Ajker Patrika

মুক্তিযোদ্ধা সনদ জটিলতায় ১০ বছর পর বিসিএস ক্যাডার আফরোজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৫: ৪০
মুক্তিযোদ্ধা সনদ জটিলতায় ১০ বছর পর বিসিএস ক্যাডার আফরোজা

১০ বছর আগে ৩৩ তম বিসিএসে মৌখিক পরীক্ষা দিয়েছিলেন আফরোজা খানম। কিন্তু বাবার মুক্তিযোদ্ধা সনদ–সম্পর্কিত জটিলতায় তাঁর সুপারিশ স্থগিত করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। অবশেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী শিক্ষা ক্যাডারে নিয়োগের সুপারিশ পেয়েছেন আফরোজা খানম।

গতকাল মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩তম বিসিএসের প্রার্থী আফরোজা খানম (রোল নম্বর-০২৯৭৭৪) এর বাবার মুক্তিযোদ্ধা সনদ সম্পর্কিত বিষয়ে জটিলতা থাকায় তার ফলাফল স্থগিত রাখে কমিশন। পরবর্তীতে আফরোজা খানমের জমা দেওয়া তাঁর বাবার মুক্তিযোদ্ধা সনদের বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী, তাঁর স্থগিত ঘোষিত ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয় কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক (ইতিহাস) পদে সাময়িকভাবে সুপারিশ করা হলো।

শূন্য পদের বিপরীতে নিয়োগ দিতে ২০১২ সালের ফেব্রুয়ারিতে ৩৩ তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে শূন্য পদ ছিল ৪ হাজার ২০৬ টি। পরে ২০১৩ সালের ২১ নভেম্বর ৩৩ তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। পরে অবশ্য পদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ৮ হাজার ৫২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিতে সুপারিশ করেছিল পিএসসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত