৪৭তম বিসিএসে বসতে আবেদন করবেন যেভাবে

মাসুম কামাল
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৬: ৩০
Thumbnail image
সরকারি কর্ম কমিশন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার শূন্য পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭টি। গত ২৯ ডিসেম্বর সকাল ১০টায় আবেদন শুরু হয়ে চলবে ২০২৫ সালের ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেছেন ৪১তম বিসিএসের শিক্ষা ক্যাডারের মাসুম কামাল

সার্কুলারটি ভালোভাবে পড়ুন

প্রথমেই পিএসসির ওয়েবসাইট থেকে ৪৭তম বিসিএসের সার্কুলারটি ডাউনলোড করুন এবং সংরক্ষণ করুন। এরপর সার্কুলারটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ুন। এতে আবেদনের শর্ত, বিভিন্ন ক্যাডারের পদসংখ্যা, যোগ্যতা ও অন্যান্য বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন।

ক্যাডার চয়েস করুন

বিসিএসে কারিগরি বা পেশাগত ও সাধারণ মিলিয়ে মোট ২৬টি ক্যাডার রয়েছে। প্রতিটি ক্যাডারের দায়িত্ব, সুযোগ-সুবিধা এবং চ্যালেঞ্জ আলাদা। জ্যেষ্ঠদের কাছ থেকে বা অনলাইনের বিভিন্ন মাধ্যম (পত্রিকা, ফেসবুক, ইউটিউব) থেকে ক্যাডারগুলোর বিস্তারিত জেনে নিন। মনে রাখবেন, একবার ক্যাডার চয়েস দেওয়ার পর তা পরিবর্তনের সুযোগ নেই। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে রাখুন

আবেদনের জন্য আপনাকে ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার তথ্য জমা দিতে হবে। তাই এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্সের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র হাতের কাছে রাখুন।

মাসুম কামাল
মাসুম কামাল

ছবি ও স্বাক্ষর

আবেদনের জন্য সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (৩০০/৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০/৮০ পিক্সেল) প্রয়োজন। নির্ধারিত ফরম্যাটে ছবি ও স্বাক্ষর সাইজ করে কম্পিউটারে অভিজ্ঞ কারও সাহায্য নিন। এগুলো ফোন বা পেনড্রাইভে সংরক্ষণ করুন, কারণ আবেদন থেকে যোগদান পর্যন্ত এগুলো দরকার হতে পারে।

আবেদন নিজে করুন

সম্ভব হলে নিজের আবেদন নিজেই সম্পন্ন করুন। অন্য কারও সাহায্য নিলে আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য যাচাই করে নিন। ভুল তথ্য দিয়ে আবেদন করলে সমস্যা

হতে পারে।

কেন্দ্র নির্বাচন

বিসিএস পরীক্ষা আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা একই কেন্দ্রে দিতে হবে এবং কেন্দ্র পরিবর্তনের সুযোগ নেই। তাই নিজের সুবিধাজনক পরীক্ষার কেন্দ্র নির্বাচন করুন।

ভুল হলে করণীয়

আবেদনে কোনো ভুল হলে নতুন করে আবেদন করুন। তবে অবশ্যই পেমেন্টের আগে এটি করতে হবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর নতুন করে আবেদন করার সুযোগ থাকবে না। প্রয়োজনে পিএসসির সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।

পরীক্ষার আসন বিন্যাস এলোমেলো করে বসানো হয়। তাই একই সঙ্গে আবেদন করলে একসঙ্গে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, এমন ধারণা থেকে বিরত থাকুন। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে সময়মতো সব তথ্য যাচাই করে আবেদন সম্পন্ন করুন। সবার জন্য শুভ কামনা রইল।

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত