বিসিসির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২০ প্রার্থী

চাকরি ডেস্ক 
Thumbnail image
প্রতীকী ছবি

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অ্যাসোসিয়েট (আইন উপদেষ্টা) ও লিয়াজোঁ অফিসার (আইটিইই) পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির সচিব মো. জাকির হোসেন বাচ্চু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২৮ ডিসেম্বর দুটি পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েট পদে ১০ জন এবং লিয়াজোঁ অফিসার পদে ১০ জন মিলিয়ে মোট ২০ প্রার্থী এ পরীক্ষায় উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে বিসিসির ওয়েবসাইট এবং উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত