অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ২০১৭ সালে রাষ্ট্রীয় গোপন নথি নিজ বাড়িতে নিয়েছিলেন জো বাইডেন। তবে ইচ্ছাকৃতভাবে নথিগুলো নিয়ে গেলেও এ বিষয়ে তাঁকে কোনো ধরনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে না। অন্তত এখনই। এসংক্রান্ত অভিযোগের তদন্তকারী কৌঁসুলি গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
বিশেষ কৌঁসুলি রবার্ট হুর তাঁর প্রতিবেদনে উল্লেখ করেছেন, ১৫ মাসের তদন্ত শেষে তিনি বাইডেনকে এসংক্রান্ত মামলায় অভিযুক্ত করার বিপক্ষে। কারণ, এই অভিযোগ প্রমাণ করা কঠিন হবে। পাশাপাশি বাইডেন এই তদন্তে পুরোপুরি সহযোগিতা করেছেন এবং প্রতিবেদনে হুর বাইডেন ‘ভদ্র আচরণের দুর্বল স্মৃতির বুড়ো’ বলে অভিহিত করেছেন।
তবে তদন্ত প্রতিবেদনে ‘দুর্বল স্মৃতির বুড়ো’ বলে উল্লেখ করা বেজায় চটেছেন বাইডেন। তিনি বলেছেন, তাঁর স্মৃতি ঠিক আছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাইডেন।
বাইডেন জানান, মূলত তাঁর ছেলে বিউ বাইডেনের মৃত্যুর পর তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। এ কারণে তিনি নথির বিষয়গুলো ভুলে গিয়েছিলেন। তিনি দাবি করেছেন, ইচ্ছাকৃতভাবে নথি ফাঁসের যে অভিযোগ তাঁর বিরুদ্ধে তোলা হয়েছে, তা ‘স্রেফ সরল মিথ্যা।’
এদিকে, ট্রাম্পকে গোপন নথির মামলায় একপ্রকার ক্লিন চিট দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে একই ধরনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ফেডারেল মামলায়। ট্রাম্প বলেছেন, বাইডেনকে স্টেট ও ফেডারেল মামলা থেকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে। তবে ট্রাম্প কোনো প্রমাণ হাজির করেননি।
ট্রাম্প একটি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এটি এখন প্রমাণ হয়েছে গেছে যে, আমাদের বিচারব্যবস্থা দুই স্তরের হয়ে গেছে এবং এখানে অসাংবিধানিকভাবে বিশেষ উপায়ে বিচার কার্যক্রম চলে।’
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ২০১৭ সালে রাষ্ট্রীয় গোপন নথি নিজ বাড়িতে নিয়েছিলেন জো বাইডেন। তবে ইচ্ছাকৃতভাবে নথিগুলো নিয়ে গেলেও এ বিষয়ে তাঁকে কোনো ধরনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে না। অন্তত এখনই। এসংক্রান্ত অভিযোগের তদন্তকারী কৌঁসুলি গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
বিশেষ কৌঁসুলি রবার্ট হুর তাঁর প্রতিবেদনে উল্লেখ করেছেন, ১৫ মাসের তদন্ত শেষে তিনি বাইডেনকে এসংক্রান্ত মামলায় অভিযুক্ত করার বিপক্ষে। কারণ, এই অভিযোগ প্রমাণ করা কঠিন হবে। পাশাপাশি বাইডেন এই তদন্তে পুরোপুরি সহযোগিতা করেছেন এবং প্রতিবেদনে হুর বাইডেন ‘ভদ্র আচরণের দুর্বল স্মৃতির বুড়ো’ বলে অভিহিত করেছেন।
তবে তদন্ত প্রতিবেদনে ‘দুর্বল স্মৃতির বুড়ো’ বলে উল্লেখ করা বেজায় চটেছেন বাইডেন। তিনি বলেছেন, তাঁর স্মৃতি ঠিক আছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাইডেন।
বাইডেন জানান, মূলত তাঁর ছেলে বিউ বাইডেনের মৃত্যুর পর তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। এ কারণে তিনি নথির বিষয়গুলো ভুলে গিয়েছিলেন। তিনি দাবি করেছেন, ইচ্ছাকৃতভাবে নথি ফাঁসের যে অভিযোগ তাঁর বিরুদ্ধে তোলা হয়েছে, তা ‘স্রেফ সরল মিথ্যা।’
এদিকে, ট্রাম্পকে গোপন নথির মামলায় একপ্রকার ক্লিন চিট দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে একই ধরনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ফেডারেল মামলায়। ট্রাম্প বলেছেন, বাইডেনকে স্টেট ও ফেডারেল মামলা থেকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে। তবে ট্রাম্প কোনো প্রমাণ হাজির করেননি।
ট্রাম্প একটি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এটি এখন প্রমাণ হয়েছে গেছে যে, আমাদের বিচারব্যবস্থা দুই স্তরের হয়ে গেছে এবং এখানে অসাংবিধানিকভাবে বিশেষ উপায়ে বিচার কার্যক্রম চলে।’
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
২ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
৬ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
৭ ঘণ্টা আগে