জীবনধারা ডেস্ক
এই তো গেল জুনের ২৩ তারিখ, বিয়ে করলেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। বিয়েতে তাঁর সাদামাটা সাজপোশাকই নজর কেড়েছে সবার। বিয়েতে তিনি পরেছিলেন মা পুনম সিনহার আইভরিরঙা ভিন্টেজ শাড়ি ও গয়না।
পরিনীতি চোপড়া বিয়েতে লেহেঙ্গার সঙ্গে কোমরে গুজেছিলেন তাঁর নানির অর্নামেন্টেড চাবির গোছা। তাঁর নানি শাড়ির সঙ্গে কোমরে চাবিসহ বিভিন্ন ধরনের অর্নামেন্টেড চাবির গোছা পরতেন। এই সাজে যখন তিনি পুরো বাড়িতে হেঁটে বেড়াতেন, তখন তাঁকে দেখতে রানির মতো লাগত। এটা ছিল সে সময়কার গৃহকর্ত্রীদের অনন্য এক লুক। আর পরিনীতির এই ইচ্ছেকে পূরণ করতেই ডিজাইনার মনিষ মালহোত্রা তাঁর বিয়ের লেহেঙ্গা তৈরির সময় চাবির গোছাটি সংযুক্ত করে দেন।
স্টাইল আইকন সোনম কাপুর আনন্দ আহুজাকে বিয়ে করেন ২০১৮ সালে। বিয়েতে পরার জন্য তিনি তাঁর মা সুনিতা কাপুরের সংগ্রহ থেকে জুয়েলারি বেছে নেন। ভিন্টেজ এই গয়নায় তিনি সেজে ওঠেন চিরাচরিত ভারতীয় নববধূর সাজে।
কারিনা কাপুর খান তাঁর বিয়েতে শাশুড়ি শর্মিলা ঠাকুরের ব্রাইডাল সারারা পরেছিলেন।
শোনা যায়, প্রিয়াংকা চোপড়া নাকি নিক জোনাসের মায়ের বিয়ের গাউন সেলাই করে নিয়েছিলেন রাল্ফ লরেন থেকে তৈরি করা নিজের বিয়ের গাউনের সঙ্গে।
ইয়ামি গৌতমকে বিয়ের দিন লাগছিল ‘সিম্পল অ্যান্ড সুইট’। এই দিন তিনি পরেছিলেন, সুতোর কাজ করা তাঁর মায়ের ট্র্যাডিশনাল লাল সিল্কের শাড়ি।
সূত্র: নিউজ১৮ ও অন্যান্য
এই তো গেল জুনের ২৩ তারিখ, বিয়ে করলেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। বিয়েতে তাঁর সাদামাটা সাজপোশাকই নজর কেড়েছে সবার। বিয়েতে তিনি পরেছিলেন মা পুনম সিনহার আইভরিরঙা ভিন্টেজ শাড়ি ও গয়না।
পরিনীতি চোপড়া বিয়েতে লেহেঙ্গার সঙ্গে কোমরে গুজেছিলেন তাঁর নানির অর্নামেন্টেড চাবির গোছা। তাঁর নানি শাড়ির সঙ্গে কোমরে চাবিসহ বিভিন্ন ধরনের অর্নামেন্টেড চাবির গোছা পরতেন। এই সাজে যখন তিনি পুরো বাড়িতে হেঁটে বেড়াতেন, তখন তাঁকে দেখতে রানির মতো লাগত। এটা ছিল সে সময়কার গৃহকর্ত্রীদের অনন্য এক লুক। আর পরিনীতির এই ইচ্ছেকে পূরণ করতেই ডিজাইনার মনিষ মালহোত্রা তাঁর বিয়ের লেহেঙ্গা তৈরির সময় চাবির গোছাটি সংযুক্ত করে দেন।
স্টাইল আইকন সোনম কাপুর আনন্দ আহুজাকে বিয়ে করেন ২০১৮ সালে। বিয়েতে পরার জন্য তিনি তাঁর মা সুনিতা কাপুরের সংগ্রহ থেকে জুয়েলারি বেছে নেন। ভিন্টেজ এই গয়নায় তিনি সেজে ওঠেন চিরাচরিত ভারতীয় নববধূর সাজে।
কারিনা কাপুর খান তাঁর বিয়েতে শাশুড়ি শর্মিলা ঠাকুরের ব্রাইডাল সারারা পরেছিলেন।
শোনা যায়, প্রিয়াংকা চোপড়া নাকি নিক জোনাসের মায়ের বিয়ের গাউন সেলাই করে নিয়েছিলেন রাল্ফ লরেন থেকে তৈরি করা নিজের বিয়ের গাউনের সঙ্গে।
ইয়ামি গৌতমকে বিয়ের দিন লাগছিল ‘সিম্পল অ্যান্ড সুইট’। এই দিন তিনি পরেছিলেন, সুতোর কাজ করা তাঁর মায়ের ট্র্যাডিশনাল লাল সিল্কের শাড়ি।
সূত্র: নিউজ১৮ ও অন্যান্য
ইউরোপের যেকোনো বড় নগরী থেকে বিমানে মাত্র দুই ঘণ্টার পথ ফ্রান্সের দক্ষিণে ছবির চেয়ে সুন্দর একটি শহর—তুলুজ। প্যারিস থেকে ৭০০ কিলোমিটার বা ৪৪০ মাইল দক্ষিণে এই শহরের আরেক নাম গোলাপি শহর। শেষ বিকেলের মিষ্টি রোদ যখন গারোঁন নদীর তীরে প্রাচীন ইমারতগুলোর গোলাপি রঙের ইটের ওপর ঠিকরে পড়ে, তখন একধরনের...
৩ দিন আগেঢাকা শহর ছাড়িয়ে দক্ষিণে কয়েক কিলোমিটার গেলেই মুন্সিগঞ্জ জেলার চৌহদ্দি। ঢাকা-মাওয়া এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মুন্সিগঞ্জ জেলার পশ্চিম ও পূর্ব পাশ দিয়ে গেছে। মুন্সিগঞ্জের প্রাচীন নাম বিক্রমপুর। ঐতিহাসিকভাবে এ জেলা বেশ সমৃদ্ধ। এক দিনে ঘুরে দেখা যাবে প্রায় পুরো জেলা। যেকোনো ছুটির দিন বেছে নিতে পারেন...
৩ দিন আগেইউরোপ ভ্রমণ মানেই শহরকেন্দ্রিক বিভিন্ন পুরোনো স্থাপত্য নিদর্শন এবং স্থানীয় সংস্কৃতির অভিজ্ঞতা নেওয়া। এর সঙ্গে বাহারি খাবারের আয়োজন তো রয়েছেই। কিন্তু শুধু শহর নয়, ইউরোপের অনেক গ্রাম রয়েছে, যেগুলোতে শহরের চেয়ে বেশি ভিড় দেখা যায় পর্যটকদের। এর কারণ, সেগুলোর প্রাচীন ইতিহাস।
৩ দিন আগেমালদ্বীপ ভ্রমণের সেরা সময় নভেম্বর থেকে এপ্রিল। এ সময় মালদ্বীপের আকাশ থাকে পরিষ্কার এবং সমুদ্রের পানি অদ্ভুত সুন্দর ও গাঢ় নীল। হানিমুনের জন্য এই দ্বীপদেশ জনপ্রিয় ডেস্টিনেশন।
৩ দিন আগে