বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। এই বিসিএসে শূন্য পদ ৩ হাজার ৪৮৭টি। ২৯ ডিসেম্বর সকাল ১০টায় আবেদন শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় ২০২৫ সালের মে মাস। এ সময়ে গুছিয়ে প্রস্তুতি নিলে প্রিলিমিনারিতে সফল হওয়া সম্ভব। প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজি অংশের প্রস্তুতি নিয়ে পরামর্শ দিয়েছেন ৪৩তম বিসিএসের কৃষি ক্যাডার মো. ইমাম হোসেন জ্যোতি

আনিসুল ইসলাম নাঈম
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯: ১৩
ছবি: সংগৃহীত

বিষয়: ইংরেজি

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ইংরেজি বিষয়ের জন্য ৩৫ নম্বর বরাদ্দ থাকে। যার মধ্যে গ্রামারে ২০ ও সাহিত্যে ১৫ নম্বর থাকে। গ্রামার অংশের ২০ নম্বরের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের আলোচনা।

নম্বর বণ্টন

২০ নম্বরের ইংরেজি গ্রামার অংশে পার্টস অব স্পিচ আইডেন্টিফিকেশন, ভোকাবুলারি ও গ্রামার রুলস থেকে প্রতি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন করা হয়।

� প্রস্তুতির প্রথম পর্ব: প্রথমে বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলোর সমাধান করতে হবে। প্রস্তুতির এ অংশ আপনাকে সিলেবাস ও গুরুত্বপূর্ণ টপিক নির্ধারণে সাহায্য করবে।

� তীয়: বাজারে বহুল প্রচলিত বই সংগ্রহ করবেন। অবশ্যই বইটি গুণে ও মানে ভালো হতে হবে। প্রয়োজনে কয়েকটি বই নিয়ে যাচাই-বাছাই করে যেটি সুবিধা হয়, সেটি কিনে নেবেন।

� তৃতীয়: বই থেকে Parts of speeches সম্পন্ন করবেন। আইডেন্টিফিকেশনে Noun, adjective, Verb, Preposition, adverb, Conjunction থেকে প্রশ্ন আসবেই। এ অংশে আপনি অবশ্যই ৪-৫ নম্বরের প্রশ্ন পাবেন। Gerund ও Participle অংশে ২-৩ নম্বর বরাদ্দ থাকবে। Parts of speeches-এর পরিবর্তন, অর্থাৎ Noun থেকে adjective, adjective থেকে adverb রূপান্তর শনাক্তকরণে ২-৩ নম্বর থাকবে।

� চতুর্থ: নম্বর পাওয়ার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভোকাবুলারি। Synonyms, Antonyms, One Word Substitutions, Idiom Phrases, Group Verbs, Misspelling অংশ থেকে ৬-৭ নম্বর অবশ্যই থাকবে। এ জন্য পড়ার কৌশল হচ্ছে বিগত বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন ও তার ব্যাখ্যার সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন চাকরির ভোকাবুলারি পড়ে নেওয়া। চাকরির ভোকাবুলারির জন্য বিভিন্ন বই বাজারে প্রচলিত।

� পঞ্চম: গ্রামার রুলস, যেমন Condition, Narration, Voice, Right form of verbs, Transformation of sentences সহ প্রতিটি অংশ থেকে প্রশ্ন থাকে। গ্রামার রুলস অংশে এসএসসি ও এইচএসসি সমমানের প্রশ্ন থাকে। তাই যত্ন করে গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রম উদাহরণগুলো পড়তে হবে।

� ষষ্ঠ: Article, Degree, Tag Question, Parallelism পরীক্ষায় সরাসরি না এলেও Pin point error ধরনের প্রশ্ন সমাধানে কাজে লাগে। তাই এসব বিষয় এড়িয়ে যাবেন না।

যারা ইংরেজিতে ১৭-১৮ নম্বর তুলতে চান, তাঁরা বিভিন্ন মাধ্যম থেকে প্রচুর অনুশীলন করুন। বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান করুন। কিন্তু যাঁরা ইংরেজিতে দুর্বল এবং সময় স্বল্পতার জন্য ভালো প্রস্তুতি নিতে চান, তাঁরা পিসি দাসের ইংরেজি ব্যাকরণ বইটি অনুশীলন করতে পারেন।

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত