Ajker Patrika

নমুনা ভাইভা: দেশে আইটির সম্ভাবনা কেমন

নমুনা ভাইভা: দেশে আইটির সম্ভাবনা কেমন

মতিন সরকার নিশাত ৪০তম বিসিএসে শিক্ষা ক্যাডারে (অ্যাকাউন্টিং) উত্তীর্ণ হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিষয়ে অনার্স ও মাস্টার্স করেছেন। তাঁর ৪০তম বিসিএস ভাইভা অভিজ্ঞতার আলোকে একটি নমুনা ভাইভা তুলে ধরা হলো:

আমি: স্যার, আসসালামু আলাইকুম। আসতে পারি? 
চেয়ারম্যান: ওয়ালাইকুম-আসসালাম। আসুন, বসুন।

চেয়ারম্যান: বঙ্গবন্ধুর একটি ছবি দেখিয়ে বললেন, এ ছবিটি কোথায় তোলা? এ জায়গার নাম কী? 
আমি: স্যার, যদি ভুল না হয়ে থাকে, এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সময়কার ছবি। এ ছবিটি ইংল্যান্ডের এয়ারপোর্টে যখন তিনি ল্যান্ড করেন, সে সময়কার ছবি। সম্ভবত বিমানবন্দরের নাম হিথ্রো বিমানবন্দর।

চেয়ারম্যান: (অন্য একটি ছবি দেখিয়ে) ছবিতে বঙ্গবন্ধু যে ভদ্রলোকের সঙ্গে হাত মেলাচ্ছেন, তিনি কে? 
আমি: স্যার, উনি তৎকালীন সময়ের ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। ওনার নাম এডওয়ার্ড...স্যরি স্যার, পুরো নামটা মনে আসছে না।

চেয়ারম্যান: এডওয়ার্ড হিথ।চেয়ারম্যান: ধর্মপাশা কোথায়? 
আমি: সুনামগঞ্জে।

চেয়ারম্যান: দেবিগঞ্জ কোথায়? 
আমি: পঞ্চগড় জেলায়।

চেয়ারম্যান: আপনার সামনে একটি কবিতা লেখা আছে, পড়ুন। 
আমি: ক্ষয় নাই তার ক্ষয় নাই।

চেয়ারম্যান: এর আগের লাইন কী? 
আমি: নিঃশেষে প্রাণ যে করিবে দান।

চেয়ারম্যান: তার আগের লাইন?
আমি: এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। (আগের লাইন আমার জানা ছিল না। তাই ভাবলাম সরাসরি বলে দিই)
চেয়ারম্যান স্যার এবার এক্সটারনাল স্যারদের দিকে তাকিয়ে বললেন, এবার আপনারা প্রশ্ন করতে পারেন।

এক্সটারনাল-১: আপনি প্রথম পছন্দ পুলিশ দিয়েছেন কেন? 
আমি: আসলে আমার বাবা ডিফেন্সের লোক ছিলেন (বাবা আর্মিতে ছিলেন)। তাই ছোটবেলা থেকেই এটি পছন্দের পেশা। ডিসিপ্লিনড লাইফ আমার পছন্দের। এ ছাড়া এ পেশার মাধ্যমে সরাসরি মানুষের সেবা দেওয়া সম্ভব। ভালোভাবে সেবা দিতে পারলে মানুষ দোয়া করে ও মনে রাখে।

এক্সটারনাল-২: বাংলাদেশে আইটির সম্ভাবনা কেমন?
আমি: বাংলাদেশে আইটির সম্ভাবনা সীমাহীন। এ দেশে বিরাট একটি তরুণ প্রজন্ম রয়েছে, যারা আইটিতে অবদান রাখতে পারে। এ ক্ষেত্রে আমি ফ্রিল্যান্সিংয়ের কথা বলতে পারি। বাংলাদেশ অলরেডি ফ্রিল্যান্সিংয়ে অনেক এগিয়ে গেছে। নতুন প্রজন্মকে আরও সাপোর্ট দিলে এরা দেশে থেকেই প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।

এক্সটারনাল-১: এখন কী করছেন? 
আমি: স্যার, একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত আছি।

এক্সটারনাল-২: ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। 
আমি: চেয়ারম্যান স্যার ও এক্সটারনাল স্যারদের সালাম দিয়ে বাইরে বের হয়ে আসি। 

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত