মার্কিন বন্দিশালা আবু গারিবে নির্যাতিত তিন ইরাকি পাবেন ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ

অনলাইন ডেস্ক    
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৪: ৫০
Thumbnail image
বাইরে থেকে দৃশ্যমান আবু গারিব কারাগারের একটি অংশ। ছবি: এএফপি

ইরাকে মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণাধীন কুখ্যাত বন্দিশালা আবু গারিবে নির্যাতনের শিকার তিন ইরাকিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার কোম্পানি সিএসিআই প্রিমিয়ার টেকনোলজিকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আবু গারিবে নির্যাতনের শিকার ও তিন ইরাকি হলেন ইরাকের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সুহাইল আল শিমারি, ফল বিক্রেতা আসাদ জুবাই এবং সাংবাদিক সালাহ আল-ইজাইলি। তাঁদের প্রত্যেককে প্রায় ১৪ মিলিয়ন ডলার করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

এই মামলার অন্যতম বাদীপক্ষ মানবাধিকার সংস্থা সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস জানিয়েছে, এই তিনজন ২০০৮ সালে ভার্জিনিয়ার আর্লিংটনে অবস্থিত বেসরকারি কোম্পানি সিএসিআইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন। ২০০৩-০৪ সালে কুখ্যাত আবু গারিব কারাগারে ওই তিনজনের নির্যাতনের বিষয়টি নিয়ে দীর্ঘকাল ধরে চলা বিচারের শেষে সিএসিআই প্রিমিয়ার টেকনোলজি ইনকর্পোরেটেডকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

বাগদাদের পশ্চিম দিকে অবস্থিত আবু গারিব কারাগার ইরাকে যুক্তরাষ্ট্রের দখলদারত্বের এক জঘন্য প্রতীকে পরিণত হয়েছিল, কারাগারটিতে আটক বন্দীদের ওপর মার্কিন সেনাদের নির্মম নির্যাতনের প্রমাণ প্রকাশ পাওয়ার পর। মামলায় অভিযোগ করা হয়, বেশির ভাগ নির্যাতনই ২০০৩ সালের শেষ দিকে হয়। আর ঠিক সেই সময়টাতেই সিএসিআইয়ের কর্মীরা ওই কারাগারে কাজ করছিলেন।

এই কোম্পানির বেসামরিক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা মার্কিন সেনাদের বন্দীদের ওপর নির্যাতনে উসকে দিয়েছেন। এই মামলায় নিম্নপদস্থ ১১ কারারক্ষীর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়। যার মধ্যে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লিন্ডি ইংল্যান্ড অন্যতম। তাঁকে নগ্ন বন্দীদের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তোলা অবস্থায় দেখা গেছে।

সিএসিআইয়ের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল মার্কিন আইনের ধারা ‘অ্যালিয়েন টর্ট স্ট্যাটিউটের’ আওতায়। এই ধারা যুক্তরাষ্ট্রের বাইরে ঘটা মানবাধিকার লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রের আদালতে অ-মার্কিন নাগরিকদের মামলা করার সুযোগ দেয়।

তবে, সিএসিআই দাবি করেছে—অভিযোগ করা বেশির ভাগ নির্যাতন তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড অনুমোদন করেছিলেন এবং কারাগারের সামরিক কমান্ডাররা তা নিয়মাবলিতে অন্তর্ভুক্ত করেছিলেন।

মামলার রায়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংবাদিক সালাহ আল-ইজাইলি বলেন, ‘আজ আমার জন্য এবং ন্যায়বিচারের জন্য একটি বড় দিন। এই বিজয় প্রতিটি নিপীড়িত মানুষের জন্য একটি আলোকবর্তিকা এবং যেকোনো প্রতিষ্ঠান বা ঠিকাদার যারা বিভিন্নভাবে নির্যাতন ও নির্দয় আচরণ করছে তাদের জন্য একটি শক্তিশালী সতর্কবার্তা।’

সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটসের অ্যাটর্নি ক্যাথরিন গ্যালাঘার এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এই রায় স্পষ্ট করেছে যে, এই কলঙ্কজনক অধ্যায়ে সিএসিআইয়ের ভূমিকা রয়েছে। বেসরকারি সামরিক ও নিরাপত্তা ঠিকাদারদের সতর্ক করা হয়েছে, তারা আন্তর্জাতিক আইনের মৌলিক সুরক্ষাগুলো লঙ্ঘন করলে তাদের দায়বদ্ধ করা হবে। ২০ বছর ধরে সিএসিআই আবু গারিবে নির্যাতনে তাদের ভূমিকা অস্বীকার করে আসছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত