অর্চি হক
ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা শপিংসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে কী করছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর? এসব বিষয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা। সাক্ষাৎকার নিয়েছেন অর্চি হক।
আজকের পত্রিকা: ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে এগারো শ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভোক্তা অধিকার অধিদপ্তর কী করছে?
বাবলু কুমার সাহা: যারা আন্দোলন বিক্ষোভ করছে, তাদের দাবির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের কাছে যারা অভিযোগ করেছে, তাদের যাতে সর্বোচ্চ সেবা দিতে পারি, সেটা আমরা দেখব। আমাদের সীমাবদ্ধতা আছে। প্রতিটি আইনের একটা সীমানাপ্রাচীর আছে। আমাদের আইনে আছে—এ ধরনের ঘটনায় সর্বোচ্চ শাস্তি ২ লাখ টাকা জরিমানা। এই ২ লাখ টাকা জরিমানা করলে অভিযোগকারী পাবে ৫০ হাজার টাকা। তাহলে যার ১০ লাখ, ২০ লাখ গেছে, তাদের জন্য আমার কী-ইবা করতে পারি? আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হলো যারা এগুলো করছে, তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া। আমাদের আইনে এতটুকুই আছে।
আজকের পত্রিকা: ভোক্তাদের স্বার্থ রক্ষায় এই আইনটাকে কঠোর করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে?
বাবলু কুমার সাহা: এখন এই আইনটা সময়োপযোগী করার প্রক্রিয়া চলছে। আইনটা একবার ক্যাবিনেটে গেছে। ক্যাবিনেট তাদের পর্যবেক্ষণ দেওয়ার পর সেটা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এটা দেখে আবার ক্যাবিনেটে পাঠাবে। তবে আইন যত বড়ই হোক, সেটি বড় কথা নয়। এই অধিদপ্তরের ব্যাপক প্রচার-প্রসার হলেও আমাদের জনবল কিন্তু কম। সারা বাংলাদেশে আমাদের লোকবল মাত্র ২৪০ জন। কর্মকর্তা আছেন ৮৫ জন। ৮৫ জন কর্মকর্তা দিয়ে ১৮ কোটি মানুষকে সেবা দেওয়া কঠিন। তার পরও এই অধিদপ্তর সাধ্যমতো চেষ্টা করছে। যখন সারা বাংলাদেশে সাধারণ ছুটি ছিল, তখনো আমরা কাজ করেছি। ঈদের দিনেও আমাদের কাজ করতে হয়েছে। আমরা চেষ্টা করছি।
আজকের পত্রিকা: ই-কমার্স প্রতিষ্ঠানগুলো নিয়ে করা অভিযোগ নিষ্পত্তিতে কী করছে অধিদপ্তর?
বাবলু কুমার সাহা: আমরা ভোক্তাস্বার্থ দেখার চেষ্টা করি। যেমন ইভ্যালির অধিকাংশ অভিযোগ আমরা নিষ্পত্তি করেছি। দুই পক্ষকে ডেকে বুঝিয়ে মীমাংসা করার এখতিয়ার আছে আমাদের। ইভ্যালির ক্ষেত্রে এটা আমরা করেছি। অভিযোগকারী হয় পণ্য, না হয় টাকা পেয়ে গেছে। কিন্তু ই-অরেঞ্জের ক্ষেত্রে বিষয়টা একেবারেই ভিন্ন। এখানে কোনো মালিকপক্ষই পাওয়া যাচ্ছে না। সে কারণে আমরা অপেক্ষা করছি। দেখা যাক কী হয়। আমাদের অধিদপ্তরের আইন তো খুব বড় নয়। দেশে প্রচলিত আরও অনেক বড় বড় আইন আছে। ভোক্তাদের উদ্দেশে আমার কথা হলো, আপনারা দয়া করে ই-কমার্স প্ল্যাটফর্মগুলো দেখে বুঝে-শুনে তারপর ওদের থেকে পণ্য অর্ডার করুন।
আজকের পত্রিকা: ই-অরেঞ্জ গ্রাহকেরা বলছেন, তাঁরা ইক্যাব সদস্যপদ দেখে এবং পাশাপাশি একজন সাংসদের কথায় আস্থা রেখে প্রতিষ্ঠানটিতে পণ্য অর্ডার করেছিলেন।
বাবলু কুমার সাহা: অন্য কারও বিষয়ে আমি বলতে চাই না। প্রতিষ্ঠানগুলো অর্ধেক দামে পণ্য দেওয়ার নামে ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়েছে। যে পণ্যগুলোর তারা উৎপাদক না, সেটা কীভাবে তারা অর্ধেক মূল্যে দেবে, এ বিষয়টা ক্রেতার উচিত ভেবে দেখে তারপর টাকাটা দেওয়া। মানুষ ২০ লাখ, ৫০ লাখ, কেউ আবার ১ কোটি টাকা দিয়েছে। এরা কি ভোক্তা, নাকি ব্যবসায়ী? একটা মানুষের কয়টা মোটরসাইকেল দরকার? আমি দেখলাম, যাঁরা অভিযোগ করছেন, ৯৯ শতাংশেরই মোটরসাইকেল অর্ডার করা। যুবক, ডেসটিনির ঘটনা আমাদের জানা। ইতিহাস থেকে তো মানুষ শিক্ষা নেয়। তাহলে আমরা কেন শিক্ষা নিচ্ছি না? মুলা ঝুলিয়ে দিল ৭ টাকার জিনিস আপনাকে ৩ টাকায় দেওয়া হবে। আর মানুষও কোটি কোটি টাকা দিয়ে দিল। অধিদপ্তরটার নাম ভোক্তা অধিকার সংরক্ষণ, ব্যবসায়ী অধিকার সংরক্ষণ নয়। একজনের ১৫টা মোটরসাইকেল কেন লাগবে? যুক্তিসংগত কোনো কারণ আছে? এগুলো নিয়েও বিশ্লেষণ করা উচিত।
আজকের পত্রিকা: ভোক্তাকে সচেতন করতে অধিদপ্তর কী করছে?
বাবলু কুমার সাহা: ভোক্তাকে সচেতন করার জন্য আমরা পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছি। আমরা বারবার বলছি, অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলি যাচাই করে নিশ্চিত হয়ে ক্রয় করুন। আমরা নিয়মিতভাবে ভোক্তাদের সচেতন করার চেষ্টা করছি। কখনো সরাসরি মিটিং করে, কখনো পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এই অধিদপ্তর ভোক্তাদের সচেতন করতে কাজ করছে।
ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা শপিংসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে কী করছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর? এসব বিষয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা। সাক্ষাৎকার নিয়েছেন অর্চি হক।
আজকের পত্রিকা: ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে এগারো শ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভোক্তা অধিকার অধিদপ্তর কী করছে?
বাবলু কুমার সাহা: যারা আন্দোলন বিক্ষোভ করছে, তাদের দাবির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের কাছে যারা অভিযোগ করেছে, তাদের যাতে সর্বোচ্চ সেবা দিতে পারি, সেটা আমরা দেখব। আমাদের সীমাবদ্ধতা আছে। প্রতিটি আইনের একটা সীমানাপ্রাচীর আছে। আমাদের আইনে আছে—এ ধরনের ঘটনায় সর্বোচ্চ শাস্তি ২ লাখ টাকা জরিমানা। এই ২ লাখ টাকা জরিমানা করলে অভিযোগকারী পাবে ৫০ হাজার টাকা। তাহলে যার ১০ লাখ, ২০ লাখ গেছে, তাদের জন্য আমার কী-ইবা করতে পারি? আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হলো যারা এগুলো করছে, তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া। আমাদের আইনে এতটুকুই আছে।
আজকের পত্রিকা: ভোক্তাদের স্বার্থ রক্ষায় এই আইনটাকে কঠোর করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে?
বাবলু কুমার সাহা: এখন এই আইনটা সময়োপযোগী করার প্রক্রিয়া চলছে। আইনটা একবার ক্যাবিনেটে গেছে। ক্যাবিনেট তাদের পর্যবেক্ষণ দেওয়ার পর সেটা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এটা দেখে আবার ক্যাবিনেটে পাঠাবে। তবে আইন যত বড়ই হোক, সেটি বড় কথা নয়। এই অধিদপ্তরের ব্যাপক প্রচার-প্রসার হলেও আমাদের জনবল কিন্তু কম। সারা বাংলাদেশে আমাদের লোকবল মাত্র ২৪০ জন। কর্মকর্তা আছেন ৮৫ জন। ৮৫ জন কর্মকর্তা দিয়ে ১৮ কোটি মানুষকে সেবা দেওয়া কঠিন। তার পরও এই অধিদপ্তর সাধ্যমতো চেষ্টা করছে। যখন সারা বাংলাদেশে সাধারণ ছুটি ছিল, তখনো আমরা কাজ করেছি। ঈদের দিনেও আমাদের কাজ করতে হয়েছে। আমরা চেষ্টা করছি।
আজকের পত্রিকা: ই-কমার্স প্রতিষ্ঠানগুলো নিয়ে করা অভিযোগ নিষ্পত্তিতে কী করছে অধিদপ্তর?
