ড. মো. শাহজাহান কবীর
মানবজীবনের প্রতিটি কাজেই রয়েছে কল্যাণ ও সওয়াব। ইসলামে উত্তম কথাও একধরনের সদকা। তাই পারস্পরিক কথাবার্তা বা আলাপচারিতায় সুন্দর ও কোমল ভাষায় সম্বোধন করা মুমিনের কর্তব্য। আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করো।’ (সুরা বাকারা: ৮৩)
এক মুসলমানের সঙ্গে অন্য মুসলমানের আন্তরিকতাপূর্ণ সম্পর্ক, সৌজন্যবোধ ও হাসিমুখে সাক্ষাৎ তার উত্তম চরিত্রের পরিচয় বহন করে। উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিই পরিপূর্ণ ইমানদার। আর ইমানদার ব্যক্তির প্রতিটি কাজই হবে সওয়াবের ও কল্যাণের। হাদিসে মহানবী (সা.) এরশাদ করেন, ‘তোমার কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা সওয়াবের কাজ।’ (তিরমিজি)
কোমল ভাষা মানুষের মনে জমে থাকা ক্ষোভ নিঃশেষ করে দেয়। আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘আমার বান্দাদের বলে দিন, তারা যেন উত্তম কথাই বলে। শয়তান তাদের মাঝে সংঘর্ষ তৈরি করে।’ (সুরা বনি ইসরাইল: ৫৩)
দাম্পত্যজীবনে স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক। তাই কেউ কারও সঙ্গে এমনভাবে কথা বলবে না, যা অন্যজনের মনঃকষ্টের কারণ হয়। স্বামীকে সম্মান করতে হবে। স্ত্রীকে ভালোবাসতে হবে। কারণ আল্লাহ তাআলা স্বামীকে দায়িত্বশীল বানিয়েছেন।
স্ত্রী সংসারের ভিত্তি। স্বামীর জন্য বরকত। স্ত্রীর প্রতি নম্র থাকতে হবে। নীরবে কিংবা প্রকাশ্যে অপমান করা যাবে না। গালি কিংবা তিরস্কার করা যাবে না। মানুষ যখন ভালো কথা শোনে, তখন তার অন্তর মধুর হয়ে ওঠে। ভালোবাসায় হৃদয় ভরে যায়। কথা বলার ভাষা যদি সুন্দর ও মার্জিত হয়, তাহলে তা আরও বেশি শ্রুতিমধুর হয়। হৃদয়গ্রাহী হয়ে ওঠে।
লেখক: বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
মানবজীবনের প্রতিটি কাজেই রয়েছে কল্যাণ ও সওয়াব। ইসলামে উত্তম কথাও একধরনের সদকা। তাই পারস্পরিক কথাবার্তা বা আলাপচারিতায় সুন্দর ও কোমল ভাষায় সম্বোধন করা মুমিনের কর্তব্য। আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করো।’ (সুরা বাকারা: ৮৩)
এক মুসলমানের সঙ্গে অন্য মুসলমানের আন্তরিকতাপূর্ণ সম্পর্ক, সৌজন্যবোধ ও হাসিমুখে সাক্ষাৎ তার উত্তম চরিত্রের পরিচয় বহন করে। উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিই পরিপূর্ণ ইমানদার। আর ইমানদার ব্যক্তির প্রতিটি কাজই হবে সওয়াবের ও কল্যাণের। হাদিসে মহানবী (সা.) এরশাদ করেন, ‘তোমার কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা সওয়াবের কাজ।’ (তিরমিজি)
কোমল ভাষা মানুষের মনে জমে থাকা ক্ষোভ নিঃশেষ করে দেয়। আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘আমার বান্দাদের বলে দিন, তারা যেন উত্তম কথাই বলে। শয়তান তাদের মাঝে সংঘর্ষ তৈরি করে।’ (সুরা বনি ইসরাইল: ৫৩)
দাম্পত্যজীবনে স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক। তাই কেউ কারও সঙ্গে এমনভাবে কথা বলবে না, যা অন্যজনের মনঃকষ্টের কারণ হয়। স্বামীকে সম্মান করতে হবে। স্ত্রীকে ভালোবাসতে হবে। কারণ আল্লাহ তাআলা স্বামীকে দায়িত্বশীল বানিয়েছেন।
স্ত্রী সংসারের ভিত্তি। স্বামীর জন্য বরকত। স্ত্রীর প্রতি নম্র থাকতে হবে। নীরবে কিংবা প্রকাশ্যে অপমান করা যাবে না। গালি কিংবা তিরস্কার করা যাবে না। মানুষ যখন ভালো কথা শোনে, তখন তার অন্তর মধুর হয়ে ওঠে। ভালোবাসায় হৃদয় ভরে যায়। কথা বলার ভাষা যদি সুন্দর ও মার্জিত হয়, তাহলে তা আরও বেশি শ্রুতিমধুর হয়। হৃদয়গ্রাহী হয়ে ওঠে।
লেখক: বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ভ্রমণের সময় নামাজের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছে ইসলাম। কোনো ব্যক্তি নিজের আবাসস্থল থেকে ৪৮ মাইল তথা ৭৮ কিলোমিটার দূরের কোনো গন্তব্যে ভ্রমণের নিয়তে বের হয়ে তাঁর এলাকা পেরিয়ে গেলেই শরিয়তের দৃষ্টিতে সে মুসাফির হয়ে যায়। (জাওয়াহিরুল ফিকহ: ১/৪৩৬)
৪ ঘণ্টা আগেজুবাইদা বিনতে জাফর ইবনে মানসুর পঞ্চম আব্বাসি খলিফা হারুনুর রশিদের স্ত্রী ও জাফর ইবনুল মানসুরের কন্যা। তাঁর মা ছিলেন আল-খায়জুরানের বড় বোন সালসাল ইবনে আত্তা। জুবাইদার আসল নাম আমাতুল আজিজ। দাদা আল-মানসুর তাঁকে আদর করে জুবাইদা (ছোট মাখনের টুকরা) নামে ডাকতেন এবং এ নামেই তিনি ইতিহাসে বিখ্যাত।
১ দিন আগেকুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে দেশের জন্য এ গৌরব বয়ে আনেন তিনি।
১ দিন আগে