মুহাম্মদ জাভেদ হাকিম
প্রতিটি ঋতুর একটি করে টপ রেটিং বিষয় থাকে। শীতে ভ্রমণ রেটিংয়ের টপে থাকে হলুদ ফুলের সরিষাখেত। বাঙালির জন্য এটি মোটামুটি বাই ডিফল্ট। এর জন্য যে আপনাকে অনেক টাকা-পয়সা ব্যয় করে দূর-দূরান্তে যেতে হবে, তা নয়। নিজের গ্রামেই একবার ঘুরে দেখতে পারেন। তবে ঢাকার লোকজনের একটুখানি বাইরে তো যেতেই হবে শীত আর সরিষাখেত দেখতে। শীত শেষ হওয়ার আগেই তাই ঘুরে এলাম।
বহুবার গিয়েছি নিছক আড্ডা জমাতে সাভার নামাবাজার নতুন ব্রিজ পার হয়ে ফোর্ড নগরে। অথচ খড়ারচর, ফড়িঙ্গা থেকে আরেকটু এগিয়ে কাংশা যাওয়া হয়নি। কিন্তু সেটার সুযোগ হয়ে গেল। বন্ধুরা মিলে বেশ কয়েকটি বাইকে সাতসকালে ছুটে গেলাম খড়ারচর গ্রামে। সাভারের পাশে হলেও এলাকাটা ধামরাই উপজেলার মধ্যে পড়েছে।
স্থানীয় জনৈক ব্যক্তিকে সঙ্গে করে ঘুরতে বের হই আশপাশে। খড়ারচরের মায়াবী পথে ঘুরতে ঘুরতে চলে যাই মানিকগঞ্জ উপজেলার ধলেশ্বরী নদীর তীরের গ্রাম কাংশায়।
আশ্চর্য হই, ঢাকার এত পাশে অথচ এখনো সেই আদি ও অকৃত্রিম গ্রামের স্বাদ পাওয়া যায় এখানে। কাংশার প্রকৃতি দেখলে বিশ্বাসই হবে না যে আপনি ঢাকা শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র ৩৭ কিলোমিটার দূরে আছেন।
কাংশা ব্রিজের ওপর থেকে শান্ত ধলেশ্বরীর রূপ দেখি। একটা সময় আর লোভ সামলাতে না পেরে ঝাঁপিয়ে পড়ি নদীর বুকে। চলে ইচ্ছেমতো জলকেলি। পানির নিচের কাদা সারা শরীর মেখে হারিয়ে যাই শৈশবের স্মৃতিতে। নদীর পাড়ে বসে থেকে মাঝবয়সীদের এমন শিশুতোষ পাগলামি উপভোগ করেন আরেক মাঝবয়সী স্থানীয় মাজের আলী।
তাঁকে জিজ্ঞেস করি, ‘ও ভাই, কী দেহেন?’ তিনি উত্তর দেন, ‘পাগলামি দেহি।’
আজানের ধ্বনি শুনে পানি থেকে উঠে আসি সবাই। নয়া আমদানি মাজের পাগলও আমাদের সঙ্গী হন। নামাজ শেষে গ্রামটা ঘুরে দেখি। পেট এবার চোঁ-চোঁ করছে। দুপুরের খাবারের জন্য চলে যাই পূর্বপরিচিত খড়ারচর মাদ্রাসার বালাখানায়। বেশ আয়েশ করে উদোরপূর্তি চলে। খাওয়াদাওয়া শেষে যাই ফড়িঙ্গা গ্রামে।
বিস্তীর্ণ ফসলের মাঠের মাঝে ঠায় দাঁড়িয়ে আছে এক পুরোনো বটবৃক্ষ। খানিকটা সময় চলে সেখানে আড্ডা। তারপর চলে যাই বংশী নদীর তীরে কাজিয়ালকুণ্ডু গ্রামে। এর বুক চিরে ঝকঝকে নতুন সড়ক চলে গেছে আরিচা মহাসড়কের ঢুলিভিটার দিকে। পথের দুপাশে সৃজন করা হয়েছে বন। চমৎকার নিরিবিলি পরিবেশ। সড়কের পাশেই বিরাট বিল। জেলেরা আপন মনে মাছ ধরছেন। সেই সব মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে ছুটি চৌঠাইল গ্রামের দিকে। মাঝে রূপনগরের রূপে মজে ক্ষণিকের জন্য ব্রেক।
পড়ন্ত বিকেলে গ্রামের পিচঢালা সরু পথে, মোটরবাইকে চড়ে বেড়ানোর মজাই আলাদা। বাইকার আর সাইক্লিস্টদের রাইডের জন্য অন্যতম আকর্ষণীয় পথ এগুলো। অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাই চৌঠাইল।
এপাশটায় ধলেশ্বরী সরু খালের রূপ ধারণ করেছে। তবে প্রাকৃতিক সৌন্দর্য এখনো অসাধারণ। সবুজ ফসলের খেত, বাঁশবাগানে নানা পাখির কিচিরমিচির, দিগন্তজোড়া সরিষাখেত। যত দূর চোখ যায় শুধু হলদে ফুল! সরিষা ফুলের ঘ্রাণে মন করবে আনচান। পুরো পৌষ আর মাঘের অর্ধেক সময়জুড়ে আবহমান বাংলার অধিকাংশ জেলার মাঠ এ রকম হলুদ হয়ে থাকে।
পড়ন্ত বিকেলে পাখির কুহু কুহু ডাক, বিভিন্ন ধরনের সবজিখেত, জমির পর জমিতে সরিষা ফুল, গরুর দুধের চা—সব মিলিয়ে এক অসাধারণ সময় কাটবে এখানে। গুটি গুটি পায়ে হেঁটে চলে যাই সরিষাখেতের আল ধরে দূরে, অনেক দূরে।
ঘুরে ঘুরে সব মিলিয়ে ভ্রমণের নির্যাস নিতে নিতে একসময় দেখি বিকেল গড়িয়ে সূর্য ডুবে যাওয়ার তাল করছে। দেরি না করে বন্ধুদের দু-একজন ধলেশ্বরীর তীরে তাঁবু টানাতে ব্যস্ত হয়ে গেল। কেউ বারবিকিউর জন্য মুরগির খোঁজে ছুটল বাজারে। আর আমি বান্দা অলস, শুধু চেয়ে চেয়ে ওদের দৌড়ঝাঁপ দেখি। সন্ধ্যার পর ভরা জোছনায় মুরগি পোড়ানো শুরু হলো। হিম হিম বাতাসে তপ্ত আগুনে ঝলসানো মুরগির সঙ্গে ভরা পূর্ণিমার চাঁদটাকে মনে হতে লাগল সদ্য ভাজা নানরুটি!
যেভাবে যাবেন
গুলিস্তান বা গাবতলী অথবা অন্য কোনো বাসস্ট্যান্ড থেকে আরিচা বা সাভারগামী বাসে যেতে হবে সাভার বাজার বাসস্ট্যান্ডে। সেখান থেকে রিকশা বা অটোতে নামাবাজার নদীর পাড়। ব্রিজের সামনে থেকে ভাড়ায় চালিত মোটরবাইক অথবা অটোতে রূপনগর, চৌঠাইল, খড়ারচর, কাংশাসহ বিভিন্ন গ্রামে ঘুরে আসতে পারবেন।
সড়কপথ ভালো। নিরাপত্তাও রয়েছে যথেষ্ট। চাইলে পরিবারের সব বয়সী সদস্যদের নিয়েও ঘুরে আসা যাবে। শিশুদের বিনোদনের জন্য এই এলাকায় আলাদিন ও বাবুল নামে দুটো পার্ক রয়েছে। ফোর্ড নগর ও নামাবাজার ব্রিজ আঞ্চলিক ভাষায় ফুটনগর নামেও পরিচিত।
খরচপাতি
সারা দিনের জন্য জনপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা। তবে বিষয়টি নিজেদের পছন্দ ও আয়োজনের ওপর নির্ভর করবে।
প্রতিটি ঋতুর একটি করে টপ রেটিং বিষয় থাকে। শীতে ভ্রমণ রেটিংয়ের টপে থাকে হলুদ ফুলের সরিষাখেত। বাঙালির জন্য এটি মোটামুটি বাই ডিফল্ট। এর জন্য যে আপনাকে অনেক টাকা-পয়সা ব্যয় করে দূর-দূরান্তে যেতে হবে, তা নয়। নিজের গ্রামেই একবার ঘুরে দেখতে পারেন। তবে ঢাকার লোকজনের একটুখানি বাইরে তো যেতেই হবে শীত আর সরিষাখেত দেখতে। শীত শেষ হওয়ার আগেই তাই ঘুরে এলাম।
বহুবার গিয়েছি নিছক আড্ডা জমাতে সাভার নামাবাজার নতুন ব্রিজ পার হয়ে ফোর্ড নগরে। অথচ খড়ারচর, ফড়িঙ্গা থেকে আরেকটু এগিয়ে কাংশা যাওয়া হয়নি। কিন্তু সেটার সুযোগ হয়ে গেল। বন্ধুরা মিলে বেশ কয়েকটি বাইকে সাতসকালে ছুটে গেলাম খড়ারচর গ্রামে। সাভারের পাশে হলেও এলাকাটা ধামরাই উপজেলার মধ্যে পড়েছে।
স্থানীয় জনৈক ব্যক্তিকে সঙ্গে করে ঘুরতে বের হই আশপাশে। খড়ারচরের মায়াবী পথে ঘুরতে ঘুরতে চলে যাই মানিকগঞ্জ উপজেলার ধলেশ্বরী নদীর তীরের গ্রাম কাংশায়।
আশ্চর্য হই, ঢাকার এত পাশে অথচ এখনো সেই আদি ও অকৃত্রিম গ্রামের স্বাদ পাওয়া যায় এখানে। কাংশার প্রকৃতি দেখলে বিশ্বাসই হবে না যে আপনি ঢাকা শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র ৩৭ কিলোমিটার দূরে আছেন।
কাংশা ব্রিজের ওপর থেকে শান্ত ধলেশ্বরীর রূপ দেখি। একটা সময় আর লোভ সামলাতে না পেরে ঝাঁপিয়ে পড়ি নদীর বুকে। চলে ইচ্ছেমতো জলকেলি। পানির নিচের কাদা সারা শরীর মেখে হারিয়ে যাই শৈশবের স্মৃতিতে। নদীর পাড়ে বসে থেকে মাঝবয়সীদের এমন শিশুতোষ পাগলামি উপভোগ করেন আরেক মাঝবয়সী স্থানীয় মাজের আলী।
তাঁকে জিজ্ঞেস করি, ‘ও ভাই, কী দেহেন?’ তিনি উত্তর দেন, ‘পাগলামি দেহি।’
আজানের ধ্বনি শুনে পানি থেকে উঠে আসি সবাই। নয়া আমদানি মাজের পাগলও আমাদের সঙ্গী হন। নামাজ শেষে গ্রামটা ঘুরে দেখি। পেট এবার চোঁ-চোঁ করছে। দুপুরের খাবারের জন্য চলে যাই পূর্বপরিচিত খড়ারচর মাদ্রাসার বালাখানায়। বেশ আয়েশ করে উদোরপূর্তি চলে। খাওয়াদাওয়া শেষে যাই ফড়িঙ্গা গ্রামে।
বিস্তীর্ণ ফসলের মাঠের মাঝে ঠায় দাঁড়িয়ে আছে এক পুরোনো বটবৃক্ষ। খানিকটা সময় চলে সেখানে আড্ডা। তারপর চলে যাই বংশী নদীর তীরে কাজিয়ালকুণ্ডু গ্রামে। এর বুক চিরে ঝকঝকে নতুন সড়ক চলে গেছে আরিচা মহাসড়কের ঢুলিভিটার দিকে। পথের দুপাশে সৃজন করা হয়েছে বন। চমৎকার নিরিবিলি পরিবেশ। সড়কের পাশেই বিরাট বিল। জেলেরা আপন মনে মাছ ধরছেন। সেই সব মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে ছুটি চৌঠাইল গ্রামের দিকে। মাঝে রূপনগরের রূপে মজে ক্ষণিকের জন্য ব্রেক।
পড়ন্ত বিকেলে গ্রামের পিচঢালা সরু পথে, মোটরবাইকে চড়ে বেড়ানোর মজাই আলাদা। বাইকার আর সাইক্লিস্টদের রাইডের জন্য অন্যতম আকর্ষণীয় পথ এগুলো। অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাই চৌঠাইল।
এপাশটায় ধলেশ্বরী সরু খালের রূপ ধারণ করেছে। তবে প্রাকৃতিক সৌন্দর্য এখনো অসাধারণ। সবুজ ফসলের খেত, বাঁশবাগানে নানা পাখির কিচিরমিচির, দিগন্তজোড়া সরিষাখেত। যত দূর চোখ যায় শুধু হলদে ফুল! সরিষা ফুলের ঘ্রাণে মন করবে আনচান। পুরো পৌষ আর মাঘের অর্ধেক সময়জুড়ে আবহমান বাংলার অধিকাংশ জেলার মাঠ এ রকম হলুদ হয়ে থাকে।
পড়ন্ত বিকেলে পাখির কুহু কুহু ডাক, বিভিন্ন ধরনের সবজিখেত, জমির পর জমিতে সরিষা ফুল, গরুর দুধের চা—সব মিলিয়ে এক অসাধারণ সময় কাটবে এখানে। গুটি গুটি পায়ে হেঁটে চলে যাই সরিষাখেতের আল ধরে দূরে, অনেক দূরে।
ঘুরে ঘুরে সব মিলিয়ে ভ্রমণের নির্যাস নিতে নিতে একসময় দেখি বিকেল গড়িয়ে সূর্য ডুবে যাওয়ার তাল করছে। দেরি না করে বন্ধুদের দু-একজন ধলেশ্বরীর তীরে তাঁবু টানাতে ব্যস্ত হয়ে গেল। কেউ বারবিকিউর জন্য মুরগির খোঁজে ছুটল বাজারে। আর আমি বান্দা অলস, শুধু চেয়ে চেয়ে ওদের দৌড়ঝাঁপ দেখি। সন্ধ্যার পর ভরা জোছনায় মুরগি পোড়ানো শুরু হলো। হিম হিম বাতাসে তপ্ত আগুনে ঝলসানো মুরগির সঙ্গে ভরা পূর্ণিমার চাঁদটাকে মনে হতে লাগল সদ্য ভাজা নানরুটি!
যেভাবে যাবেন
গুলিস্তান বা গাবতলী অথবা অন্য কোনো বাসস্ট্যান্ড থেকে আরিচা বা সাভারগামী বাসে যেতে হবে সাভার বাজার বাসস্ট্যান্ডে। সেখান থেকে রিকশা বা অটোতে নামাবাজার নদীর পাড়। ব্রিজের সামনে থেকে ভাড়ায় চালিত মোটরবাইক অথবা অটোতে রূপনগর, চৌঠাইল, খড়ারচর, কাংশাসহ বিভিন্ন গ্রামে ঘুরে আসতে পারবেন।
সড়কপথ ভালো। নিরাপত্তাও রয়েছে যথেষ্ট। চাইলে পরিবারের সব বয়সী সদস্যদের নিয়েও ঘুরে আসা যাবে। শিশুদের বিনোদনের জন্য এই এলাকায় আলাদিন ও বাবুল নামে দুটো পার্ক রয়েছে। ফোর্ড নগর ও নামাবাজার ব্রিজ আঞ্চলিক ভাষায় ফুটনগর নামেও পরিচিত।
খরচপাতি
সারা দিনের জন্য জনপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা। তবে বিষয়টি নিজেদের পছন্দ ও আয়োজনের ওপর নির্ভর করবে।
খাবার মজাদার করতে আমরা সাধারণভাবে তেল-মসলার খুব বাড়াবাড়ি করে ফেলি। সেখান থেকে বাদ যায় না পেঁয়াজ কিংবা রসুন। পেঁয়াজকে কায়দা করে সরিয়ে রাখলেও খাবার মজাদার হতে পারে। তেমনই কিছু রেসিপি...
১ দিন আগেবাংলা অঞ্চলে মিষ্টিজাতীয় প্রাচীন খাবারগুলোর মধ্যে সন্দেশের নাম আছে একেবারে প্রথম দিকে। সব মিষ্টির কিছু না কিছু বদল হলেও, এর বদল হয়েছে খুবই কম। যশোরের নলেন গুড়ের সন্দেশ, মানিকগঞ্জ বা নাগরপুরের প্যারা সন্দেশ, পাবনার মাছের পেটি সন্দেশ ইত্যাদি কে না খেতে পছন্দ করে!
১ দিন আগেজীবনানন্দ দাশের কবিতায় ঘুরেফিরে এসেছে দারুচিনি দ্বীপের কথা, তার রহস্যময় শ্যামলিমার কথা, সেই সবুজের গহিনে দিকহারা নাবিকের আশ্রয়-আকাঙ্ক্ষার কথা। এই দারুচিনি দ্বীপ কি আসলে কোনো সমুদ্রঘেরা ভূখণ্ড, নাকি বনলতা সেন নিজেই, তা নিয়ে কবিরা বিতর্ক করুক। আমরা বরং এই দ্বীপের তত্ত্বতালাশ করি।
১ দিন আগে‘প্রসেসেস’-এ প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, ভাতের মাড় ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য একটি হজমযোগ্য স্বাস্থ্যকর পানীয় হিসেবে কাজ করে। এমনকি এটি ওজন কমাতে পারে।
১ দিন আগে