অনলাইন ডেস্ক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ২০২১ সালের ৬ জানুয়ারি দেশটির পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সহিংস হামলা চালিয়েছিল। এ ঘটনাকে ট্রাম্পের অভ্যুত্থানচেষ্টা বলে অভিহিত করেছেন ডেমোক্র্যাট দলের একজন এমপি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ক্যাপিটল হিলে হামলা নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তদন্ত কমিটির শুনানি হয়েছে। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিনিধিদের দিয়ে গঠিত তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিয়েছেন ডেমোক্র্যাট দলের এমপি বেনি থম্পসন। সাক্ষ্য দেওয়ার সময় তিনি বলেছেন, ‘২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে যা হয়েছে, তা মার্কিন ইতিহাসে নজিরবিহীন। ওই দিন ট্রাম্প অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন।’
এ সময় বেনি থম্পসন তদন্ত কমিটিকে ক্যাপিটল হিলে সহিংস হামলার কয়েকটি ভিডিও ফুটেজও দেখান।
প্রসঙ্গত, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের স্বীকৃতি দেওয়ার জন্য গত বছরের ৬ জানুয়ারি পার্লামেন্ট ভবনে যৌথ অধিবেশন চলছিল। তখন ডোনাল্ড ট্রাম্পের উচ্ছৃঙ্খল সমর্থকেরা পার্লামেন্ট ভবনে হামলা চালান। তাঁরা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বেশ কয়েকটি সমাবেশ করেছিলেন। তারপর পতাকা হাতে একদল উচ্ছৃঙ্খল সমর্থক ব্যারিকেড ভেঙে ক্যাপিটল হিলে ঢুকে পড়েন। তাঁরা ক্যাপিটল হিলের ভেতরে গিয়ে গোলাগুলি ও ভাঙচুর করেন। এ সময় পুলিশ ও এক নারীসহ পাঁচজন নিহত হন। অনেকে আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে।
এ ঘটনায় পরে তদন্ত কমিটি গঠিত হয়। সেই তদন্ত কমিটি শুনানি শুরু করেছে। তদন্ত কমিটির কাছে রিপাবলিকান দলের এমপি লিজ চেনিও বলেন, ‘ট্রাম্প বিক্ষোভের আগুনে ঘি ঢেলেছিলেন।’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ২০২১ সালের ৬ জানুয়ারি দেশটির পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সহিংস হামলা চালিয়েছিল। এ ঘটনাকে ট্রাম্পের অভ্যুত্থানচেষ্টা বলে অভিহিত করেছেন ডেমোক্র্যাট দলের একজন এমপি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ক্যাপিটল হিলে হামলা নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তদন্ত কমিটির শুনানি হয়েছে। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিনিধিদের দিয়ে গঠিত তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিয়েছেন ডেমোক্র্যাট দলের এমপি বেনি থম্পসন। সাক্ষ্য দেওয়ার সময় তিনি বলেছেন, ‘২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে যা হয়েছে, তা মার্কিন ইতিহাসে নজিরবিহীন। ওই দিন ট্রাম্প অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন।’
এ সময় বেনি থম্পসন তদন্ত কমিটিকে ক্যাপিটল হিলে সহিংস হামলার কয়েকটি ভিডিও ফুটেজও দেখান।
প্রসঙ্গত, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের স্বীকৃতি দেওয়ার জন্য গত বছরের ৬ জানুয়ারি পার্লামেন্ট ভবনে যৌথ অধিবেশন চলছিল। তখন ডোনাল্ড ট্রাম্পের উচ্ছৃঙ্খল সমর্থকেরা পার্লামেন্ট ভবনে হামলা চালান। তাঁরা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বেশ কয়েকটি সমাবেশ করেছিলেন। তারপর পতাকা হাতে একদল উচ্ছৃঙ্খল সমর্থক ব্যারিকেড ভেঙে ক্যাপিটল হিলে ঢুকে পড়েন। তাঁরা ক্যাপিটল হিলের ভেতরে গিয়ে গোলাগুলি ও ভাঙচুর করেন। এ সময় পুলিশ ও এক নারীসহ পাঁচজন নিহত হন। অনেকে আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে।
এ ঘটনায় পরে তদন্ত কমিটি গঠিত হয়। সেই তদন্ত কমিটি শুনানি শুরু করেছে। তদন্ত কমিটির কাছে রিপাবলিকান দলের এমপি লিজ চেনিও বলেন, ‘ট্রাম্প বিক্ষোভের আগুনে ঘি ঢেলেছিলেন।’
জো বাইডেনের হাতে থাকা যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার জটিল প্রক্রিয়া শুরু করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ডোনাল্ড ট্রাম্পের দল। এই পরিকল্পনার বিস্তারিত তথ্য থেকে বোঝা যাচ্ছে যে, এই চুক্তি অনেকটাই দেশটির দীর্ঘদিনের প্রথা ভেঙে করা হয়েছে
২ মিনিট আগেআগামী কয়েক মাসের মধ্যেই ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা এমনটাই মনে করছেন। তবে, এ ক্ষেত্রে রাশিয়া ইউক্রেনের যেসব ভূখণ্ড দখল করেছে তার দাবি কিয়েভকে ত্যাগ করতে হবে।
২২ মিনিট আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকেরা দেশটির ফেডারেল রাজধানী ইসলামাবাদ অভিমুখে যে লং মার্চ ও অবস্থান কর্মসূচি দিয়েছিল তা শেষ হয়েছে। গত ২৪ নভেম্বর থেকে ইমরান খানের সমর্থকেরা ইসলামাবাদ অভিমুখে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। টানা তিন দিনের উত্তেজনা শেষে ইমরান..
৩ ঘণ্টা আগেহিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সর্বশেষ যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের ৮ অক্টোবর। হামাসের দক্ষিণ ইসরায়েল আক্রমণের একদিন পর হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ শুরু করে। এই সংঘর্ষ গত সেপ্টেম্বরে ব্যাপক আকার ধারণ করে। লেবাননে ইসরায়েলি বিমান হামলা শুরু হয়। শিগগিরই দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল।
৩ ঘণ্টা আগে