Ajker Patrika

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৪: ১১
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ২টি পদে ৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোর জন্য আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

পদ-১: অধ্যাপকের সহকারী

বিভাগ: পদার্থবিজ্ঞান

পদের সংখ্যা:

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

আবেদন ফি: ৩০০ টাকা

পদ-২: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

কর্মক্ষেত্র: বিজ্ঞান অনুষদের ডিন অফিস

পদের সংখ্যা:

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদন ফি: ৩০০ টাকা

আবেদনের নিয়ম ও শর্তাবলি: আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্রে তাঁর শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে। কোনো তথ্য গোপন করলে বা উল্লেখ না করলে ভবিষ্যতে তাঁর পরীক্ষা পাসের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা হবে না এবং বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া পদোন্নতি নীতিমালায় বর্ণিত পয়েন্ট সুবিধা প্রদান করা হবে না।

রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে প্রদেয় ৩০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) এবং সব পরীক্ষা পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্ত উল্লেখ করে রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন করতে হবে।

আগামী ৩১ জানুয়ারির মধ্যে পদ-১-এর আবেদনপত্র চেয়ারম্যান, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে এবং পদ-২-এর আবেদনপত্র ডিন, বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে পৌঁছাতে হবে।

চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত