অনলাইন ডেস্ক
কিছুদিন আগেও আনিশা রোসনাহ নামটি ব্রুনেইয়ে অচেনাই ছিল। এখন তিনি সেখানকার আলোচিত নাম। কারণ, তিনি এশিয়ার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ বা সবচেয়ে যোগ্য পাত্রকে বিয়ে করছেন। তিনি আর কেউ নন, ব্রুনেইয়ের রাজপুত্র আবদুল মতিন।
৩২ বছর বয়সী এই যুবক বিশ্বের ধনী রাজাদের অন্যতম সুলতান হাসানাল বলকিয়াহর চতুর্থ ছেলে। ভারতের গণমাধ্যম ইকোনমিক টাইমসের তথ্য অনুসারে, সুলতান বলকিয়াহর মোট সম্পদ প্রায় ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা (১ ডলার সমান ১২০ টাকা)।
আনিশা রোসনাহ ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর প্রধান উপদেষ্টার নাতনি। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথ থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন। আনিশা ফ্যাশন ব্র্যান্ড সিল্ক কালেকটিভের মালিক এবং পর্যটন কোম্পানি অথেনরিরারির সহপ্রতিষ্ঠাতা।
গত জানুয়ারিতে রাজকীয় এই বিয়ের আসর বসেছিল ব্রুনেইয়ের রাজধানী বান্দার সেরি বেগাওয়ানের দৃষ্টিনন্দন ও আইকনিক স্থাপত্য সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদে। বিয়ের এই আনুষ্ঠানিকতা চলছিল ১০ দিন।
প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য পরিচিত আবদুল মতিনকে ইংল্যান্ডের রাজপুত্র হ্যারির সঙ্গে তুলনা করা হয়। তিনি ইনস্টাগ্রামে সক্রিয়। তাঁর ফলোয়ারের সংখ্যা ২৫ মিলিয়নেরও বেশি। মতিন প্রায়ই নিজের রোমাঞ্চকর কার্যকলাপ ইনস্টাগ্রামে পোস্ট করেন। এ জন্য তাঁকে অনেকেই হলিউড অভিনেতাদের সঙ্গে তুলনা করেন।
এই রাজপুত্র হেলিকপ্টারের পাইলট, রয়্যাল ব্রুনেই এয়ার ফোর্সের একজন মেজর এবং একজন পেশাদার পোলো খেলোয়াড়। তাঁর লাইফস্টাইল ইনস্টাগ্রাম অনুসারীদের আকৃষ্ট করে। যুদ্ধবিমান উড়ানো, স্পিডবোট রেসিং এবং শরীর চর্চার পর তাঁর পোজ দেওয়ার মুহূর্তগুলো উপভোগ করেন অনুসারীরা।
কিছুদিন আগেও আনিশা রোসনাহ নামটি ব্রুনেইয়ে অচেনাই ছিল। এখন তিনি সেখানকার আলোচিত নাম। কারণ, তিনি এশিয়ার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ বা সবচেয়ে যোগ্য পাত্রকে বিয়ে করছেন। তিনি আর কেউ নন, ব্রুনেইয়ের রাজপুত্র আবদুল মতিন।
৩২ বছর বয়সী এই যুবক বিশ্বের ধনী রাজাদের অন্যতম সুলতান হাসানাল বলকিয়াহর চতুর্থ ছেলে। ভারতের গণমাধ্যম ইকোনমিক টাইমসের তথ্য অনুসারে, সুলতান বলকিয়াহর মোট সম্পদ প্রায় ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা (১ ডলার সমান ১২০ টাকা)।
আনিশা রোসনাহ ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর প্রধান উপদেষ্টার নাতনি। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথ থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন। আনিশা ফ্যাশন ব্র্যান্ড সিল্ক কালেকটিভের মালিক এবং পর্যটন কোম্পানি অথেনরিরারির সহপ্রতিষ্ঠাতা।
গত জানুয়ারিতে রাজকীয় এই বিয়ের আসর বসেছিল ব্রুনেইয়ের রাজধানী বান্দার সেরি বেগাওয়ানের দৃষ্টিনন্দন ও আইকনিক স্থাপত্য সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদে। বিয়ের এই আনুষ্ঠানিকতা চলছিল ১০ দিন।
প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য পরিচিত আবদুল মতিনকে ইংল্যান্ডের রাজপুত্র হ্যারির সঙ্গে তুলনা করা হয়। তিনি ইনস্টাগ্রামে সক্রিয়। তাঁর ফলোয়ারের সংখ্যা ২৫ মিলিয়নেরও বেশি। মতিন প্রায়ই নিজের রোমাঞ্চকর কার্যকলাপ ইনস্টাগ্রামে পোস্ট করেন। এ জন্য তাঁকে অনেকেই হলিউড অভিনেতাদের সঙ্গে তুলনা করেন।
এই রাজপুত্র হেলিকপ্টারের পাইলট, রয়্যাল ব্রুনেই এয়ার ফোর্সের একজন মেজর এবং একজন পেশাদার পোলো খেলোয়াড়। তাঁর লাইফস্টাইল ইনস্টাগ্রাম অনুসারীদের আকৃষ্ট করে। যুদ্ধবিমান উড়ানো, স্পিডবোট রেসিং এবং শরীর চর্চার পর তাঁর পোজ দেওয়ার মুহূর্তগুলো উপভোগ করেন অনুসারীরা।
রসুন আমাদের রান্নাঘরের অপরিহার্য উপকরণ। এর ব্যবহার খাবারের ঘ্রাণ ও স্বাদ যেমন বাড়িয়ে দেয়, তেমনি রয়েছে ঔষধি গুণ। যদিও রসুন সারা বছর পাওয়া যায়। তবে ঝামেলা এড়াতে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারেন।
১১ ঘণ্টা আগেপাহাড়, ঝরনা, বন আর স্থানীয় মানুষের বর্ণিল কিন্তু শান্ত জীবনযাপন চিরকালই আকর্ষণ করে এসেছে পর্যটকদের। এ রূপের সঙ্গে রাঙামাটিতে এখন যুক্ত হয়েছে বিভিন্ন রিসোর্ট। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সমন্বয় করে তৈরি এসব রিসোর্ট এখন নজর কাড়ছে সবার। পর্যটকদের জন্য প্রায় সব ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যায় এসব জায়গায়। এসব
২০ ঘণ্টা আগেখ্রিষ্টীয় নববর্ষে হবে নতুন নতুন ভ্রমণ পরিকল্পনা। ফলে স্বাভাবিকভাবে তৈরি হবে নতুন ভ্রমণ ট্রেন্ড। এমএমজিওয়াইয়ের ‘পোর্ট্রেট অব আমেরিকান ট্রাভেলার্স’-এর ফল এডিশন (সেপ্টেম্বর, ২০২৪) অনুসারে, ১০ জনের মধ্যে প্রাপ্তবয়স্ক ৮ জন আগামী ১২ মাসের মধ্যে একবারের জন্য হলেও ভ্রমণের পরিকল্পনা করছেন। নতুন গন্তব্যের অন
২০ ঘণ্টা আগেভ্রমণের জন্য নিরাপদ ১৫টি দেশের তালিকা প্রকাশ করেছে ‘বার্কশায়ার হ্যাথওয়ে ট্রাভেল প্রোটেকশন’। এতে এশিয়ার একমাত্র দেশ হিসেবে জায়গা করে নিয়েছে জাপান। তবে যুক্তরাষ্ট্র কিংবা ইতালির মতো ভ্রমণবান্ধব দেশগুলোর নাম নেই তালিকায়।
২০ ঘণ্টা আগে