মুফতি ইশমাম আহমেদ
প্রশ্ন: আমাদের বাড়ির ছাদে পানি জমিয়ে রাখার জন্য একটি ট্যাংক আছে। অজু-গোসল ও টয়লেটের কাজে ওই পানি ব্যবহার করা হয়। কয়েক দিন আগে ট্যাংকের ভেতরে একটি মরা ইঁদুর পাই আমরা। সেটি ফুলে-ফেটে গেছে। এখন আমার প্রশ্ন হলো, ইঁদুরটির কারণে ট্যাংকের সব পানি কি অপবিত্র হয়ে যাবে? এ ক্ষেত্রে করণীয় কী? শেখ হামিদুল্লাহ, বরিশাল
উত্তর: পানির ট্যাংকটি যদি ১০০ বর্গহাত বা এর চেয়ে বড় হয়, তাহলে তাতে অপবিত্র বস্তু পড়লে পানির রং, স্বাদ ও গন্ধ পরিবর্তন না হওয়া পর্যন্ত পানি অপবিত্র হবে না। তবে যদি পানির উল্লিখিত তিন বৈশিষ্ট্যে পরিবর্তন আসে, তাহলে পানি অপবিত্র হয়ে যাবে। অপবিত্র বস্তুটি বের করার পর পুরো পানি বের করে ট্যাংক পরিষ্কার করতে হবে।
আর পানির ট্যাংক যদি ১০০ বর্গহাতের চেয়ে ছোট হয়, তাহলে অপবিত্র বস্তু পড়লে সঙ্গে সঙ্গে ট্যাংকের সব পানি অপবিত্র হয়ে যাবে। এই পানি দিয়ে অজু-গোসল কিছুই করা বৈধ হবে না। এই পরিস্থিতিতে ট্যাংকের পানি দুইভাবে পবিত্র করা যাবে। এক. অপবিত্র বস্তুটি বের করার পর ট্যাংকের সব পানি বের করে ফেলতে হবে।
দুই. অপবিত্র বস্তুটি বের করার পর পাইপ বা নলের মাধ্যমে বেশি করে পানি প্রবাহিত করে দিতে হবে, যাতে সব অপবিত্র পানি বের হয়ে যায়। (ফাতাওয়া শামি: ১ / ১৯৫; আহসানুল ফাতাওয়া: ২ / ৪৯; আলাতে জাদিদা কি শারয়ি আহকাম: ১৯৬)
আর প্রশ্নে উল্লিখিত ইঁদুরটি কখন ট্যাংকে পড়েছে, তা জানা না থাকলে সতর্কতা হিসেবে তিন দিন তিন রাতের নামাজ কাজা আদায় করে নিতে হবে। (ফাতওয়া কাসেমিয়া: ৫/১৫১)
উত্তর দিয়েছেন, মুফতি ইশমাম আহমেদ, শিক্ষক ও ফতোয়া গবেষক
প্রশ্ন: আমাদের বাড়ির ছাদে পানি জমিয়ে রাখার জন্য একটি ট্যাংক আছে। অজু-গোসল ও টয়লেটের কাজে ওই পানি ব্যবহার করা হয়। কয়েক দিন আগে ট্যাংকের ভেতরে একটি মরা ইঁদুর পাই আমরা। সেটি ফুলে-ফেটে গেছে। এখন আমার প্রশ্ন হলো, ইঁদুরটির কারণে ট্যাংকের সব পানি কি অপবিত্র হয়ে যাবে? এ ক্ষেত্রে করণীয় কী? শেখ হামিদুল্লাহ, বরিশাল
উত্তর: পানির ট্যাংকটি যদি ১০০ বর্গহাত বা এর চেয়ে বড় হয়, তাহলে তাতে অপবিত্র বস্তু পড়লে পানির রং, স্বাদ ও গন্ধ পরিবর্তন না হওয়া পর্যন্ত পানি অপবিত্র হবে না। তবে যদি পানির উল্লিখিত তিন বৈশিষ্ট্যে পরিবর্তন আসে, তাহলে পানি অপবিত্র হয়ে যাবে। অপবিত্র বস্তুটি বের করার পর পুরো পানি বের করে ট্যাংক পরিষ্কার করতে হবে।
আর পানির ট্যাংক যদি ১০০ বর্গহাতের চেয়ে ছোট হয়, তাহলে অপবিত্র বস্তু পড়লে সঙ্গে সঙ্গে ট্যাংকের সব পানি অপবিত্র হয়ে যাবে। এই পানি দিয়ে অজু-গোসল কিছুই করা বৈধ হবে না। এই পরিস্থিতিতে ট্যাংকের পানি দুইভাবে পবিত্র করা যাবে। এক. অপবিত্র বস্তুটি বের করার পর ট্যাংকের সব পানি বের করে ফেলতে হবে।
দুই. অপবিত্র বস্তুটি বের করার পর পাইপ বা নলের মাধ্যমে বেশি করে পানি প্রবাহিত করে দিতে হবে, যাতে সব অপবিত্র পানি বের হয়ে যায়। (ফাতাওয়া শামি: ১ / ১৯৫; আহসানুল ফাতাওয়া: ২ / ৪৯; আলাতে জাদিদা কি শারয়ি আহকাম: ১৯৬)
আর প্রশ্নে উল্লিখিত ইঁদুরটি কখন ট্যাংকে পড়েছে, তা জানা না থাকলে সতর্কতা হিসেবে তিন দিন তিন রাতের নামাজ কাজা আদায় করে নিতে হবে। (ফাতওয়া কাসেমিয়া: ৫/১৫১)
উত্তর দিয়েছেন, মুফতি ইশমাম আহমেদ, শিক্ষক ও ফতোয়া গবেষক
নামাজের ইমামতি শুদ্ধ হওয়ার জন্য কয়েকটি শর্ত পূরণ করা আবশ্যক। প্রাথমিক শর্তের মধ্যে রয়েছে পুরুষ হওয়া, মুসলমান হওয়া ও বালেগ হওয়া। (সুনানে কুবরা লিল-বায়হাকি: ৬০৬৯) এ ছাড়া মানসিকভাবে সুস্থ হওয়াও আবশ্যক।
১৮ ঘণ্টা আগেপূর্ণ ধৈর্য ধারণ করে ইসলামের মহত্ত তুলে ধরার বিকল্প নেই। আল্লাহ তাআলা বলেন, ‘সুসংবাদ দাও ধৈর্যশীলদের। যাদের ওপরে কোনো বিপদ এলে তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর দিকেই আমরা ফিরে যাব।
২ দিন আগেদুনিয়ার সফরের শেষ গন্তব্য মৃত্যু। মৃত্যু এক অপ্রিয় সত্য, যা সুনিশ্চিত অনিবার্য ও অবশ্যম্ভাবী। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।’ (সুরা আলে ইমরান: ১৮৫)
৩ দিন আগেএকজন মুমিনের জন্য তার জীবনকে ইসলামের নির্দেশনা মোতাবেক পরিচালিত করা এবং ইসলামে যা কিছু নিষিদ্ধ, তা ত্যাগ করা আবশ্যক। হাদিস শরিফে এটাকে উত্তম ধার্মিকতা আখ্যা দেওয়া হয়েছে। হজরত আবু জর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন...
৪ দিন আগে