সানা উল্লাহ মুহাম্মাদ কাউসার
প্রযুক্তির কল্যাণে অথবা মানুষের প্রয়োজনে দৈনন্দিন জীবনে আমাদের সামনে এমন অনেক বিষয় আসে, তেমনি একটি মাসআলা হলো, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করা যাবে কি না।
ইসলামে সব ধরনের বেআইনি কাজই নিষিদ্ধ। ইসলাম ধর্মে আঘাত হানছে না বা ক্ষতি করছে না এমন যেকোনো রাষ্ট্রীয় ও আইনি বিধি-নিষেধ সর্বসাধারণের মেনে চলা আবশ্যক। ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে সাধারণত যেসব অপরাধ হয়ে থাকে, তা হলো—
» মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হয়।
» সমাজে অস্থিতিশীলতা তৈরি করা হয়। দাঙ্গা-হাঙ্গামাসহ নানা ধরনের অনৈতিক, অসামাজিক ও অনৈসলামিক অপরাধ ঘটানো হয়।
» দেশদ্রোহী কর্মকাণ্ড পরিচালনা করা হয়।
» ব্যক্তিগত আক্রোশ, অশ্লীল মন্তব্যসহ উসকানিমূলক কাজ করা হয়।
» গুজব ও মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়।
» ধর্মীয় বিদ্বেষ, উসকানিসহ অবমাননাকর লেখা, মন্তব্য ইত্যাদি করা হয়।
এসব কারণে ভুয়া আইডি ব্যবহার করা উচিত নয়। কারণ ভুয়া আইডি ফেসবুক কর্তৃপক্ষের কাছে যেমন বেআইনি; তেমনি দেশীয় আইনেও এর ব্যবহার বেআইনি। এ ধরনের আইডি ব্যবহার প্রতারণার শামিল। প্রতারণা বা ধোঁকাবাজি ইসলামে জায়েজ নেই। রাসুল (সা.) বলেন, ‘যে প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়।’ (মুসলিম: ১০২)।
তিনি (সা.) আরও বলেন, ‘নিশ্চয়ই প্রতারণাকারীর জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটি পতাকা উত্তোলন করবেন। তখন বলা হবে, এটি অমুকের ধোঁকাবাজির পতাকা।’ (বুখারি: ৬৯৬৬; মুসলিম: ৪৪২৫)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
প্রযুক্তির কল্যাণে অথবা মানুষের প্রয়োজনে দৈনন্দিন জীবনে আমাদের সামনে এমন অনেক বিষয় আসে, তেমনি একটি মাসআলা হলো, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করা যাবে কি না।
ইসলামে সব ধরনের বেআইনি কাজই নিষিদ্ধ। ইসলাম ধর্মে আঘাত হানছে না বা ক্ষতি করছে না এমন যেকোনো রাষ্ট্রীয় ও আইনি বিধি-নিষেধ সর্বসাধারণের মেনে চলা আবশ্যক। ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে সাধারণত যেসব অপরাধ হয়ে থাকে, তা হলো—
» মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হয়।
» সমাজে অস্থিতিশীলতা তৈরি করা হয়। দাঙ্গা-হাঙ্গামাসহ নানা ধরনের অনৈতিক, অসামাজিক ও অনৈসলামিক অপরাধ ঘটানো হয়।
» দেশদ্রোহী কর্মকাণ্ড পরিচালনা করা হয়।
» ব্যক্তিগত আক্রোশ, অশ্লীল মন্তব্যসহ উসকানিমূলক কাজ করা হয়।
» গুজব ও মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়।
» ধর্মীয় বিদ্বেষ, উসকানিসহ অবমাননাকর লেখা, মন্তব্য ইত্যাদি করা হয়।
এসব কারণে ভুয়া আইডি ব্যবহার করা উচিত নয়। কারণ ভুয়া আইডি ফেসবুক কর্তৃপক্ষের কাছে যেমন বেআইনি; তেমনি দেশীয় আইনেও এর ব্যবহার বেআইনি। এ ধরনের আইডি ব্যবহার প্রতারণার শামিল। প্রতারণা বা ধোঁকাবাজি ইসলামে জায়েজ নেই। রাসুল (সা.) বলেন, ‘যে প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়।’ (মুসলিম: ১০২)।
তিনি (সা.) আরও বলেন, ‘নিশ্চয়ই প্রতারণাকারীর জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটি পতাকা উত্তোলন করবেন। তখন বলা হবে, এটি অমুকের ধোঁকাবাজির পতাকা।’ (বুখারি: ৬৯৬৬; মুসলিম: ৪৪২৫)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
বাড়ি নির্মাণ হচ্ছে। রাস্তার ওপর ইট, বালু, সুরকি ফেলে রাখা হয়েছে। মানুষের চলাফেরা করতে ভীষণ কষ্ট। প্রভাবশালী বলে কেউ কিছু বলছে না। বললেও তিনি কানেই নেন না। পানির মোটর ছেড়ে রাখা হয়েছে। পানিতে ভেসে যাচ্ছে রাস্তা। লোকজনের চলাচলে...
৯ ঘণ্টা আগেপবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে নিজের প্রিয় বান্দাদের আলোচনা করেছেন। অনেক স্থানে আবার অপছন্দের ব্যক্তিদের কথাও তুলে ধরেছেন। এখানে কোরআনে বর্ণিত আল্লাহর অপছন্দের ব্যক্তিদের কথা আলোচনা করা হলো।
১ দিন আগেআল্লাহর ভালোবাসা পাওয়া মুমিনের সবচেয়ে বড় অর্জন। তাঁর প্রিয় হতে চাইলে তাঁর আনুগত্য করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কিছু গুণের কথা বলেছেন, যা অর্জনকারীকে তিনি ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন।
২ দিন আগেসন্ধ্যাবেলার কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। মহানবী (সা.) সাহাবিদের এসব আমল করার উপদেশ দিতেন। এখানে কয়েকটি আমলের
৩ দিন আগে