বাবলু কুমার সাহা: আমরা ভোক্তাস্বার্থ দেখার চেষ্টা করি। যেমন ইভ্যালির অধিকাংশ অভিযোগ আমরা নিষ্পত্তি করেছি। দুই পক্ষকে ডেকে বুঝিয়ে মীমাংসা করার এখতিয়ার আছে আমাদের। ইভ্যালির ক্ষেত্রে এটা আমরা করেছি। অভিযোগকারী হয় পণ্য, না হয় টাকা পেয়ে গেছে। কিন্তু ই-অরেঞ্জের ক্ষেত্রে বিষয়টা একেবারেই ভিন্ন। এখানে কোনো মালিকপক্ষই পাওয়া যাচ্ছে না। সে কারণে আমরা অপেক্ষা করছি। দেখা যাক কী হয়। আমাদের অধিদপ্তরের আইন তো খুব বড় নয়। দেশে প্রচলিত আরও অনেক বড় বড় আইন আছে। ভোক্তাদের উদ্দেশে আমার কথা হলো, আপনারা দয়া করে ই-কমার্স প্ল্যাটফর্মগুলো দেখে বুঝে-শুনে তারপর ওদের থেকে পণ্য অর্ডার করুন।
আজকের পত্রিকা: ই-অরেঞ্জ গ্রাহকেরা বলছেন, তাঁরা ইক্যাব সদস্যপদ দেখে এবং পাশাপাশি একজন সাংসদের কথায় আস্থা রেখে প্রতিষ্ঠানটিতে পণ্য অর্ডার করেছিলেন।
বাবলু কুমার সাহা: অন্য কারও বিষয়ে আমি বলতে চাই না। প্রতিষ্ঠানগুলো অর্ধেক দামে পণ্য দেওয়ার নামে ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়েছে। যে পণ্যগুলোর তারা উৎপাদক না, সেটা কীভাবে তারা অর্ধেক মূল্যে দেবে, এ বিষয়টা ক্রেতার উচিত ভেবে দেখে তারপর টাকাটা দেওয়া। মানুষ ২০ লাখ, ৫০ লাখ, কেউ আবার ১ কোটি টাকা দিয়েছে। এরা কি ভোক্তা, নাকি ব্যবসায়ী? একটা মানুষের কয়টা মোটরসাইকেল দরকার? আমি দেখলাম, যাঁরা অভিযোগ করছেন, ৯৯ শতাংশেরই মোটরসাইকেল অর্ডার করা। যুবক, ডেসটিনির ঘটনা আমাদের জানা। ইতিহাস থেকে তো মানুষ শিক্ষা নেয়। তাহলে আমরা কেন শিক্ষা নিচ্ছি না? মুলা ঝুলিয়ে দিল ৭ টাকার জিনিস আপনাকে ৩ টাকায় দেওয়া হবে। আর মানুষও কোটি কোটি টাকা দিয়ে দিল। অধিদপ্তরটার নাম ভোক্তা অধিকার সংরক্ষণ, ব্যবসায়ী অধিকার সংরক্ষণ নয়। একজনের ১৫টা মোটরসাইকেল কেন লাগবে? যুক্তিসংগত কোনো কারণ আছে? এগুলো নিয়েও বিশ্লেষণ করা উচিত।
আজকের পত্রিকা: ভোক্তাকে সচেতন করতে অধিদপ্তর কী করছে?
বাবলু কুমার সাহা: ভোক্তাকে সচেতন করার জন্য আমরা পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছি। আমরা বারবার বলছি, অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলি যাচাই করে নিশ্চিত হয়ে ক্রয় করুন। আমরা নিয়মিতভাবে ভোক্তাদের সচেতন করার চেষ্টা করছি। কখনো সরাসরি মিটিং করে, কখনো পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এই অধিদপ্তর ভোক্তাদের সচেতন করতে কাজ করছে।
অন্তর্বর্তী সরকারের ৬ মাস পূর্ণ হচ্ছে ৮ ফেব্রুয়ারি। এ সময়ে দেশের অর্থনীতির অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সাক্ষাৎকার নিয়েছেন আজকের পত্রিকার বাণিজ্য সম্পাদক শাহ আলম খান।
০৬ ফেব্রুয়ারি ২০২৫সম্প্রতি ঠাকুরগাঁওয়ে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারের বিস্তারিত অংশ আজকের পত্রিকার পাঠকদের জন্য তুলে ধরা হলো।
০১ ফেব্রুয়ারি ২০২৫সংস্কারের জন্য অনেকগুলো কমিশন করেছে অন্তর্বর্তী সরকার। গুরুত্বপূর্ণ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পেয়েছেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। আজ বুধবার প্রতিবেদন দিচ্ছে তারা। কমিশনের কাজ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন...
১৫ জানুয়ারি ২০২৫প্রধান উপদেষ্টা মনে করেন, সংস্কার ও বছরের শেষ নাগাদ বা আগামী বছরের প্রথমার্ধে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে তাঁর বোঝাপড়ার কোনো ঘাটতি নেই। গত ২৯ ডিসেম্বর (২০২৪) ইংরেজি দৈনিক নিউ এজের সঙ্গে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। ঢাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বাং
০৭ জানুয়ারি ২০২৫