মো. আনিসুর রহমান
মো. আনিসুর রহমান কৃষিবিজ্ঞানে অনার্স করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এবং পরিবেশবিজ্ঞানে মাস্টার্স করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর ৪০তম বিসিএসের ভাইভা হয়েছে ২০২১ সালের ১১ জুলাই। ভাইভার সিরিয়াল ছিল সাত। আনুমানিক ১৫-২০ মিনিট ভাইভা হয়েছিল। ৪০তম বিসিএসের ভাইভার অভিজ্ঞতার আলোকে একটি নমুনা ভাইভা তুলে ধরা হলো:
আমি: কলবেলের শব্দ শুনতে পেয়ে আস্তে করে দরজা খুলে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে সালাম দিলাম।
চেয়ারম্যান: ভেতরে আসুন, বসুন।
আমি: বসে, ধন্যবাদ স্যার।
চেয়ারম্যান: আপনি মো. আনিসুর রহমান?
(সার্টিফিকেট দেখে পড়ছিলেন আর আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে বলছিলেন)।
আমি: জি স্যার।
চেয়ারম্যান: আপনি পরিবেশবিজ্ঞানে মাস্টার্স করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে। পরিবেশ নিয়েই আপনাকে প্রশ্ন করি। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে কোথায় আছেন এবং কেন গেছেন?
আমি: কপ-২৬ সম্মেলনে আছেন (যুক্তরাজ্যে সফররত ছিলেন)। পরে cop-26 সম্মেলনে যোগ দেন, যা গ্লাসকো স্কটল্যান্ডে অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান: Cop-26 কী?
আমি: Conference of parties.
চেয়ারম্যান: প্রধানমন্ত্রী কপ সম্মেলনে কয়টি প্রস্তাব করেছেন এবং স্বাস্থ্যবিষয়ক কী বলেছেন?
আমি: স্যার চারটি (ভয়ে ভয়ে)। (যেহেতু একটু নার্ভাস ছিলাম, সেহেতু শুধু এটুকু বলতে পারলাম)। সবার করোনা টিকা নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন।
চেয়ারম্যান: ঠিক আছে, আরেকটু স্পেসিফিক গুছিয়ে বলুন।
আমি: সরি স্যার, মনে পড়ছে না।
চেয়ারম্যান: প্রথম পরিবেশ সম্মেলন কবে এবং কোথায় হয়?
আমি: ব্রাজিলের রিও ডি জেনিরোতে, ১৯৯২ সালে।
চেয়ারম্যান: তারিখসহ বলুন?
আমি: ৫ জুন, যা বর্তমানে 'বিশ্ব পরিবেশ দিবস' নামে পালিত হয়।
এক্সটারনাল-১: পরিবেশ সম্মেলন আর জলবায়ু সম্মেলনের মধ্যে কোনটি বেশি সাকসেসফুল?
আমি: পরিবেশ সম্মেলন।
এক্সটারনাল-১: আপনি শিওর?
আমি: সরি স্যার। আমার জানা নেই।
এক্সটারনাল-১: আপনার চয়েজ কী কী?
আমি: পুলিশ, প্রশাসন...। (থামিয়ে দিলেন)
এক্সটারনাল-১: প্রশাসনিক ট্রাইব্যুনাল কী বলুন? কয়টি ও কোথায় কোথায় আছে?
আমি: সরকারি অফিসারদের বেতন-ভাতা কিংবা প্রমোশনজনিত জটিলতা সমাধানে যে ট্রাইব্যুনাল কাজ করে, তাকে প্রশাসনিক ট্রাইব্যুনাল বলে। মোট সাতটি। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বগুড়া... (বলার পর এক্সটারনাল-২ ম্যামের দিকে ইশারা করে প্রশ্ন করার ইঙ্গিত দিলেন)।
এক্সটারনাল-২: SDG কী? গোল ও টার্গেট কতটি?
আমি: পরিবেশের ক্ষতি না করে, ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ নষ্ট না করে উন্নয়ন করতে হবে। তবে শর্ত থাকে যে উন্নয়ন আগের তুলনায় সমান বা বেশি হতে হবে, কম হওয়া যাবে না।
এক্সটারনাল-২: মোটামুটি মানের উত্তর। আরও ভালো করে বলা যেত।
আমি: এর লক্ষ্য ১৭টি এবং উদ্দেশ্য ১৬৯টি।
এক্সটারনাল-২: যমুনা নদীর উৎপত্তি কোথা থেকে?
আমি: একবার বললাম আসামের মানস সরোবর, আবার বললাম তিব্বতের মানস সরোবর। (কেউ কিছু বললেন না)
চেয়ারম্যান: আচ্ছা ওকে ছেড়ে দিই? নাকি কেউ প্রশ্ন করবেন?
এক্সটারনাল-১ ও এক্সটারনাল-২: না স্যার।
চেয়ারম্যান: কাগজপত্র গুছিয়ে দিয়ে বললেন, আচ্ছা তুমি আসো।
আমি: ধন্যবাদ দিয়ে আস্তে করে দরজা চাপিয়ে দিয়ে বের হয়ে এলাম।
মো. আনিসুর রহমান, কৃষি ক্যাডার, ৪০তম বিসিএস।
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
মো. আনিসুর রহমান কৃষিবিজ্ঞানে অনার্স করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এবং পরিবেশবিজ্ঞানে মাস্টার্স করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর ৪০তম বিসিএসের ভাইভা হয়েছে ২০২১ সালের ১১ জুলাই। ভাইভার সিরিয়াল ছিল সাত। আনুমানিক ১৫-২০ মিনিট ভাইভা হয়েছিল। ৪০তম বিসিএসের ভাইভার অভিজ্ঞতার আলোকে একটি নমুনা ভাইভা তুলে ধরা হলো:
আমি: কলবেলের শব্দ শুনতে পেয়ে আস্তে করে দরজা খুলে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে সালাম দিলাম।
চেয়ারম্যান: ভেতরে আসুন, বসুন।
আমি: বসে, ধন্যবাদ স্যার।
চেয়ারম্যান: আপনি মো. আনিসুর রহমান?
(সার্টিফিকেট দেখে পড়ছিলেন আর আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে বলছিলেন)।
আমি: জি স্যার।
চেয়ারম্যান: আপনি পরিবেশবিজ্ঞানে মাস্টার্স করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে। পরিবেশ নিয়েই আপনাকে প্রশ্ন করি। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে কোথায় আছেন এবং কেন গেছেন?
আমি: কপ-২৬ সম্মেলনে আছেন (যুক্তরাজ্যে সফররত ছিলেন)। পরে cop-26 সম্মেলনে যোগ দেন, যা গ্লাসকো স্কটল্যান্ডে অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান: Cop-26 কী?
আমি: Conference of parties.
চেয়ারম্যান: প্রধানমন্ত্রী কপ সম্মেলনে কয়টি প্রস্তাব করেছেন এবং স্বাস্থ্যবিষয়ক কী বলেছেন?
আমি: স্যার চারটি (ভয়ে ভয়ে)। (যেহেতু একটু নার্ভাস ছিলাম, সেহেতু শুধু এটুকু বলতে পারলাম)। সবার করোনা টিকা নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন।
চেয়ারম্যান: ঠিক আছে, আরেকটু স্পেসিফিক গুছিয়ে বলুন।
আমি: সরি স্যার, মনে পড়ছে না।
চেয়ারম্যান: প্রথম পরিবেশ সম্মেলন কবে এবং কোথায় হয়?
আমি: ব্রাজিলের রিও ডি জেনিরোতে, ১৯৯২ সালে।
চেয়ারম্যান: তারিখসহ বলুন?
আমি: ৫ জুন, যা বর্তমানে 'বিশ্ব পরিবেশ দিবস' নামে পালিত হয়।
এক্সটারনাল-১: পরিবেশ সম্মেলন আর জলবায়ু সম্মেলনের মধ্যে কোনটি বেশি সাকসেসফুল?
আমি: পরিবেশ সম্মেলন।
এক্সটারনাল-১: আপনি শিওর?
আমি: সরি স্যার। আমার জানা নেই।
এক্সটারনাল-১: আপনার চয়েজ কী কী?
আমি: পুলিশ, প্রশাসন...। (থামিয়ে দিলেন)
এক্সটারনাল-১: প্রশাসনিক ট্রাইব্যুনাল কী বলুন? কয়টি ও কোথায় কোথায় আছে?
আমি: সরকারি অফিসারদের বেতন-ভাতা কিংবা প্রমোশনজনিত জটিলতা সমাধানে যে ট্রাইব্যুনাল কাজ করে, তাকে প্রশাসনিক ট্রাইব্যুনাল বলে। মোট সাতটি। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বগুড়া... (বলার পর এক্সটারনাল-২ ম্যামের দিকে ইশারা করে প্রশ্ন করার ইঙ্গিত দিলেন)।
এক্সটারনাল-২: SDG কী? গোল ও টার্গেট কতটি?
আমি: পরিবেশের ক্ষতি না করে, ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ নষ্ট না করে উন্নয়ন করতে হবে। তবে শর্ত থাকে যে উন্নয়ন আগের তুলনায় সমান বা বেশি হতে হবে, কম হওয়া যাবে না।
এক্সটারনাল-২: মোটামুটি মানের উত্তর। আরও ভালো করে বলা যেত।
আমি: এর লক্ষ্য ১৭টি এবং উদ্দেশ্য ১৬৯টি।
এক্সটারনাল-২: যমুনা নদীর উৎপত্তি কোথা থেকে?
আমি: একবার বললাম আসামের মানস সরোবর, আবার বললাম তিব্বতের মানস সরোবর। (কেউ কিছু বললেন না)
চেয়ারম্যান: আচ্ছা ওকে ছেড়ে দিই? নাকি কেউ প্রশ্ন করবেন?
এক্সটারনাল-১ ও এক্সটারনাল-২: না স্যার।
চেয়ারম্যান: কাগজপত্র গুছিয়ে দিয়ে বললেন, আচ্ছা তুমি আসো।
আমি: ধন্যবাদ দিয়ে আস্তে করে দরজা চাপিয়ে দিয়ে বের হয়ে এলাম।
মো. আনিসুর রহমান, কৃষি ক্যাডার, ৪০তম বিসিএস।
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
ইউনাইটেড ন্যাশন্স ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে (ডব্লিউএফপি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য ২ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠানটির কক্সবাজার অফিসে নিয়োগ পাবেন।
৪ ঘণ্টা আগেঅর্থ বিভাগের আওতাধীন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের (এনএইচআরডিএফ) চার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির জিএম (প্রশাসন ও ফাইন্যান্স) মোহাম্মদ জহিরুল কাইউম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগেজনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদমজী ইপিজেড মেডিকেল সেন্টার। প্রতিষ্ঠানটিতে ছয় ধরনের পদে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগেঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডে (ডেসকো) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে