প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-৬২

গাজী মিজানুর রহমান
প্রকাশ : ৩১ মে ২০২২, ০৮: ৪৯

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত আজকের পত্রিকার সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ বিজ্ঞান বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো।

১. ‘দুধকে ছানায় পরিণত করা’ কোন ধরনের পরিবর্তন?
    ক) ভৌত পরিবর্তন
    খ) রাসায়নিক পরিবর্তন
    গ) অবস্থাগত পরিবর্তন
    ঘ) ক + গ উভয়ই

২. প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌল কোনটি?
    ক) হাইড্রোজেন
    খ) হিলিয়াম
    গ) আর্গন    ঘ) ইউরেনিয়াম

৩. সর্বশেষ আবিষ্কৃত মৌল—
    ক) রেডনেপ্টিয়াম
    খ) ইউরেনিয়াম
    গ) আনানসেপ্টিয়াম
    ঘ) সেলিনিয়াম

৪. ‘গ্রাফিন’ কিসের রূপভেদ?
    ক) ক্রিপটন    খ) জেনন
    গ) কার্বন    ঘ) রেডন

৫. ‘নিষ্ক্রিয় মৌল’ কোনটি?
    ক) আর্সেনিক    খ) বোরন
    গ) আর্গন    ঘ) সিলিকন

৬. প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতু কতটি?
    ক) ৬০টি    খ) ৭০টি
    গ) ৭৫টি    ঘ) ৫৭টি

৭. কোনটিতে আঘাত করলে শব্দ হয় না?
    ক) পারদ    খ) দস্তা
    গ) অ্যান্টিমোনি
    ঘ) সোডিয়াম

৮. কোন অধাতু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়?
    ক) পারদ    খ) ব্রোমিন
    গ) কার্বন    ঘ) ফ্লোরিন

৯. কোন মৌলিক কণিকাটি ধনাত্মক চার্জ বা আধানযুক্ত?
    ক) ইলেকট্রন    খ) নিউট্রন
    গ) প্রোটন    ঘ) নিউক্লিয়াস

১০. বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ—
    ক) প্রায় দুই গুণ বেশি
    খ) সমান
    গ) প্রায় তিন গুণ বেশি
    ঘ) প্রায় চার গুণ বেশি

১১. পারমাণবিক বোমা কোন নীতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে?
    ক) ফিশন    খ) ফিউশন
    গ) পারমাণবিক চুল্লি
    ঘ) নিউক্লীয় রি-অ্যাক্টর

১২. কে নিউট্রন আবিষ্কার করেন?
    ক) রাদারফোর্ড
    খ) চ্যাডউইক
    গ) জন ডাল্টন
    ঘ) থমসন

১৩. যেসব পরমাণুর প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা সমান, তাদের বলা হয়—
    ক) আইসোটোপ
    খ) আইসোবার
    গ) আইসোমার
    ঘ) আইসোটন

১৪. বেতার তরঙ্গ কোথায় প্রতিফলিত হয়?
    ক) ট্রপোমণ্ডল
    খ) স্ট্রাটোমণ্ডল
    গ) এক্সোমণ্ডল
    ঘ) আয়নোস্ফিয়ার

১৫. বায়ুমণ্ডলের কোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসতে বাধা দেয়?
    ক) নাইট্রোজেন        খ) হাইড্রোজেন
    গ) ওজোন
    ঘ) কার্বন ডাই-অক্সাইড

১৬. কোনটি রূপান্তরিত কাণ্ড?
    ক) পাথরকুচি     খ) পেঁয়াজ 
    গ) মিষ্টি আলু    ঘ) ফণীমনসা

১৭. সালোকসংশ্লেষণ উদ্ভিদের কোথায় ঘটে?
    ক) ক্লোরোফিলে
    খ) কাণ্ডে
    গ) প্লাস্টিডে
    ঘ) প্লাস্টিকে

১৮. উদ্যান পালনবিদ্যার সঙ্গে কোনটি সম্পর্কিত?
    ক) পিসিকালচার
    খ) এপিকালচার
    গ) সেরিকালচার
    ঘ) হর্টিকালচার

১৯. পারমাণবিক বোমা কে আবিষ্কার করেন?
    ক) চার্লস ব্যাবেজ
    খ) নিউটন
    গ) ওপেন হেইমার
    ঘ) আইনস্টাইন

২০. সংকর ধাতু পিতলে কী থাকে?
    ক) তামা ও দস্তা
    খ) লোহা ও তামা
    গ) তামা ও টিন
    ঘ) তামা ও ব্রোঞ্জ 

উত্তরমালা: ১. খ ২. ঘ ৩. গ ৪. গ ৫. গ ৬. খ ৭. গ ৮. খ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০. ক।

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট ০১-৬১ পর্যন্ত - এখানে ক্লিক করুন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত