অনলাইন ডেস্ক
ইরাকে মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণাধীন কুখ্যাত বন্দিশালা আবু গারিবে নির্যাতনের শিকার তিন ইরাকিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার কোম্পানি সিএসিআই প্রিমিয়ার টেকনোলজিকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আবু গারিবে নির্যাতনের শিকার ও তিন ইরাকি হলেন ইরাকের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সুহাইল আল শিমারি, ফল বিক্রেতা আসাদ জুবাই এবং সাংবাদিক সালাহ আল-ইজাইলি। তাঁদের প্রত্যেককে প্রায় ১৪ মিলিয়ন ডলার করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
এই মামলার অন্যতম বাদীপক্ষ মানবাধিকার সংস্থা সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস জানিয়েছে, এই তিনজন ২০০৮ সালে ভার্জিনিয়ার আর্লিংটনে অবস্থিত বেসরকারি কোম্পানি সিএসিআইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন। ২০০৩-০৪ সালে কুখ্যাত আবু গারিব কারাগারে ওই তিনজনের নির্যাতনের বিষয়টি নিয়ে দীর্ঘকাল ধরে চলা বিচারের শেষে সিএসিআই প্রিমিয়ার টেকনোলজি ইনকর্পোরেটেডকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
বাগদাদের পশ্চিম দিকে অবস্থিত আবু গারিব কারাগার ইরাকে যুক্তরাষ্ট্রের দখলদারত্বের এক জঘন্য প্রতীকে পরিণত হয়েছিল, কারাগারটিতে আটক বন্দীদের ওপর মার্কিন সেনাদের নির্মম নির্যাতনের প্রমাণ প্রকাশ পাওয়ার পর। মামলায় অভিযোগ করা হয়, বেশির ভাগ নির্যাতনই ২০০৩ সালের শেষ দিকে হয়। আর ঠিক সেই সময়টাতেই সিএসিআইয়ের কর্মীরা ওই কারাগারে কাজ করছিলেন।
এই কোম্পানির বেসামরিক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা মার্কিন সেনাদের বন্দীদের ওপর নির্যাতনে উসকে দিয়েছেন। এই মামলায় নিম্নপদস্থ ১১ কারারক্ষীর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়। যার মধ্যে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লিন্ডি ইংল্যান্ড অন্যতম। তাঁকে নগ্ন বন্দীদের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তোলা অবস্থায় দেখা গেছে।
সিএসিআইয়ের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল মার্কিন আইনের ধারা ‘অ্যালিয়েন টর্ট স্ট্যাটিউটের’ আওতায়। এই ধারা যুক্তরাষ্ট্রের বাইরে ঘটা মানবাধিকার লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রের আদালতে অ-মার্কিন নাগরিকদের মামলা করার সুযোগ দেয়।
তবে, সিএসিআই দাবি করেছে—অভিযোগ করা বেশির ভাগ নির্যাতন তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড অনুমোদন করেছিলেন এবং কারাগারের সামরিক কমান্ডাররা তা নিয়মাবলিতে অন্তর্ভুক্ত করেছিলেন।
মামলার রায়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংবাদিক সালাহ আল-ইজাইলি বলেন, ‘আজ আমার জন্য এবং ন্যায়বিচারের জন্য একটি বড় দিন। এই বিজয় প্রতিটি নিপীড়িত মানুষের জন্য একটি আলোকবর্তিকা এবং যেকোনো প্রতিষ্ঠান বা ঠিকাদার যারা বিভিন্নভাবে নির্যাতন ও নির্দয় আচরণ করছে তাদের জন্য একটি শক্তিশালী সতর্কবার্তা।’
সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটসের অ্যাটর্নি ক্যাথরিন গ্যালাঘার এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এই রায় স্পষ্ট করেছে যে, এই কলঙ্কজনক অধ্যায়ে সিএসিআইয়ের ভূমিকা রয়েছে। বেসরকারি সামরিক ও নিরাপত্তা ঠিকাদারদের সতর্ক করা হয়েছে, তারা আন্তর্জাতিক আইনের মৌলিক সুরক্ষাগুলো লঙ্ঘন করলে তাদের দায়বদ্ধ করা হবে। ২০ বছর ধরে সিএসিআই আবু গারিবে নির্যাতনে তাদের ভূমিকা অস্বীকার করে আসছে।’
ইরাকে মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণাধীন কুখ্যাত বন্দিশালা আবু গারিবে নির্যাতনের শিকার তিন ইরাকিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার কোম্পানি সিএসিআই প্রিমিয়ার টেকনোলজিকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আবু গারিবে নির্যাতনের শিকার ও তিন ইরাকি হলেন ইরাকের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সুহাইল আল শিমারি, ফল বিক্রেতা আসাদ জুবাই এবং সাংবাদিক সালাহ আল-ইজাইলি। তাঁদের প্রত্যেককে প্রায় ১৪ মিলিয়ন ডলার করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
এই মামলার অন্যতম বাদীপক্ষ মানবাধিকার সংস্থা সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস জানিয়েছে, এই তিনজন ২০০৮ সালে ভার্জিনিয়ার আর্লিংটনে অবস্থিত বেসরকারি কোম্পানি সিএসিআইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন। ২০০৩-০৪ সালে কুখ্যাত আবু গারিব কারাগারে ওই তিনজনের নির্যাতনের বিষয়টি নিয়ে দীর্ঘকাল ধরে চলা বিচারের শেষে সিএসিআই প্রিমিয়ার টেকনোলজি ইনকর্পোরেটেডকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
বাগদাদের পশ্চিম দিকে অবস্থিত আবু গারিব কারাগার ইরাকে যুক্তরাষ্ট্রের দখলদারত্বের এক জঘন্য প্রতীকে পরিণত হয়েছিল, কারাগারটিতে আটক বন্দীদের ওপর মার্কিন সেনাদের নির্মম নির্যাতনের প্রমাণ প্রকাশ পাওয়ার পর। মামলায় অভিযোগ করা হয়, বেশির ভাগ নির্যাতনই ২০০৩ সালের শেষ দিকে হয়। আর ঠিক সেই সময়টাতেই সিএসিআইয়ের কর্মীরা ওই কারাগারে কাজ করছিলেন।
এই কোম্পানির বেসামরিক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা মার্কিন সেনাদের বন্দীদের ওপর নির্যাতনে উসকে দিয়েছেন। এই মামলায় নিম্নপদস্থ ১১ কারারক্ষীর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়। যার মধ্যে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লিন্ডি ইংল্যান্ড অন্যতম। তাঁকে নগ্ন বন্দীদের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তোলা অবস্থায় দেখা গেছে।
সিএসিআইয়ের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল মার্কিন আইনের ধারা ‘অ্যালিয়েন টর্ট স্ট্যাটিউটের’ আওতায়। এই ধারা যুক্তরাষ্ট্রের বাইরে ঘটা মানবাধিকার লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রের আদালতে অ-মার্কিন নাগরিকদের মামলা করার সুযোগ দেয়।
তবে, সিএসিআই দাবি করেছে—অভিযোগ করা বেশির ভাগ নির্যাতন তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড অনুমোদন করেছিলেন এবং কারাগারের সামরিক কমান্ডাররা তা নিয়মাবলিতে অন্তর্ভুক্ত করেছিলেন।
মামলার রায়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংবাদিক সালাহ আল-ইজাইলি বলেন, ‘আজ আমার জন্য এবং ন্যায়বিচারের জন্য একটি বড় দিন। এই বিজয় প্রতিটি নিপীড়িত মানুষের জন্য একটি আলোকবর্তিকা এবং যেকোনো প্রতিষ্ঠান বা ঠিকাদার যারা বিভিন্নভাবে নির্যাতন ও নির্দয় আচরণ করছে তাদের জন্য একটি শক্তিশালী সতর্কবার্তা।’
সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটসের অ্যাটর্নি ক্যাথরিন গ্যালাঘার এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এই রায় স্পষ্ট করেছে যে, এই কলঙ্কজনক অধ্যায়ে সিএসিআইয়ের ভূমিকা রয়েছে। বেসরকারি সামরিক ও নিরাপত্তা ঠিকাদারদের সতর্ক করা হয়েছে, তারা আন্তর্জাতিক আইনের মৌলিক সুরক্ষাগুলো লঙ্ঘন করলে তাদের দায়বদ্ধ করা হবে। ২০ বছর ধরে সিএসিআই আবু গারিবে নির্যাতনে তাদের ভূমিকা অস্বীকার করে আসছে।’
গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৩৩ মিনিট আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
১ ঘণ্টা আগেআগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
৩ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুযায়ী তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। আজ শনিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদিত হওয়ার পর ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে তাঁরা
৪ ঘণ্টা আগে