অনলাইন ডেস্ক
বৈশ্বিক নিরাপত্তা নিয়ে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট—নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে তাঁদের মধ্যে বৈঠক হয় বলে ন্যাটোর বিবৃতিতে জানানো হয়। পশ্চিমানিয়ন্ত্রিত এই সামরিক জোটের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, তাঁরা (ট্রাম্প ও রুটে) জোটের সামনে থাকা বৈশ্বিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মনোনীত মাইকেল ওয়াল্টজের সঙ্গেও বৈঠক করেছেন রুটের নেতৃত্বে প্রতিনিধিদল।
এর বেশি আর কোনো তথ্য বিবৃতিতে ছিল না।
৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে এটি রুটের প্রথম সাক্ষাৎ।
সম্প্রতি, রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর এক দিন পরই ১৯ নভেম্বর মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন।
তবে রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ায় বাইডেনের ওপর ক্ষুব্ধ হন ট্রাম্পের মিত্ররা। কারণ, ট্রাম্প যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন।
এ বিষয়ে ট্রাম্প কোনো মন্তব্য না করলেও বাইডেনের সিদ্ধান্তে উত্তেজনা বাড়বে বলে মনে করছেন তাঁর ঘনিষ্ঠরা। এই পরিস্থিতি বিশ্বজুড়ে অস্থিরতার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে—এমনটা বলছেন বিশ্লেষকরাও।
কেউ কেউ বলছেন, ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ায় ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বাধতে পারে। খোদ ট্রাম্পপুত্র এই আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই (বাইডেন) প্রশাসন তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে চায়। এদের শুধু মুনাফা চাই, জীবনের কোনো মূল্য নেই!’
রাশিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির ফার্স্ট ডেপুটি চিফ ভ্লাদিমির জাবারভ বলেন, ‘এটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর পথে বড় পদক্ষেপ।’
এমন প্রেক্ষাপটে ন্যাটোর প্রধানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠককে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
বৈশ্বিক নিরাপত্তা নিয়ে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট—নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে তাঁদের মধ্যে বৈঠক হয় বলে ন্যাটোর বিবৃতিতে জানানো হয়। পশ্চিমানিয়ন্ত্রিত এই সামরিক জোটের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, তাঁরা (ট্রাম্প ও রুটে) জোটের সামনে থাকা বৈশ্বিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মনোনীত মাইকেল ওয়াল্টজের সঙ্গেও বৈঠক করেছেন রুটের নেতৃত্বে প্রতিনিধিদল।
এর বেশি আর কোনো তথ্য বিবৃতিতে ছিল না।
৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে এটি রুটের প্রথম সাক্ষাৎ।
সম্প্রতি, রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর এক দিন পরই ১৯ নভেম্বর মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন।
তবে রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ায় বাইডেনের ওপর ক্ষুব্ধ হন ট্রাম্পের মিত্ররা। কারণ, ট্রাম্প যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন।
এ বিষয়ে ট্রাম্প কোনো মন্তব্য না করলেও বাইডেনের সিদ্ধান্তে উত্তেজনা বাড়বে বলে মনে করছেন তাঁর ঘনিষ্ঠরা। এই পরিস্থিতি বিশ্বজুড়ে অস্থিরতার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে—এমনটা বলছেন বিশ্লেষকরাও।
কেউ কেউ বলছেন, ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ায় ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বাধতে পারে। খোদ ট্রাম্পপুত্র এই আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই (বাইডেন) প্রশাসন তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে চায়। এদের শুধু মুনাফা চাই, জীবনের কোনো মূল্য নেই!’
রাশিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির ফার্স্ট ডেপুটি চিফ ভ্লাদিমির জাবারভ বলেন, ‘এটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর পথে বড় পদক্ষেপ।’
এমন প্রেক্ষাপটে ন্যাটোর প্রধানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠককে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
আরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
৫ ঘণ্টা আগেমধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েল, লেবানন, সিরিয়া ও ইরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনায় পাইলটদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ফ্লাইট অপারেশনস গ্রুপ। সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যের আকাশে যাত্রীবাহী বিমান চলাচল এখন আগের যেকোনো সময়ের তুলনায় নিরাপদ। তবে আন্তর্জাতিক...
৫ ঘণ্টা আগেলেবাননের উদীয়মান নারী ফুটবলার সেলিন হায়দার। কয়েকদিন আগেই জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছিলেন তিনি। তার স্বপ্ন ছিল আসন্ন ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে লেবাননের জার্সি গায়ে মাঠে নামার। কিন্তু সেই স্বপ্ন এখন অনেক দূরে। ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়ে এখন কোমায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সেলিন।
৫ ঘণ্টা আগেভারতের আলোচিত গান্ধী পরিবারের অন্যতম উত্তরাধিকার প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। এই প্রথম তিনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর জীবনের প্রথম নির্বাচনেই বাজিমাত করতে যাচ্ছেন তিনি। ভাই রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়ানাদ আসনে এখন পর্যন্ত ৩ লাখ ৯০ হাজার ভোটে এগিয়ে আছেন প্রিয়াঙ্কা
৬ ঘণ্টা আগে