২০২৪ সালে দেশের বাইরে ঘুরতে গেছেন বিশ্বের ১৪০ কোটি মানুষ

অনলাইন ডেস্ক
Thumbnail image
স্পেনের মালোর্কায় দুই পর্যটক। ছবি: সিএনএন

আপনার মনে হতে পারে, বিমানবন্দরে নিরাপত্তা লাইন দীর্ঘতর হচ্ছে বা আগের চেয়ে অনেক আগে থেকেই হোটেল বুকিং করতে হচ্ছে। আসলে এটাই ঘটছে। জাতিসংঘের ওয়ার্ল্ড টুরিজম অর্গানাইজেশন প্রকাশিত ২০২৪ সালের প্রতিবেদন জানিয়েছে, করোনার পর বিশ্ব পর্যটন আবার আগের অবস্থায় ফিরে এসেছে।

২০২৪ সালে ১৪০ কোটিরও বেশি মানুষ আন্তর্জাতিক ভ্রমণ করেছেন। এই সংখ্যাটি করোনার আগে ২০১৯ সালের ভ্রমণ সংখ্যার ৯৯ শতাংশ। ওই বছরই ছিল কোভিড-১৯ এর আগের শেষ পূর্ণ বছর।

রোববার সিএনএন জানিয়েছে, পর্যটন খাতে ২০২৪ সালের ভ্রমণকারীরা খরচ করেছেন প্রায় ১.৯ ট্রিলিয়ন ডলার। অর্থাৎ প্রতি পর্যটক গড়ে ১ হাজার ডলারেরও বেশি খরচ করেছেন।

জাতিসংঘের ওয়ার্ল্ড টুরিজম অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, ইউরোপ ছিল ২০২৪ সালে সবচেয়ে বেশি ভ্রমণ করা মহাদেশ। এই বছরটিতে ইউরোপে ভ্রমণ করেছেন প্রায় ৭৪ কোটি ৭০ লাখ মানুষ। এর মধ্যে ফ্রান্স ছিল বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণ করা দেশ। ২০২৪ সালে দেশটিতে ১০ কোটি পর্যটক ঘুরতে গেছেন। দ্বিতীয় স্থানে ছিল স্পেন, যেখানে ৯ কোটি ৮০ লাখ পর্যটক গেছেন।

২০২৪ সালে ফ্রান্সে পর্যটকদের আকৃষ্ট করেছে গ্রীষ্মকালীন অলিম্পিক, প্যারিসের বিখ্যাত নটরডেম ক্যাথেড্রালের পুনরায় উদ্বোধন এবং নরম্যান্ডির ডি-ডে অবতরণের ৮০ তম বার্ষিকীর মতো বড় ইভেন্টগুলো।

ওয়ার্ল্ড টুরিজম অর্গানাইজেশন আরও জানিয়েছে, ২০২৪ সালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভ্রমণ করেছেন ৩১ কোটি ৬০ লাখ মানুষ। আমেরিকায় ভ্রমণকারীর সংখ্যা ছিল ২১ কোটি ৩০ লাখ। মধ্যপ্রাচ্যে সাড়ে ৯ কোটি এবং আফ্রিকায় ৭ কোটি ৪০ লাখ পর্যটক ভ্রমণ করেছেন। অ্যান্টার্কটিকার পর্যটন সম্পর্কে অবশ্য কোনো তথ্য দেওয়া হয়নি।

সিএনএন জানিয়েছে, মূলত ছোট দেশগুলোতেই পর্যটনের উত্থান দেখা গেছে।

মধ্যপ্রাচ্যের কাতারে পর্যটক বৃদ্ধির হার ছিল ১৩৭ শতাংশ। দেশটি অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছে। ২০২৪ সালে কাতার এয়ারওয়েজকে বিশ্বের সেরা এয়ারলাইন এবং দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়।

এ ছাড়াও অ্যান্ডোরা, ডোমিনিকান রিপাবলিক, কুয়েত, আলবেনিয়া এবং এল সালভাদরের মতো ছোট দেশগুলোতেও পর্যটনের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।

বিশ্ব পর্যটন শুধুমাত্র আগের অবস্থায় ফিরছে না, এটি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। স্পেনে পর্যটনের চাপে মুখে বার্সেলোনা এবং সেভিলের মতো শহরে পর্যটকদের বিরোধিতা করে স্থানীয়দের আন্দোলন করতে দেখা গেছে। ইতালির ভেনিস এবং ফ্লোরেন্সে বড় ট্যুর গ্রুপ নিষিদ্ধ করা হয়েছে।

এ অবস্থায় ওয়ার্ল্ড টুরিজম অর্গানাইজেশনের বিশেষজ্ঞরা ২০২৫ সালের জন্য এক সতর্ক বার্তায় বলেছেন, ‘পর্যটন খাতে প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়নের মধ্যে ভারসাম্য রক্ষা করা গুরুত্বপূর্ণ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসনাত আবদুল্লাহকে দেখে তেড়ে এলেন সাত কলেজের শিক্ষার্থীরা

স্বাস্থ্য সংস্কার কমিশন: চিকিৎসক নিবন্ধনে পরীক্ষা

দিল্লিকে বাংলাদেশি-রোহিঙ্গা মুক্ত করবে বিজেপি: অমিত শাহ

কঙ্গনার ‘ইমার্জেন্সি’তে শেখ মুজিবুর রহমানের সংলাপ নিয়ে বিতর্ক

নীলক্ষেতে ৭ কলেজ ও ঢাবি শিক্ষার্থীরা মুখোমুখি, পুলিশের সাউন্ড গ্রেনেড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত