অনলাইন ডেস্ক
নির্বাচনী প্রচারণায় বারবার অভিবাসীদের দেশ থেকে ‘তাড়িয়ে’ দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন তিনি। এদিনই সীমান্ত সুরক্ষা এবং অভিবাসন নিয়ে নির্বাহী আদেশ দেবেন। এবার ট্রাম্প অন্য দেশগুলোকেও হুমকি দিলেন। তিনি ঘোষণা দিয়েছেন, তিনি এমন দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখবেন না, যারা অভিবাসীদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়।
মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। দ্বিতীয়বারের মতো টাইম ম্যাগাজিনে স্থান পেলেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আমি তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে চাই। দেশগুলোকে তাদের ফিরিয়ে নিতে হবে। যদি তারা না নেয়, তাহলে আমরা সেই দেশগুলোর সঙ্গে ব্যবসা করব না। তাদের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপ করব।’
তিনি আরও বলেন, অভিবাসীদের ফিরিয়ে নিতে না চাইলে দেশগুলোর জন্য ব্যবসা খুব কঠিন করে তোলা হবে। তাদের ওপর চড়া শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্প বলেন, ‘অভিবাসীদের ফেরত পাঠাতে যা করার দরকার, আমি করব। আমার কোনো সমস্যা নেই। সত্যিই, যাই লাগুক না কেন। তবে আমি সবকিছুই দেশের আইন মেনেই করব। যদি নতুন ক্যাম্পের (আশ্রয় শিবির) প্রয়োজন হয়, তবে আমি আশা করি খুব বেশি ক্যাম্পের প্রয়োজন হবে না, কারণ আমি তাদের বের করে দিতে চাই এবং তাদের ২০ বছর ধরে ক্যাম্পে রেখে দিতে চাই না।’
ট্রাম্প আরও বলেন, অভিবাসীরা পরিবারের থেকে আলাদা হয়ে যাক আমি চাই না। তাই তাদের সবাইকে একসঙ্গে অর্থাৎ, বাবা-মা-সন্তানকে একসঙ্গে পাঠিয়ে দেওয়া হবে।
ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি পরিবারগুলো ভাঙতে চাই না। তাই একমাত্র উপায়, সবাইকে একসঙ্গে তাঁদের দেশে ফেরত পাঠানো। অর্থাৎ, আইনি প্রক্রিয়ায় এই ধরনের নাগরিকদেরও পরিবারের সঙ্গে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে কেবল বৈধ উপায়ে প্রবেশের সুযোগ থাকবে। আমরা চাই না কারাগার থেকে লোকজন এখানে আসুক। আমরা ভেনেজুয়েলা এবং অন্য দেশগুলোর কারাগার খালি করে আমাদের দেশে লোক পাঠানোর অনুমতি দিই না। আমরা তাদের হাজতিদের, অপরাধীদের বা মানসিক রোগীদের গ্রহণ করব না।’
অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করবেন বলেও জানান ট্রাম্প।
এর আগে ট্রাম্প জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল করবেন বলে ঘোষণা দিয়েছেন। মার্কিন সংবিধানের ১৪ তম সংশোধনী অনুযায়ী, ‘যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং নাগরিকত্বের শর্ত পূরণকারী সব ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছেন ওই রাজ্যের নাগরিক হবেন।’ ১৫০ বছরেরও বেশি পুরোনো এ বিধান ট্রাম্পের কাছে ‘হাস্যকর’। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেও এই আইনের বিরুদ্ধে বলেছিলেন। যদিও শেষ পর্যন্ত পরিবর্তন করেননি।
নির্বাচনী প্রচারণায় বারবার অভিবাসীদের দেশ থেকে ‘তাড়িয়ে’ দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন তিনি। এদিনই সীমান্ত সুরক্ষা এবং অভিবাসন নিয়ে নির্বাহী আদেশ দেবেন। এবার ট্রাম্প অন্য দেশগুলোকেও হুমকি দিলেন। তিনি ঘোষণা দিয়েছেন, তিনি এমন দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখবেন না, যারা অভিবাসীদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়।
মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। দ্বিতীয়বারের মতো টাইম ম্যাগাজিনে স্থান পেলেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আমি তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে চাই। দেশগুলোকে তাদের ফিরিয়ে নিতে হবে। যদি তারা না নেয়, তাহলে আমরা সেই দেশগুলোর সঙ্গে ব্যবসা করব না। তাদের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপ করব।’
তিনি আরও বলেন, অভিবাসীদের ফিরিয়ে নিতে না চাইলে দেশগুলোর জন্য ব্যবসা খুব কঠিন করে তোলা হবে। তাদের ওপর চড়া শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্প বলেন, ‘অভিবাসীদের ফেরত পাঠাতে যা করার দরকার, আমি করব। আমার কোনো সমস্যা নেই। সত্যিই, যাই লাগুক না কেন। তবে আমি সবকিছুই দেশের আইন মেনেই করব। যদি নতুন ক্যাম্পের (আশ্রয় শিবির) প্রয়োজন হয়, তবে আমি আশা করি খুব বেশি ক্যাম্পের প্রয়োজন হবে না, কারণ আমি তাদের বের করে দিতে চাই এবং তাদের ২০ বছর ধরে ক্যাম্পে রেখে দিতে চাই না।’
ট্রাম্প আরও বলেন, অভিবাসীরা পরিবারের থেকে আলাদা হয়ে যাক আমি চাই না। তাই তাদের সবাইকে একসঙ্গে অর্থাৎ, বাবা-মা-সন্তানকে একসঙ্গে পাঠিয়ে দেওয়া হবে।
ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি পরিবারগুলো ভাঙতে চাই না। তাই একমাত্র উপায়, সবাইকে একসঙ্গে তাঁদের দেশে ফেরত পাঠানো। অর্থাৎ, আইনি প্রক্রিয়ায় এই ধরনের নাগরিকদেরও পরিবারের সঙ্গে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে কেবল বৈধ উপায়ে প্রবেশের সুযোগ থাকবে। আমরা চাই না কারাগার থেকে লোকজন এখানে আসুক। আমরা ভেনেজুয়েলা এবং অন্য দেশগুলোর কারাগার খালি করে আমাদের দেশে লোক পাঠানোর অনুমতি দিই না। আমরা তাদের হাজতিদের, অপরাধীদের বা মানসিক রোগীদের গ্রহণ করব না।’
অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করবেন বলেও জানান ট্রাম্প।
এর আগে ট্রাম্প জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল করবেন বলে ঘোষণা দিয়েছেন। মার্কিন সংবিধানের ১৪ তম সংশোধনী অনুযায়ী, ‘যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং নাগরিকত্বের শর্ত পূরণকারী সব ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছেন ওই রাজ্যের নাগরিক হবেন।’ ১৫০ বছরেরও বেশি পুরোনো এ বিধান ট্রাম্পের কাছে ‘হাস্যকর’। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেও এই আইনের বিরুদ্ধে বলেছিলেন। যদিও শেষ পর্যন্ত পরিবর্তন করেননি।
আগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
২ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুযায়ী তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। আজ শনিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদিত হওয়ার পর ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে তাঁরা
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাতাসের তীব্রতা কমে দাবানল দুর্বল হয়ে আসায় স্বস্তি ফিরছে উপদ্রুত এলাকার বাসিন্দাদের মধ্যে। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ২৪ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়া এই আগুনে কমপক্ষে ১২ হাজার অবকাঠামো ভস্মীভূত হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ২৭টি মরদেহের সন্ধান পেয়েছেন উদ্ধারকারীরা...
৪ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে অবশেষে কার্যকর যুদ্ধবিরতি হতে চলেছে। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। আজ শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে