স্বপ্ন দেখা কখনোই ছেড়ে দিয়ো না

আবিদা সুলতানা শামীমা
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১০: ২৮

জোডি আরকুহার্ট উত্তর আমেরিকার অন্যতম প্রধান বক্তা। একজন অনুপ্রেরণামূলক বক্তা এবং সাবেক স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে তাঁর অভিজ্ঞতা থেকে কথা বলেন। তিনি প্রচুর হাস্যরসের সঙ্গে তাঁর বক্তব্য উপস্থাপন করেন, যা তাঁর কথাগুলো শ্রোতাদের কাছে স্মরণীয় করে তোলে। তাঁর কথা শুনে অসংখ্য মানুষ তাঁদের স্বপ্নপূরণের অনুপ্রেরণা পেয়েছেন।

নারী ও তরুণদের উদ্দেশে দেওয়া তাঁর পরামর্শমূলক বক্তব্যের কিছু গুরুত্বপূর্ণ উক্তি নিয়ে থাকছে আজকের আয়োজন।

যখন তুমি সাহসের সঙ্গে জীবনের প্রতিকূলতাকে মোকাবিলা করতে পারবে, কেবল তখনই তোমার নিজের এবং অন্যদের জীবন পরিবর্তন করতে পারবে। বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী প্রেরণামূলক বক্তৃতা কখনোই সাধারণ কিছু নির্ধারণ করে না, বরং প্রতিকূলতা সত্ত্বেও সর্বদা তা দারুণ কিছু বয়ে আনে। আমরা সেই সব লোকের দ্বারাই অনুপ্রাণিত হই, যাঁরা প্রতিকূলতা ও কাঠিন্যকে মোকাবিলা করেছেন এবং কখনোই হাল ছেড়ে দেননি। 

জীবনে ঝড় আসে শেখানোর জন্য
ভাগ্য গুরুত্বপূর্ণ, কিন্তু জীবন তখনই অর্থবহ হয়, যখন তা অতিক্রান্ত হয় অভিজ্ঞতার মধ্য দিয়ে। মাঝেমধ্যে চাপমুক্ত থাকার একমাত্র উপায় হচ্ছে চাপের মধ্য দিয়ে যাওয়া; জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য সংগ্রাম করা। অনেক সময় জীবনে নানা ঝড়ঝাপটা আসে। তবে সেটা আসে আমাদের কিছু শেখানোর জন্য। সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি অথবা সেই শিক্ষাকে অস্বীকার করতে পারি।

অসাধারণ ব্যক্তিদের কাজই হলো সংগ্রাম করা
বিবর্তনবাদী দৃষ্টিতে মানব মনের প্রাথমিক লক্ষ্য হচ্ছে নিরাপদে থাকা। এই প্রাথমিক বা মৌলিক লক্ষ্য মাঝে মাঝে মানুষকে ‘সেলফ স্যাবোটাজ’ (আত্মঘাতী) করে তোলে। কারণ, ঝুঁকি এড়িয়ে নিজের কমফোর্ট জোনে থাকাটাই অধিক সহজ। যদিও গুরুত্বপূর্ণ বা অসামান্য কোনো কিছুই মধ্যম বা গড়পড়তা অবস্থা থেকে আসতে পারে না। সংগ্রাম করা, কঠোরভাবে চেষ্টা করা—এগুলো অসাধারণের ব্যক্তিত্বের জন্যই হয়ে থাকে। আর প্রচলিত নিয়মে অভ্যস্ত ব্যক্তিদের জন্য রয়েছে এই সবকিছু থেকে অব্যাহতি বা মুক্তি। অর্থাৎ, তাদের এই কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় না।

জোডি আরকুহার্ট বলেন, নিচের উক্তিগুলো আমি লিখেছি কিছু সংগ্রামী ব্যক্তি থেকে অনুপ্রাণিত হয়ে। একজন অনুপ্রেরণামূলক বক্তা হিসেবে আমি অনেক মানুষের সঙ্গে পরিচিত হয়েছি যারা দুর্ভাগ্যের মধ্য দিয়ে অতিক্রম করেছে এবং নিজেদের সমৃদ্ধ করেছে। বিষণ্নতার মাঝে শক্তি খুঁজে পেতে; ভয়কে জয় করতে এবং নিজের স্বপ্নের মাঝে বাঁচতে সাহায্য করতে পারে নিম্নলিখিত প্রেরণাদায়ক উক্তিগুলো। সেগুলো হলো–

» কখনো স্বপ্ন দেখা ছেড়ে দিয়ো না। সাহসিকতার সঙ্গে তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও। 
» শক্তভাবে দাঁড়াও এবং বিশ্বকে দেখিয়ে দাও তুমি কী করতে পারো। 
» পৃথিবী যখন তোমাকে হারিয়ে দেয়, তখন ঘুরে দাঁড়ানোর একটি কারণ খুঁজে বের করো। সফলতার পথকে কখনো ছেড়ে দিয়ো না। 
» চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো এবং পুনরায় চেষ্টা করো 
» ব্যর্থতা দিয়ে নয়, সফলতার ধারণা দিয়ে তোমার অন্তরকে পরিপূর্ণ করো। 
» মনে রেখো, একটি উপায়েই তুমি ব্যর্থ হতে পারো, আর সেটা হচ্ছে—চেষ্টা ছেড়ে দেওয়া। 
» তুমি ভিতু নও, তুমি সাহসী; তুমি দুর্বল নও, তুমি শক্তিশালী; তুমি সাধারণ নও, তুমি অনন্য। 
» পিছু হটো না, চেষ্টা করা ছেড়ে দিয়ো না। 
» তুমি যখন অতীতের দিকে তাকাবে, তখন অনুতাপ করো না। নিজের ওপর বিশ্বাস রাখো, ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখো। তুমি তোমার রাস্তা অবশ্যই পেয়ে যাবে। 
» যে আগুন তোমার ভেতরটাকে পোড়াচ্ছে, তা খুব শক্তিশালী। সে অপেক্ষা করছে তোমার উজ্জ্বলভাবে জ্বলে ওঠার জন্য। অনেক বড় কিছু করার জন্য তুমি এই পৃথিবীতে এসেছ। 
» নিজের স্বপ্নকে অনুসরণ করা একই সঙ্গে ভয়ংকর এবং রোমাঞ্চকর হতে পারে। 
» সাহসিকতা ভয়কে মোকাবিলা করে। ব্যর্থতার ভয় অধিকাংশ মানুষকে পেছনে টেনে রাখে। তুমি সেই মানুষদের অন্তর্ভুক্ত নও। 
» অন্যদের তোমার পরিকল্পনা সম্পর্কে যুক্তি দিয়ে সুন্দরভাবে বোঝাও, যেন সেগুলো বাস্তব হয়ে ধরা দেয়।
» বেশির ভাগ মানুষ সন্দেহাতীত বিষয়, যা অবশ্যম্ভাবী তা আয়ত্ত করে। তুমি এমন কিছু সৃষ্টি কোরো, যা আগে কেউ করেনি। এটা দুঃসাহসী, এটা সুন্দর এবং এটাই তুমি। 
» তুমি তোমার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা কোরো এবং দেখো, স্বপ্নগুলো সত্যি হয়ে ধরা দিচ্ছে। সফলতা কেবল তোমারই। 
» স্বপ্নের উদ্দেশে বেরিয়ে পড়ো; এবার তোমার পালা। 

জোডি আরকুহার্ট, কানাডিয়ান মোটিভেশনাল স্পিকার

অনুবাদ: আবিদা সুলতানা শামীমা

সূত্র: আইডিওইন্সপায়ার 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত