Ajker Patrika

কানাডার বনে দাবানল, নাগরিকদের মাস্ক পরার পরামর্শ 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ জুন ২০২৩, ০৯: ৪০
কানাডার বনে দাবানল, নাগরিকদের মাস্ক পরার পরামর্শ 

কানাডার বনাঞ্চলে আগুন লেগেছে। এই আগুনের ক্ষতিকর ধোঁয়া কানাডা থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর পর্যন্ত ছড়িয়েছে। এতে দুই দেশের নাগরিকদেরই এন-৯৫ মাস্ক পরার অনুরোধ করা হয়েছে। নিউইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে বিনা মূল্যে মাস্ক বিতরণ শুরু করবে।

কানাডা জানিয়েছে, ক্ষতিকারক ধোঁয়া এই সপ্তাহের শেষ পর্যন্ত বায়ুমণ্ডলে থাকবে। এসব ধোঁয়া কানাডার কুইবেক প্রদেশ থেকে আসছে। এই প্রদেশের বনাঞ্চলের ১৫০ স্থানে আগুন লেগেছে। তাই কারও যদি বাইরে যাওয়া জরুরি হয়ে পড়ে, তাহলে তাঁর মাস্ক পরিধান করা উচিত।

এদিকে গতকাল বুধবার কর্মকর্তারা বলেছেন, কুইবেক প্রদেশ থেকে এরই মধ্য ১৫ হাজার নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য করা হবে। এটি ইতিমধ্যে রেকর্ডে কুইবেকের সবচেয়ে খারাপ দাবানলের মৌসুম।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বুধবার ঘোষণা করেছেন, নিউইয়র্ক বৃহস্পতিবার থেকে নাগরিকদের মধ্যে এক মিলিয়ন মাস্ক বিতরণ করবে। তিনি একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি একটি অস্থায়ী পরিস্থিতি। এটি কোভিড নয়। তবে নিউইয়র্ক সিটির বাস ও ট্রেনগুলোতে উচ্চ মানের বায়ু পরিস্রাবণের ব্যবস্থা রয়েছে, যা নিরাপদ ভ্রমণ নিশ্চিত করবে।’

এনভায়রনমেন্ট কানাডা জানিয়েছে, আজ বৃহস্পতিবার টরন্টোতে ধোঁয়ার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। গতকাল বুধবার দেশটির একটি বিশেষ আবহাওয়া বুলেটিন বাইরের যে কাউকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে।

এনভায়রনমেন্ট কানাডার বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্ষতিকারক ধোঁয়ার সূক্ষ্ম কণাগুলো সাধারণত স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত