অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী ফলাফল বদলে দেওয়ার অভিযোগ এনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আরও ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার অন্যতম বিবাদী ট্রাম্পের অন্যতম মিত্র স্কট হল নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার প্রচেষ্টায় তাঁর অংশগ্রহণের কথা স্বীকার করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের বাইরে মামলার তদন্তকারীদের কাছে নিজের শাস্তি কম করার শর্তে স্বীকারোক্তি দেন স্কট হল। এর মধ্য দিয়ে এই মামলার কোনো বিবাদী প্রথমবারের মতো দোষ স্বীকার করে নিলেন। স্থানীয় সময় গত শুক্রবার স্কট হল এই স্বীকারোক্তি দেন।
স্কট হল শুক্রবার লিখিত স্বীকারোক্তি দেন। পরে তা আদালতে উপস্থাপন করা হয়। মামলার কৌঁসুলিরা স্কট হলের এই স্বীকারোক্তিকে একই অভিযোগে অভিযুক্ত ট্রাম্পের সাবেক আইনজীবী সিডনি পাওয়েলের বিরুদ্ধে ব্যবহার করবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী অক্টোবরে সিডনি পাওয়েলের মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
স্কট হলের স্বীকারোক্তি ও বিচারের বিষয়ে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে দেখা গেছে, তিনি নির্বাচনী দায়িত্ব পালনে ইচ্ছাকৃত হস্তক্ষেপ করার জন্য পাঁচটি অভিযোগে দোষ স্বীকার করেছেন। ভিডিও ছিল, স্কট হলের বিচার কার্যক্রমের সরাসরি সম্প্রচার।
পরে আদালত তাঁকে পাঁচ বছরের প্রবেশন (কোনো এক কারা কর্মকর্তার অধীনে এই পাঁচ বছর স্কট হলকে ইতিবাচক আচরণ দেখাতে হবে) দণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৫ হাজার ডলার জরিমানা এবং ২০০ ঘণ্টা বাধ্যতামূলক সামাজিক কর্মকাণ্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। সর্বোপরি তাঁকে রাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে আবেদন করার নির্দেশও দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী ফলাফল বদলে দেওয়ার অভিযোগ এনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আরও ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার অন্যতম বিবাদী ট্রাম্পের অন্যতম মিত্র স্কট হল নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার প্রচেষ্টায় তাঁর অংশগ্রহণের কথা স্বীকার করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের বাইরে মামলার তদন্তকারীদের কাছে নিজের শাস্তি কম করার শর্তে স্বীকারোক্তি দেন স্কট হল। এর মধ্য দিয়ে এই মামলার কোনো বিবাদী প্রথমবারের মতো দোষ স্বীকার করে নিলেন। স্থানীয় সময় গত শুক্রবার স্কট হল এই স্বীকারোক্তি দেন।
স্কট হল শুক্রবার লিখিত স্বীকারোক্তি দেন। পরে তা আদালতে উপস্থাপন করা হয়। মামলার কৌঁসুলিরা স্কট হলের এই স্বীকারোক্তিকে একই অভিযোগে অভিযুক্ত ট্রাম্পের সাবেক আইনজীবী সিডনি পাওয়েলের বিরুদ্ধে ব্যবহার করবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী অক্টোবরে সিডনি পাওয়েলের মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
স্কট হলের স্বীকারোক্তি ও বিচারের বিষয়ে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে দেখা গেছে, তিনি নির্বাচনী দায়িত্ব পালনে ইচ্ছাকৃত হস্তক্ষেপ করার জন্য পাঁচটি অভিযোগে দোষ স্বীকার করেছেন। ভিডিও ছিল, স্কট হলের বিচার কার্যক্রমের সরাসরি সম্প্রচার।
পরে আদালত তাঁকে পাঁচ বছরের প্রবেশন (কোনো এক কারা কর্মকর্তার অধীনে এই পাঁচ বছর স্কট হলকে ইতিবাচক আচরণ দেখাতে হবে) দণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৫ হাজার ডলার জরিমানা এবং ২০০ ঘণ্টা বাধ্যতামূলক সামাজিক কর্মকাণ্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। সর্বোপরি তাঁকে রাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে আবেদন করার নির্দেশও দেওয়া হয়েছে।
ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়ার পরপরই যৌন কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সরে দাঁড়াতে হলো ম্যাট গেটজকে। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরোনো মিত্র পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প।
১০ মিনিট আগেকংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
২ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১৪ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১৪ ঘণ্টা আগে