্গে অভিযুক্ত অপর ১৮ জনের বিরুদ্ধেও অভিযোগপত্র জমা দেওয়া হবে।
এর আগে গত ২৪ আগস্ট জর্জিয়ায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ট্রাম্প। সেদিন জর্জিয়ার রাজধানী আটলান্টার ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমর্পণ করেন ট্রাম্প। সে সময় পুলিশ ডোনাল্ড ট্রাম্পের মাগশট (কোনো আসামির বিভিন্ন দিক থেকে তোলা ছবিকে মাগশট বলা হয়) ও আঙুলের ছাপ নেয়। পরে ২ লাখ ডলারের মুচলেকা দিয়ে প্রায় ২০ মিনিট পর কারাগার থেকে বের হন তিনি।
ফুলটন কাউন্টির অ্যাটর্নি ফ্যানি উইলিস ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। গত ১৪ আগস্ট ফুলটন কাউন্টির তদন্ত কর্মকর্তারা কাউন্টি আদালতের বিচারক রবার্ট ম্যাকবার্নির কাছে অভিযোগপত্র জমা দেন। এই অভিযোগপত্র দেওয়ার আগের দিন আদালতের ওয়েবসাইটে ১৩ অভিযোগসংবলিত একটি নথি প্রকাশ করা হয়েছিল। পরে এই নথি সরিয়ে নেওয়া হয়। এতে বলা হয়, ২০২১ সালের ২ জানুয়ারি ট্রাম্প জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পার্জারকে ফোন করেছিলেন।। সে সময় ট্রাম্প ওই ব্র্যাড রাফেনস্পার্জারকে বলেছিলেন, ‘কিছু ভোটের ব্যবস্থা করুন, যাতে নির্বাচনের ফল বদলে দেওয়া যায়।’ তবে ট্রাম্পের ওই আহ্বানে সাড়া দেননি ব্র্যাড রাফেনস্পার্জার।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে ওয়াশিংটনে দায়ের করা ফেডারেল মামলার শুনানির নতুন তারিখ নির্ধারিত হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার ওয়াশিংটনের একটি আদালতের বিচারক তানিয়া চুটকান এই তারিখ নির্ধারণ করেন। এদিকে একই অভিযোগে জর্জিয়ায় দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে আগামী ৬ সেপ্টেম্বর।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এমন এক সময়ে এই তারিখ ঘোষণা করা হলো, যখন দেশটির ডজনেরও বেশি অঙ্গরাজ্যে ট্রাম্প আগামী নির্বাচনে প্রার্থিতা বহাল রাখবেন কি না, সে বিষয়ে ভোটারদের মতামত প্রকাশিত হবে। তবে বিভিন্ন জরিপে দেখা গেছে, এসব অঙ্গরাজ্যে ট্রাম্প তাঁর অন্যান্য প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন।
ওয়াশিংটনের ফেডারেল আদালতের বিচারক এই মামলার শুনানির তারিখ হিসেবে ২০২৪ সালের ৪ মার্চকে নির্ধারণ করেছেন। মামলার শুনানির তারিখ নির্ধারণ করতে গিয়ে বিচারক তানিয়া চুটকান বলেন, ‘এ বিষয়ে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়ে জনগণের অধিকার রয়েছে।’ উল্লেখ্য, এই মামলা সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার একটি।
অন্যদিকে, ওয়াশিংটনে নিযুক্ত আল জাজিরার প্রতিনিধি অ্যালান ফিশার আদালতের নথির ভিত্তিতে জানিয়েছেন, ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়ায় দায়ের করা নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার চেষ্টা মামলার অভিযোগপত্র দাখিল করা হবে আগামী ৬ সেপ্টেম্বর। এ সময় ট্রাম্পের সঙ্গে অভিযুক্ত অপর ১৮ জনের বিরুদ্ধেও অভিযোগপত্র জমা দেওয়া হবে।
এর আগে গত ২৪ আগস্ট জর্জিয়ায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ট্রাম্প। সেদিন জর্জিয়ার রাজধানী আটলান্টার ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমর্পণ করেন ট্রাম্প। সে সময় পুলিশ ডোনাল্ড ট্রাম্পের মাগশট (কোনো আসামির বিভিন্ন দিক থেকে তোলা ছবিকে মাগশট বলা হয়) ও আঙুলের ছাপ নেয়। পরে ২ লাখ ডলারের মুচলেকা দিয়ে প্রায় ২০ মিনিট পর কারাগার থেকে বের হন তিনি।
ফুলটন কাউন্টির অ্যাটর্নি ফ্যানি উইলিস ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। গত ১৪ আগস্ট ফুলটন কাউন্টির তদন্ত কর্মকর্তারা কাউন্টি আদালতের বিচারক রবার্ট ম্যাকবার্নির কাছে অভিযোগপত্র জমা দেন। এই অভিযোগপত্র দেওয়ার আগের দিন আদালতের ওয়েবসাইটে ১৩ অভিযোগসংবলিত একটি নথি প্রকাশ করা হয়েছিল। পরে এই নথি সরিয়ে নেওয়া হয়। এতে বলা হয়, ২০২১ সালের ২ জানুয়ারি ট্রাম্প জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পার্জারকে ফোন করেছিলেন।। সে সময় ট্রাম্প ওই ব্র্যাড রাফেনস্পার্জারকে বলেছিলেন, ‘কিছু ভোটের ব্যবস্থা করুন, যাতে নির্বাচনের ফল বদলে দেওয়া যায়।’ তবে ট্রাম্পের ওই আহ্বানে সাড়া দেননি ব্র্যাড রাফেনস্পার্জার।
গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৩৭ মিনিট আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
১ ঘণ্টা আগেআগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
৩ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুযায়ী তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। আজ শনিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদিত হওয়ার পর ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে তাঁরা
৪ ঘণ্টা আগে