অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন দেবেন না। স্থানীয় সময় গতকাল শুক্রবার মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন।
রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের উপস্থাপিকা মারিয়া বার্তিরোমোকে বলেছেন, তিনি হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ায় মার্ক জাকারবার্গ তাঁকে ফোন করেছিলেন। সে সময় তিনি জানিয়েছেন, জাকারবার্গ মনে করেন না, ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন দেওয়া ঠিক হবে বলে মনে করেন না তিনি। এ সময় ট্রাম্প জানান, সেই ফোনকলের পরও তাঁরা একাধিকবার কথা বলেছেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মার্ক জাকারবার্গ আমাকে ফোন করেছিলেন। প্রথমত, তিনি আমাকে কয়েকবার ফোন করেছিলেন। তিনি আমাকে সেই ঘটনার (হত্যাচেষ্টার) পর ফোন করেছিলেন এবং তিনি বলেছিলেন, “এটি সত্যিই আশ্চর্যজনক এবং খুবই সাহসী ঘটনা ছিল।’
এ সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এবং তিনি (জাকারবার্গ) আসলে বলেছিলেন যে, তিনি ডেমোক্র্যাটদের সমর্থন করবেন না এবং তা তিনি করতে পারবেন না। কারণ আমি সেদিন (হত্যাচেষ্টার দিন) যা করেছি, তার জন্য তিনি আমাকে সম্মান করেছেন।’ এ সময় ট্রাম্প জানান, তাদের আলাপের সময় জাকারবার্গ গত ১৩ জুলাই তাঁর ওপর গুলির পর ফেসবুক ও ইনস্টাগ্রাম তাঁর একটি ছবি সেন্সর করায় ক্ষমা চেয়েছেন।
এদিকে, মেটার মুখপাত্র দানি লিভার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে ভুল সেন্সরিংয়ের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘এটি একটি ভুল ছিল। এই ফ্যাক্ট চেকটি প্রাথমিকভাবে একটি জালিয়াতি করা ছবিতে প্রয়োগ করা হয়েছিল। যে ছবিটিতে সিক্রেট সার্ভিস এজেন্টদের হাসতে দেখা গেছে।’ তিনি বলেন, ‘কিছু ক্ষেত্রে আমাদের সিস্টেম ভুলভাবে সেই ফ্যাক্ট চেক আসল ফটোতে প্রয়োগ করে। এটি ঠিক করা হয়েছে এবং আমরা ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।’
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন দেবেন না। স্থানীয় সময় গতকাল শুক্রবার মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন।
রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের উপস্থাপিকা মারিয়া বার্তিরোমোকে বলেছেন, তিনি হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ায় মার্ক জাকারবার্গ তাঁকে ফোন করেছিলেন। সে সময় তিনি জানিয়েছেন, জাকারবার্গ মনে করেন না, ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন দেওয়া ঠিক হবে বলে মনে করেন না তিনি। এ সময় ট্রাম্প জানান, সেই ফোনকলের পরও তাঁরা একাধিকবার কথা বলেছেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মার্ক জাকারবার্গ আমাকে ফোন করেছিলেন। প্রথমত, তিনি আমাকে কয়েকবার ফোন করেছিলেন। তিনি আমাকে সেই ঘটনার (হত্যাচেষ্টার) পর ফোন করেছিলেন এবং তিনি বলেছিলেন, “এটি সত্যিই আশ্চর্যজনক এবং খুবই সাহসী ঘটনা ছিল।’
এ সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এবং তিনি (জাকারবার্গ) আসলে বলেছিলেন যে, তিনি ডেমোক্র্যাটদের সমর্থন করবেন না এবং তা তিনি করতে পারবেন না। কারণ আমি সেদিন (হত্যাচেষ্টার দিন) যা করেছি, তার জন্য তিনি আমাকে সম্মান করেছেন।’ এ সময় ট্রাম্প জানান, তাদের আলাপের সময় জাকারবার্গ গত ১৩ জুলাই তাঁর ওপর গুলির পর ফেসবুক ও ইনস্টাগ্রাম তাঁর একটি ছবি সেন্সর করায় ক্ষমা চেয়েছেন।
এদিকে, মেটার মুখপাত্র দানি লিভার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে ভুল সেন্সরিংয়ের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘এটি একটি ভুল ছিল। এই ফ্যাক্ট চেকটি প্রাথমিকভাবে একটি জালিয়াতি করা ছবিতে প্রয়োগ করা হয়েছিল। যে ছবিটিতে সিক্রেট সার্ভিস এজেন্টদের হাসতে দেখা গেছে।’ তিনি বলেন, ‘কিছু ক্ষেত্রে আমাদের সিস্টেম ভুলভাবে সেই ফ্যাক্ট চেক আসল ফটোতে প্রয়োগ করে। এটি ঠিক করা হয়েছে এবং আমরা ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।’
যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা তথা দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার ট্রাম্প এই বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগেস্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ঘোষণা করেছেন যে, তাঁর দেশ ইউক্রেনকে আর কোনো সামরিক বা আর্থিক সহায়তা প্রদান করবে না। গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার এক খোলা চিঠিতে ফিকো স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর সরকার ইউক্রেনকে এমন কোনো সহায়তা দেবে না, যা দেশটিকে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম করবে।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত এক বৈঠকের পর যুক্তরাজ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ডাউনিং স্ট্রিটে এক বৈঠকে শেষে স্টারমার জানালেন, জেলেনস্কি ‘যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন’ পাচ্ছেন। প্রত্যুত্তরে জেলেনস্কি...
২ ঘণ্টা আগেআমাদের মসজিদ ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস ভাঙেনি। আমরা এখনো ধ্বংসস্তূপে, তাঁবুর নিচে তারাবির নামাজ পড়ব। আমরা আমাদের সব আশা নিয়ে দু’আ করব, কোরআন তিলাওয়াতে সান্ত্বনা খুঁজব, এই বিশ্বাস নিয়ে যে, আমাদের সব কষ্টের প্রতিদান আল্লাহ দেবেন।
২ ঘণ্টা আগে