৭ মাস পর প্রথমবারের মতো বাইডেন-চিনপিং ফোনালাপ 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ০৯: ৪২

সাত মাস পর প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে ফোনালাপ হয়েছে। আজ শুক্রবার সকালে এই ফোনালাপ হয়। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এবং চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে এই ফোনালাপের তথ্য নিশ্চিত করা হয়েছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, ৯০ মিনিটের এই ফোনালাপে যুক্তরাষ্ট্র-চীনের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। 

এই ফোনালাপ এমন সময় হলো যখন মানবাধিকার, করোনার উৎস, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ইস্যুতে দুই দেশের মধ্যে বিরোধ চলছে।  

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, শি চিনপিংয়ের সঙ্গে জো বাইডেনের গভীর আলোচনা হয়েছে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্রের নীতি চীন-মার্কিন সম্পর্ককে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। 

চীনের সংবাদমাধ্যমের পক্ষ থেকে বলা হয়, উভয় নেতাই যোগাযোগ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। 

গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছিলেন শি চিনপিং। বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতাগ্রহণের কিছুদিন পরই ওই ফোনালাপ হয়।

এই ফোনালাপের আগে একজন মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছিলেন, বেইজিংয়ের সঙ্গে আগের আলোচনা নিয়ে সন্তুষ্ট নয় হোয়াইট হাউস। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আমরা আশা করেছিলাম যে বাইডেনের সঙ্গে সরাসরি কথা হলে এটি আরও বেশি প্রভাব ফেলবে। 

ওই কর্মকর্তা আরও জানান, বাইডেন এর আগে শি চিনপিংকে জানিয়েছেন যে মানবাধিকার ইস্যুতে চীনকে নিয়ে মার্কিন সরকারের যে নীতি রয়েছে তা থেকে সরে আসবে না তাঁর প্রশাসন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত